---Advertisement---

Primary TET EVS Practice Set 2023 (Essential) l প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট- ১০: পরিবেশ বিদ্যা বিষয়ের ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

By Siksakul

Published on:

Primary TET EVS Practice Set 2023
---Advertisement---

আপনি কি Primary TET 2023 (WB Primary TET Exam 2023) পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Siksakul আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set (Primary TET EVS Practice Set – 10) যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Siksakul দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে, প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2023 পরীক্ষার্থীদের জন্য Siksakul এর এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.

Primary TET EVS Practice Set – 10 | WB Primary TET Exam 2023

1. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ শতকরা কত?

উঃ 21 ভাগ।

2. একটি আদর্শ জীবমণ্ডল কটি বলয় নিয়ে গঠিত?

উঃ তিনটি।

3. জীব বৈচিত্রের অর্থ হলো-

উঃ প্রাণীর বৈচিত্র্য ও উদ্ভিদের বৈচিত্র।

4. পশ্চিমবঙ্গের একমাত্র ম্যানগ্রোভ অরণ্যের নাম কি?

উঃ সুন্দরবন।

5. অপ্রচলিত শক্তির উৎস কি?

উঃ সৌরশক্তি।

6. ভূকম্প নির্ধারক যন্ত্রটির নাম কি?

উঃ সিসমোগ্রাফ।

7. ইকো শব্দটির উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে?

উঃ গ্ৰিক।

8. ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ কি?

উঃ এম আই সি।

9. বাতাসে কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ কত?

উঃ 0.04%

10. বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত?

উঃ 78.08%

11.  বাতাসের গতিবেগ কি দিয়ে মাপা হয়?

উঃ অ্যানিমোমিটার।

12. ওজোন হোল এর নামকরণ করেছেন কে?

উঃ বিজ্ঞানী ফারমেন।

13. বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস কি?

উঃ সালোকসংশ্লেষ।

14. বৃষ্টির অম্লতা মাপার যন্ত্র কি?

উঃ pH মিটার।

15.  পরিবেশ সুরক্ষা আইন কবে চালু হয়? 

উঃ ১৯৮৬ সালে।

প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট l wb tet

1. বিশ্ব প্রাণীবিকাশ দিবস কোনটি?

উঃ 4 অক্টোবর।

2. এইডস দিবস কোনটি?

উঃ 1 ডিসেম্বর।

3. ভোপাল ট্রাজেডি দিবস কোনটি?

উঃ 3 ডিসেম্বর ‌।

4. জাতীয় বিজ্ঞান দিবস কোনটি?

উঃ 28 ফেব্রুয়ারি।

5. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোনটি?

উঃ 4 মার্চ।

6. বিশ্ব আবহাওয়া দিবস কোনটি?

উঃ 21 মার্চ।

7. বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি?

উঃ 7 এপ্রিল।

8. বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ দিবস কোনটি?

উঃ 18 এপ্রিল।

9. আন্তর্জাতিক পরিবার দিবস কোনটি?

উঃ 15 মে।

10. বিশ্ব তামাক বিরোধী দিবস কোনটি?

উঃ 31 মে।

11. বিশ্ব ওজন দিবস কোনটি?

উঃ 16 সেপ্টেম্বর।

12. বিশ্বশান্তি ও অহিংসা দিবস কবে?

উঃ 21 সেপ্টেম্বর।

13. সবুজ আহরণ দিবস কোনটি?

উঃ 28 সেপ্টেম্বর।

14. বিশ্বপ্রাণী বাসস্থান দিবস কোনটি?

উঃ 3 অক্টোবর।

15. মানবাধিকার দিবস কোনটি?

উঃ 10 ডিসেম্বর।

Daily Demand Gadgets – Top Fitness Trackers on AMAZON

---Advertisement---

Related Post

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Bankura District Group-D Office staff Recruitment l বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১২ হাজার টাকা

বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারও বড় সুযোগ এসেছে। বাঁকুড়া জেলার জেলা শিশু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত ...

District Government Boys Home Group C Recruitment Notification Out l রাজ্য সরকারি হোমে গ্রুপ- সি পদে চাকরির সুযোগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

District Government Boys Home Group C Recruitment Notification Out: সরকারি চাকরির স্বপ্ন দেখছেন যাঁরা, তাদের জন্য এসেছে দারুণ সুযোগ। রাজ্য সরকারের অধীনে একটি হোমে গ্রুপ- সি পদে কর্মী ...

Leave a Comment