---Advertisement---

WB Gram Panchayat Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ২৩

By Siksakul

Updated on:

WB Gram Panchayat Practice Set 2024
---Advertisement---

পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত দপ্তরে প্রায় ১৯ প্রকার শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আজকের প্রতিবেদনে পরীক্ষার সিলেবাস ভিত্তিক সাজেস্টিভ প্র্যাকটিস সেট প্রকাশ করা হল।

WB Gram Panchayat Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করা হবে Siksakul-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayat Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।

WB Gram Panchayat Practice Set 23 l গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayat Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WB Gram Panchayat Practice Set 23 l পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট

প্রশ্ন. আবহাওয়ার পূর্বাভাসের জন্য কোনটি ব্যবহার করা হয়?

উত্তর:- সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা

প্রশ্ন. তরল চাপ পরিমাপ করতে ব্যবহৃত যন্ত্র কোনটি?

উত্তর:- ম্যানোমিটার

প্রশ্ন. মোটর গাড়িতে পিছনের দৃশ্যের জন্য কোন আয়না ব্যবহার করা হয়?

উত্তর:-উত্তল আয়না

প্রশ্ন. কোন প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়?

উত্তর:- বিকিরণ দ্বারা

প্রশ্ন. যে প্লাস্টিকটির কোনো রঙ নেই এবং খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় তাকে বলা হয়?

উত্তর:- লিউকোপ্লাস্ট

প্রশ্ন. নেপচুন কে আবিষ্কার করেন?

উত্তর:- গালে

প্রশ্ন. পেন্ডুলামের সময়কাল কিসের উপর নির্ভর করে?

উত্তর:- দৈর্ঘ্য উপর

প্রশ্ন. ব্ল্যাক হোলের তত্ত্ব কে উপস্থাপন করেন?

উত্তর:- এস. চন্দ্রশেখর

প্রশ্ন. জীবনের মৌলিক একক কি?

উত্তর:- কোষ

প্রশ্ন. আধুনিক জেনেটিক্সের জনক কাকে বলা হয় ?

উত্তর:- গ্রেগর মেন্ডেলের কাছে

প্রশ্ন.  ওরাল প্যালিও ভ্যাকসিন কার দ্বারা তৈরি হয়েছিল?

উত্তর:- আলবার্ট সাবিন দ্বারা

প্রশ্ন.  কোষের জীবন্ত অংশকে প্রোটোপ্লাজম বলা হয়, তাই আপনাকে বলতে হবে প্রোটোপ্লাজম কী দিয়ে তৈরি?

উত্তর:- সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং অন্যান্য কোষের অর্গানেল থেকে

প্রশ্ন.  যান্ত্রিক শক্তির SI একক কী ?

উত্তর:- ওয়াট _

প্রশ্ন.  কে শ্বাসযন্ত্রের চেইন ব্যবহার করে উদ্ভিদ কোষে শক্তি উৎপাদন করে?

উত্তর:- মাইটোকন্ড্রিয়া

প্রশ্ন.  গাইনোকোমাস্টিয়া কি?

উত্তর:- পুরুষদের মধ্যে স্তনের বিকাশ

প্রশ্ন.  ইউরিয়া কোথায় উৎপাদিত হয়?

উত্তর:- যকৃতে

প্রশ্ন.  মানুষের সবচেয়ে বড় অঙ্গ কোনটি?

উত্তর:- চামড়া

প্রশ্ন. টর্চে কোন ধরনের আয়না ব্যবহার করা হয়?

উত্তর:- অবতল আয়না

প্রশ্ন. জলাবদ্ধ মাটিতে বালির বড় কণার অনুপাত বেশি হলে তাকে কী বলে?

উত্তর:- বেলে মাটি

প্রশ্ন. পদার্থবিদ্যার যে শাখাটি মহাকাশীয় বস্তু অধ্যয়ন করে তাকে কী বলা হয়?

উত্তর:-জ্যোতির্পদার্থবিদ্যা

প্রশ্ন. বাতাসে শব্দের বেগ প্রায় কত?

উত্তর:-330 মি / থেকে।

প্রশ্ন. একটি বৈদ্যুতিক কোষে কয়টি টার্মিনাল থাকে?

উত্তর:- 2 টার্মিনাল

প্রশ্ন. আইওডোফর্ম কোন আকারে ব্যবহৃত হয়?

উত্তর:- একটি প্রতিষেধক হিসাবে

প্রশ্ন. মরিচা কোনটির অক্সাইড?

উত্তর:- লোহার

Best affordable Gaming Laptop

---Advertisement---

Related Post

WB SLST English 2025 Preparation: 50 MCQ from Act I of She Stoops to Conquer (Corrected for 2nd WB SLST)

50 MCQ from Act I of She Stoops to Conquer: Preparing for WB SLST English 2025? You’re in the right place! This blog offers a powerful resource for ...

🐘 Elephant Reserves in India – State-wise List 2025

Elephant Reserves in India – State-wise List: India is home to the largest population of Asian elephants in the world, making their conservation a critical priority. To protect ...

CCRAS Recruitment 2025 Notification: Apply for 388 Group A, B & C Vacancies Including MTS & LDC

CCRAS Recruitment 2025 Notification: The Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS) has issued a short notification regarding 388 vacancies across Group A, B, and C posts. ...

WB SLST English 2025 Preparation: 45 Important One-Sentence Question Answers on The Lotus Eaters by Somerset Maugham

WB SLST English 2025 preparation: Preparing for the 2nd WB SLST English Exam 2025? Struggling to cover every story in your syllabus? Don’t worry! We’ve compiled 45 One-Sentence ...

Leave a Comment