---Advertisement---

Important Physics GK MCQ in Bengali Set 1 l General Science Physics MCQ l পদার্থবিজ্ঞান MCQ Set 1 l পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান এমসিকিউ: সেট ১

By Siksakul

Updated on:

Physics GK MCQ in Bengali Set
---Advertisement---

Physics GK MCQ in Bengali Set: আপনি কি পদার্থবিদ্যার সাধারণ জ্ঞান (জিকে) পরীক্ষা প্রস্তুতির জন্য খুঁজছেন? তাহলে আপনি সঠিক স্থানে এসেছেন। পদার্থবিদ্যা এমন একটি বিষয় যা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিককে ব্যাখ্যা করতে সহায়ক হয়। পরীক্ষায় সফলতার জন্য পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি।

এই ব্লগে, আমরা আপনাদের জন্য প্রস্তুত করেছি “পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান এমসিকিউ: সেট ১” (Physics GK MCQ in Bengali Set 1)। এখানে আপনি পাবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর, যা আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়তা করবে। প্রতিটি প্রশ্ন সাবধানে বাছাই করা হয়েছে এবং এর সাথে বিস্তারিত উত্তর প্রদান করা হয়েছে, যা আপনার ধারণা স্পষ্ট করতে সাহায্য করবে।

তাহলে আর দেরি কেন? আমাদের সাথে যোগ দিন এবং আপনার পদার্থবিদ্যা জ্ঞানকে আরও সমৃদ্ধ করুন এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের মাধ্যমে। সরকারি চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করুন আজই!

Physics GK MCQ in Bengali Set 1 l পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান এমসিকিউ: সেট ১

1. S.I. পদ্ধতিতে দৈর্ঘ্যের একক
(A) সেন্টিমিটার
(B) কিলােমিটার
(C) মিটার
(D) ডেকামিটার

(C) মিটার 


2. প্যারিসের আন্তর্জাতিক ‘ওজন ও পরিমাণ’ কার্যালয়ে 0°C তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ও ইরিডিয়ামের সংকর ধাতুর দন্ড-এর মধ্যে ইরিডিয়াম ও প্ল্যাটিনামের পরিমাণ যথাক্রমে-
(A) 10% ও 90%
(B) 90% ও 10%
(C) 80% ও 20%
(D) 20% ও 80%

(A) 10% ও 90%  


3. এক আলােকবর্ষ সমান কত?
(A) 9.46 x 1014 মিটার
(B) 9.46 x 1015 মিটার
(C) 9.46 x 1016 মিটার
(D) 9.46 x 1017 মিটার

(B) 9.46 x 1015 মিটার 


4. পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে?
(A) ফার্মি
(B) এক্স
(C) মিমি
(D) অ্যাংস্ট্রম

(A) ফার্মি 


5. রােধের একক কী ?
(A) জুল
(B) কুলম্ব
(C) ওহম
(D) ভােল্ট

(C) ওহম 


6. কম্পাঙ্কের একক কী?
(A) অ্যাম্পিয়ার
(B) কেলভিন
(C) ওহম-মিটার
(D) হার্জ

(D) হার্জ 


7. 1 টন = ?
(A) 105 kg
(B) 107 kg
(C) 103 kg
(D) 1010 kg

(C) 103 kg 


8. ভৌত রাশি কয়প্রকার-
(A) 2
(B) 3
(C) 4
(D) 5

(A) 2 


9. পৃথিবীর কোন স্থানের ভৌগােলিক মধ্যরেখাকে পরপর দুবার অতিক্রম করতে যে সময় নেয় তাকে বলে—
(A) সৌরসপ্তাহ
(B) সৌরদিন
(C) সৌরমাস
(D) সৌরবছর

(B) সৌরদিন 


10. বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক হয়—
(A) 3°C
(B) 7°C
(C) 10°C
(D) 4°C

Competitive Exam Physics MCQ l পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান প্রস্তুতি

