---Advertisement---

Top WB Gram Panchayat Recruitment Preparation, Sure Success (Part 1) l পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ প্রস্তুতির সর্বোত্তম ঠিকানা, পড়লেই সফল হবেন (পর্ব ১)

By Siksakul

Updated on:

---Advertisement---

Top WB Gram Panchayat Recruitment Preparation, Sure Success (Part 1): পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং সবশেষে এর উত্তর দেওয়া রয়েছে।

আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।

Top WB Gram Panchayat Recruitment Preparation, Sure Success (Part 1)

১. ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন ?

[A] রামদাস
[B] তেগ বাহাদুর
[C] অর্জুনদেব
[D] গোবিন্দ সিং

২. সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয় ?

[A] ১৯২৬ সালে
[B] ১৯৩৬ সালে
[C] ১৯৪৬ সালে
[D] ১৯৫৬ সালে

৩. কীসের জন্য গান্ধীজী চম্পারণ আন্দোলন করেছিলেন ?

[A] হরিজনদের অধিকার সুরক্ষা
[B] আইন অমান্য আন্দোলন
[C] হিন্দু সমাজের ঐক্যরক্ষা
[D] নীল চাষিদের সমস্যার সমাধান

৪. ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় –

[A] ৭০ তম সংবিধান সংশোধন দ্বারা
[B] ৭১ তম সংবিধান সংশোধন দ্বারা
[C] ৭২ তম সংবিধান সংশোধন দ্বারা
[D] ৭৩ তম সংবিধান সংশোধন দ্বারা

৫. “আকবরনামা” কে লিখেছিলেন ?

[A] আবুল ফজল
[B] ফৈজি
[C] শেখ মুবারক
[D] তানসেন

৬. হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন?

[A] বাবর
[B] আকবর
[C] জাহাঙ্গীর
[D] শাহ্জাহান

৭.পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়-

[A] জলপাইগুড়িতে
[B] বাঁকুড়াতে
[C] দার্জিলিং-এ
[D] উত্তর চব্বিশ পরগণায়

৮.পূর্ব কলকাতার জলাভূমিকে নিম্নলিখিত আখ্যা দেওয়া হয়েছে-
[A] রামসর স্থান
[B] বায়োস্ফিয়ার রিজার্ভ
[C] সংরক্ষিত বনভূমি
[D| জাতীয় পার্ক

৯.নিউম্যাটোফোর (Pneumatophore) হল –

[A] সুন্দরবনে নিউমোনিয়া দ্বারা আক্রান্ত রোগী
[B] সুন্দরবনের জলাভূত্বি
[C] সুন্দরী গাছের ডাল
[D] ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শেকড়

১০. রক্তচাপ মাপার যন্ত্রের নাম-

[A] ব্যারোমিটার
[B] স্ফাইমোম্যানোমিতার
[C] টোনোমিটার
[D] উপরের কোনোটিই নয়

উত্তর:
১. [B] তেগ বাহাদুর
২. [B] ১৯৩৬ সালে
৩. [D] নীল চাষিদের সমস্যার সমাধান
৪. [D] ৭৩ তম সংবিধান সংশোধন দ্বারা
৫. [A] আবুল ফজল
৬. [B] আকবর
৭. [B] বাঁকুড়াতে
৮. [A] রামসর স্থান
৯. [D] ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শেকড়
১০. [B] স্ফাইমোম্যানোমিতার

Boya ByM1 Auxiliary Omnidirectional Lavalier Condenser Microphone with 20ft Audio Cable (Black)

Read More: প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট- ১০

---Advertisement---

Related Post

List of Phobias and Fears l বিভিন্ন ফোবিয়া ও ভীতির নাম তালিকা

List of Phobias and Fears: মানুষের জীবনে ভীতি বা ফোবিয়া (Phobia) একটি সাধারণ কিন্তু জটিল মানসিক অবস্থা। কারো উচ্চতা ভীতি (Acrophobia), কারো জলভীতি (Hydrophobia), আবার কেউ অন্ধকার বা ...

WB Primary TET Practice Set 10 | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট ১০

WB Primary TET Practice Set 10: স্বাগতম Siksakul ব্লগে। আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই ব্লগটি বিশেষভাবে প্রস্তুত ...

D.El.Ed Child Study Exam Preparation: Complete Set of Important Short Questions (2-Mark Based) l D.El.Ed. 2024-26 শিশু অধ্যয়ন: গুরুত্বপূর্ণ ২ নম্বর প্রশ্নোত্তর

D.El.Ed Child Study Exam Preparation: প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকপ্রার্থী যারা D.El.Ed 2024-26 কোর্সে ভর্তি হয়েছেন, তাদের জন্য শিশু অধ্যয়ন (Child Study) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি ...

✅ Important Events in Indian History l ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ

Important Events in Indian History: ভারতের ইতিহাস হাজার বছরের গৌরবময় ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ঘটনায় ভরা (Indian Historical events List)। প্রতিটি ঘটনা আমাদের সভ্যতার বিকাশ ...

Leave a Comment