---Advertisement---

Important Questions and Answers from history for all Job Exams 2024 l সমস্ত চাকরির পরীক্ষার জন্য ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

By Siksakul

Published on:

Questions and Answers from history
---Advertisement---

Important Questions and Answers from history for all Job Exams 2024: ভারতীয় ইতিহাসের গুরুত্ব অপরিসীম, বিশেষত যখন আপনি সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। চাকরির পরীক্ষার প্রশ্নপত্রে ভারতীয় ইতিহাস সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন প্রায়ই উঠে আসে, যা আপনার পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করতে পারে। সুতরাং, ভারতীয় ইতিহাসে ভালো ধারণা থাকা অত্যন্ত জরুরি। আমাদের দেশের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে বিশদ জ্ঞান থাকলে আপনি পরীক্ষায় এগিয়ে থাকতে পারবেন। এ কারণে, এই ব্লগে আমরা ভারতীয় ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে আলোচনা করব, যা আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে।

ভারতীয় ইতিহাসের বিভিন্ন অধ্যায় যেমন প্রাচীন ভারত, মধ্যযুগীয় ভারত, এবং আধুনিক ভারতের বিভিন্ন ঘটনা ও ব্যক্তিত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়াও, বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ, আন্দোলন, রাজবংশ, যুদ্ধ এবং তাদের প্রভাব নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হবে। এই তথ্যগুলি আপনার প্রস্তুতিতে সহায়ক হবে এবং আপনাকে পরীক্ষার সময় আত্মবিশ্বাসী ও প্রস্তুত হতে সাহায্য করবে। সঠিক প্রস্তুতি এবং সময়মত অধ্যয়নই কেবলমাত্র সফলতার চাবিকাঠি। তাই, আমাদের সঙ্গে থাকুন এবং ভারতীয় ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানুন। এই তথ্যগুলি শুধুমাত্র আপনার জ্ঞান বৃদ্ধি করবে না, বরং পরীক্ষায় সফলতার পথকে আরও সুগম করবে। প্রস্তুতির এই যাত্রায় আপনার সঙ্গী হতে পেরে আমরা গর্বিত। আসুন, ভারতীয় ইতিহাসের যাত্রায় পা বাড়াই এবং সফলতার পথে এগিয়ে যাই।

Important Questions and Answers from history for all Job Exams 2024 l সমস্ত চাকরির পরীক্ষার জন্য ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

ভারতীয় ইতিহাসের যাত্রায় পা বাড়াই এবং সফলতার পথে এগিয়ে যাই।

Important Questions and Answers from history for all Job Exams 2024

  1. কোন সময়কে সুলতানী যুগ বলে অভিহিত করা হয়?

উঃ ১২০৬ খ্রীষ্টাব্দ থেকে ১৫২৬ খ্রীষ্টাব্দে মোঘলবংশীয় বাবরের সিংহাসন আরোহণের পূর্ব পর্যন্ত সময় সুলতানী যুগ বলে পরিচিত।

  1. সুলতান শব্দের অর্থ কী?

উঃ স্বাধীন নরপতি।

  1. ‘তারিখ-ই-সিন্ধু’ গ্রন্থের রচয়িতা কে?

উঃ মীর মহম্মদ মাসুদ।

  1. আলবেরুণী রচিত গ্রন্থটির নাম কী?

উঃ তহকক্‌-ই–হিন্দ।

  1. কিতাব-উল-রাহলা’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ ইবন বতুতা।

  1. আমীর খসরু রচিত গ্রন্থটির নাম কী?

উঃ তুঘলক নামা।

  1. ‘তবাকত-ই-নাসিরি’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ মিনহাজ-উস-সিরাজ।

  1. ‘তারিখ-ই-ফিরোজশাহী’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ জিয়াউদ্দীন বরণী।

  1. আরবরা কবে সিন্ধুদেশ জয় করে?

উঃ ৭১২ খ্রীষ্টাব্দে।

  1. সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেছিল?

উঃ ১৭ বার।

  1. আলবেরুণী কার সভাসদ ছিলেন?

উঃ সুলতান মামুদের।

  1. আলবেরুণী কত খ্রীষ্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? তাঁর প্রকৃত নাম কী? তিনি কার সঙ্গে ভারতে আসেন এবং কত বছর ভারতে ছিলেন?

উঃ ৯৭৩ খ্রীষ্টাব্দে মধ্যএশিয়ার খোয়ারিজাম রাজ্যে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম আবু রিহান। তিনি মামুদের সঙ্গে ভারতে আসেন। তিনি ১০ বছর ভারতে ছিলেন।

  1. কবে, কাদের মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়?

উঃ ১১৯১ খ্রীষ্টাব্দে দিল্লী ও আজমীরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান এবং মহম্মদ ঘুরীর মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে মহম্মদ ঘুরী পরাজিত হন।

  1. কবে, কাদের মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়?

উঃ ১১৯২ খ্রীষ্টাব্দে দিল্লী ও আজমীরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান এবং মহম্মদ ঘুরীর মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন।

  1. ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিল?

উঃ মহম্মদ ঘুরী।

  1. দাসবংশের প্রতিষ্ঠাতা কে ছিল?

উঃ কুতুবউদ্দিন আইবক।

  1. আইবক কথার অর্থ কী?

উঃ দাস।

  1. কুতুবুদ্দিনের পর কে দিল্লীর সিংহাসনে আরোহণ করেন?

উঃ ইলতুৎমিস।

  1. ‘ইকতা’ ব্যবস্থা কে প্রবর্তন করেন?

উঃ ইলতুৎমিস।

  1. চল্লিশ চক্র বা বন্দেগান-ই-চাহেলগানী কে প্রবর্তন করেন?