(D) 4°C 


11. বল একটি-
(A) স্কেলার রাশি
(B) ভেক্টর রাশি
(C) মৌলিক রাশি
(D) কোনটাই নয়

(B) ভেক্টর রাশি 


12. C.G.I পদ্ধতিতে দৈর্ঘ্যের একক—
(A) মিটার
(B) সেমি
(C) দুটোই
(D) গজ

(B) সেমি 


13. বিভব পার্থক্যের একক-
(A) অ্যাম্পিয়ার
(B) জুল
(C) ভােল্ট
(D) কুলম্ব

(C) ভােল্ট 


14. ভর ও ওজনের মধ্যে কোনটি বস্তুর স্বকীয় ধর্ম?
(A) ভর
(B) ওজন
(C) দুটোই
(D) কোনটাই নয়

(A) ভর 


15. g-এর মান বাড়লে বস্তুর ভর ও ভারের কী পরিবর্তন হবে?
(A) দুটোই বাড়বে
(B) দুটোই কমবে
(C) ভর একই থাকবে, কিন্তু ভার পরিবর্তিত হবে
(D) ভার একই থাকবে, কিন্তু ভর পরিবর্তিত হবে

(C) ভর একই থাকবে, কিন্তু ভার পরিবর্তিত হবে 


16. পৃথিবীর কেন্দ্রে কোনাে বস্তুর ওজন কত?
(A) 980
(B) 1
(C) -1
(D) 0

(D) 0


17. পৃথিবীর মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলের মধ্যে কোথায় g-এর মান বেশি?
(A) মেরুতে
(B) নিরক্ষীয় অঞ্চলে
(C) দুটোতে সমান
(D) সময়ে সময়ে পরিবর্তন হয়

(A) মেরুতে 


18. কেনাে বস্তুর ওজন পৃথিবীতে 18 kg হলে চাঁদে কত?
(A) 6 kg
(B) 8 kg
(C) 3 kg
(D) 9 kg

(C) 3 kg 


19. চুনে জল ঢাললে শক্তির রূপান্তর কেমন হবে?
(A) কোনাে শক্তি উৎপন্ন হবে না
(B) রাসায়নিক শক্তি থেকে তাপশক্তিতে
(C) তাপশক্তি থেকে রাসায়নিক শক্তিতে
(D) (B) ও (C) এর মধ্যে যে-কোনাে একটি

(B) রাসায়নিক শক্তি থেকে তাপশক্তিতে 


20. সার্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবর্তক কে?
(A) কেপলার
(B) গ্যালিলিও
(C) নিউটন
(D) কোপারনিকাস

(C) নিউটন

আরো পড়ুন:

আপনি কি বাংলা কবিতা পড়তে ভালোবাসেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন : www.raateralo.com
---Advertisement---

Related Post

# পদার্থ বিজ্ঞানের ১৪০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Physics GK in Bengali for Competitive Exams

Physics GK in Bengali for Competitive Exams: পদার্থ বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রতিটি কার্যকলাপেই এর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব রয়েছে। তাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ...

Indian States Top in Production l বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য

Indian States Top in Production: ভারতের প্রতিটি রাজ্যই কোনো না কোনো কৃষি বা শিল্প পণ্যের উৎপাদনে শীর্ষস্থান ধরে রেখেছে। যেমন কেউ চালে, কেউ গমে, কেউ বা তুলা, চা, ...

📝 50 Important Questions on Modern Russia, Cold War & Russian Revolution

Important Questions on Modern Russia: Are you preparing for UPSC, SSC, WBCS, Railway NTPC, or any other competitive exam that includes Modern History and International Relations? Then this ...

📝 Important Questions and Answers on Industrial Revolution and Socialist Movement – For WBCS, SLST, NET Preparation l শিল্পবিপ্লব ও সমাজতান্ত্রিক আন্দোলন – ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Important Questions and Answers on Industrial Revolution and Socialist Movement: শিল্পবিপ্লব ও সমাজতান্ত্রিক আন্দোলন ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, যা WBCS, SLST, UGC NET-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিয়মিতভাবে প্রশ্ন ...

Leave a Comment