General Knowledge MCQ in Bengali Part 04: আমাদের দৈনন্দিন জীবনে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের গুরুত্ব অপরিসীম। এটি আমাদের চারপাশের পৃথিবী সম্পর্কে সচেতনতা বাড়ায়, নতুন বিষয় সম্পর্কে জানার সুযোগ দেয়, এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য অর্জনে সহায়তা করে। সাধারণ জ্ঞানের সঠিক বিকাশের জন্য MCQ (Multiple Choice Questions) একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি।
আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০৪ । যেটিতে গুরুত্বপূর্ণ 30 টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।
জেনারেল নলেজ MCQ পর্ব – ০৪ | General Knowledge MCQ in Bengali Part – 04
জেনারেল নলেজ M.C.Q
1. কবাডি খেলার কতজন খেলোয়াড় থাকে ?
A. 6
B. 8
C. 7
D. 11
উত্তর :- (C)
2. কোষের শক্তিঘর হিসাবে নিচের কোনটি পরিচিত ?
A. রাইবোজোম
B. মাইটোকনড্রিয়া
C. গলসি বডি
D. নিউক্লিয়াস
উত্তর :- (B)
3. পেনিসিলিন অ্যান্টি বায়োটিক পাওয়া যায়-
A. ছত্রাক
B. ব্যাকটেরিয়া
C. ভাইরাস
D. উদ্ভিদ
উত্তর :- (A)
4. ছৌ নৃত্যের জন্য কোন জেলাটি প্রসিদ্ধ ?
A. বাঁকুড়া
B. বীরভূম
C. পুরুলিয়া
D. দক্ষিন দিনাজপুর
উত্তর :- (C)
5. প্রথম কবে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটে ?
A. 1948
B. 1950
C. 1949
D. 1952
উত্তর :- (C)
6. কত সালে লর্ড কার্জন বঙ্গবঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেন ?
A. 1905
B. 1906
C. 1911
D. 1919
উত্তর :- (A)
7. আমরা বায়ুমন্ডলের কোন স্তরে বাস করি ?
A. আয়নোস্ফিয়ার
B. ট্রপোস্ফিয়ার
C. এক্সোস্ফিয়ার
D. স্ট্যাটোস্ফিয়ার
উত্তর :- (B)
8. নিচের কোনটি রূপান্তরিত শিলা ?
A. চুনাপাথর
B. মার্বেল
C. গ্রানাইট
D. কয়লা
উত্তর :- (B)
9. কোন বছর এশিয়াটিক সোসাইটির পতন হয় ?
A. 1784
B. 1794
C. 1884
D. 1785
উত্তর :- (A)
10. উধের্ব নিক্ষিপ্ত বস্তুর শক্তি
A. সর্বোচ্চ বিন্দুতে সর্বাধিক
B. সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন
C. সব বিন্দুতে সমান
D. যে কোন বিন্দুতে সর্বাধিক হতে পারে
উত্তর :- (A)
11. শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত ?
A. কেন্দ্রীয় তালিকা
B. রাজ্য তালিকা
C. যুগ্ম তালিকা
D. কোনোটিই নয়
উত্তর :- (C)
12. নীতি আয়োগের চেয়ারম্যান কে ?
A. রাষ্ট্রপতি
B. অর্থমন্ত্রী
C. প্রধানমন্ত্রী
D. লোকসভার স্পিকার
উত্তর :- (C)
13. সুন্দরী গাছে কি ধরনের মূল দেখা যায় ?
A. টেসমূল
B. শ্বাসমূল
C. গুচ্ছমূল
D. ঝুরিমূল
উত্তর :- (B)
14. সালোকসংশ্লেষ সক্ষম প্রাণী হল ?
A. মস
B. হাইড্রা
C. ইউগ্নিনা
D. কোনোটিই নয়
উত্তর :- (C)
15. আগাখান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
A. ফুটবল
B. হকি
C. ব্যাডমিন্টন
D. ক্রিকেট
উত্তর :- (B)
16. জারোয়া উপজাতি কোন রাজ্যে দেখা যায় ?
A. মেঘালয়
B. লিটন আন্দামান
C. মনিপুর
D. নাগাল্যান্ড
উত্তর :- (B)
17. লাফিং গ্যাসের সংকেত হল-
A. N2O
B. No2
C. So2
D. Co2
উত্তর :- (A)
18. ওয়াটার গ্যাস কোন দুটি গ্যাসের মিশ্রণ ?
A. Co+N2
B. Co+H2
C. C+H2O
D. N2+H2O
উত্তর :- (B)
19. ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি ?
A. কেরালা
B. বিহার
C. ঝাড়খন্ড
D. পশ্চিমবঙ্গ
উত্তর :- (B)
20. সত্যমেব জয়তে উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
A. অর্থশাস্ত্র
B. মুণ্ডক উপনিষদ
C. অথর্ববেদ
D. সামবেদ
উত্তর :- (B)