উঃ ইলতুৎমিস।

  1. ইলতুৎমিসের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?

উঃ রুক্‌নউদ্দিন ফিরোজ।

  1. ভারতের তোতাপাখি নামে কে পরিচিত?

উঃ আমীর খসরু।

  1. খলজী বংশের প্রতিষ্ঠাতা কে?

উঃ ফিরোজ শাহ খলজী।

  1. খলজী বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?

উঃ আলাউদ্দিন খলজী।

  1. দাগ ও হুলিয়া ব্যবস্থা কে প্রবর্তন করেন?

উঃ আলাউদ্দিন খলজী।

  1. খলজী বংশের শেষ সম্রাট কে ছিলেন?

উঃ কুতুবুদ্দিন মুবারক শাহ।

  1. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?

উঃ গিয়াসউদ্দিন তুঘলক।

  1. দিল্লী থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর কে করেন?

উঃ মহম্মদ বিন তুঘলক।

  1. সুলতানী যুগের আকবর নামে কে পরিচিত?

উঃ ফিরোজ শাহ তুঘলক।

  1. কোন সুলতানী শাসকের রাজত্বকালে তৈমুরলঙ ভারত আক্রমণ করেন?

উঃ নাসিরুদ্দিন মামুদ শাহের আমলে।

  1. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? এই বংশের শেষ রাজা কে ছিলেন?

উঃ খিজির খাঁ সৈয়দ। এই বংশের শেষ রাজা ছিলেন আলাউদ্দিন আলম শাহ।

  1. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে? এই বংশের শেষ রাজা কে ছিলেন?

উঃ বহলুল লোদী। শেষ রাজা ইব্রাহিম লোদী।

  1. কবে, কাদের মধ্যে পাণিপথের প্রথম যুদ্ধ হয়?

উঃ ১৫২৬ খ্রীঃ কাবুলের অধিপতি বাবরের সঙ্গে ইব্রাহিম লোদীর মধ্যে।

  1. কে কবে ইলিয়াসশাহী বংশের প্রতিষ্ঠা করেন?

উঃ ১৩৪২ খ্রীষ্টাব্দে শামস্‌উদ্দিন ইলিয়াস শাহ ।

  1. কোন রাজার আমলে পাণ্ডুয়ার আদিনা মসজিদ ও কোতোয়ালি দরওয়ালা তৈরি হয়?

উঃ সিকন্দর শাহের আমলে।

  1. কোন চৈনিক দূত গিয়াসউদ্দিন আজম শাহের দরবারে আসেন?

উঃ চৈনিক দূত মা-হুয়ান।

  1. বাংলার আকবর নামে কোন শাসক পরিচিত?

উঃ হোসেন শাহ।

  1. ভক্তিবাদী আন্দোলনের একজন নেতার নাম লেখ।

উঃ শ্রীচৈতন্যদেব।

  1. ছোট সোনা মসজিদ কোন রাজার আমলে তৈরি হয়?

উঃ হোসেন শাহের আমলে।

  1. বড় সোনা মসজিদ কোন রাজার আমলে তৈরি হয়?

উঃ নসরৎ শাহের আমলে।

  1. কে কবে বাহমনী রাজ্যের প্রতিষ্ঠা করেন? তাঁর রাজধানী কোথায় ছিল?

উঃ ১৩৪৭ খ্রী হাসান বা জাফর খাঁ। তাঁর রাজধানী ছিল গুলবর্গায়।

  1. তালিকোটার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়?

উঃ ১৫৬৫ খ্রিস্টাব্দে। একদিকে ছিল বিজাপুর, গলকুণ্ডা, বিদর ও আহম্মদনগর আর অন্যদিকে ছিল বিজয়নগর। এই যুদ্ধে বিজয়নগর পরাজিত হয়।

  1. বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উঃ হরিহর ও বুক্কু।

  1. বিজয়নগরের সঙ্গম রাজ্যের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন?

উঃ দ্বিতীয় দেবরায়।

  1. বিজয়নগরের তুলভ বংশের প্রতিষ্ঠাতা কে? এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন?

উঃ নরসিংহ। শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়।

  1. আমুক্তা মাল্যদা গ্রন্থটির রচয়িতা কে?

উঃ কৃষ্ণদেব রায়।

  1. কাকে অন্ধ কবিতার পিতামহ বলা হয়?

উঃ তেলেগু কবি পেদ্দনকে।

  1. হাজারা মন্দিরের নির্মাতা কে?

উঃ কৃষ্ণদেব রায়।

---Advertisement---

Related Post

WBCSSC SLST 2025 Geography Soil MCQ l ভারতের মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCSSC SLST 2025 Geography Soil MCQ: আপনি যদি WBCSSC SLST 2025 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মৃত্তিকা (Soil) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ভারতের মৃত্তিকার বিভিন্ন ...

🛕 Questions on Sikhism for competitive exams l শিখ ধর্ম: ইতিহাস, ধর্মগুরু ও চাকরির পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি

Questions on Sikhism for competitive exams: চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন WBCS, RRB Group D, SSC, বা অন্যান্য স্টেট ও সেন্ট্রাল জব এক্সাম) ধর্মীয় জিকে (General Knowledge) থেকে ...

Soil Geography for WB SLST 2025 – Chapter-Wise MCQ Part 2 – Boost your Memory

Soil Geography for WB SLST 2025: আপনি যদি WBCSSC SLST Geography 2025 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং Soil Geography অংশে জোর দিতে চান, তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। ...

WB SLST English 2025 Preparation: 50 MCQ from Act I of She Stoops to Conquer (Corrected for 2nd WB SLST)

50 MCQ from Act I of She Stoops to Conquer: Preparing for WB SLST English 2025? You’re in the right place! This blog offers a powerful resource for ...

Leave a Comment