---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব – ০৪ | General Knowledge MCQ in Bengali Part – 04

By Siksakul

Updated on:

General Knowledge MCQ in Bengali
---Advertisement---

General Knowledge MCQ in Bengali Part 04: আমাদের দৈনন্দিন জীবনে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের গুরুত্ব অপরিসীম। এটি আমাদের চারপাশের পৃথিবী সম্পর্কে সচেতনতা বাড়ায়, নতুন বিষয় সম্পর্কে জানার সুযোগ দেয়, এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য অর্জনে সহায়তা করে। সাধারণ জ্ঞানের সঠিক বিকাশের জন্য MCQ (Multiple Choice Questions) একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি।

আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০৪ । যেটিতে গুরুত্বপূর্ণ 30 টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

জেনারেল নলেজ MCQ পর্ব – ০৪ | General Knowledge MCQ in Bengali Part – 04

জেনারেল নলেজ M.C.Q

1. কবাডি খেলার কতজন খেলোয়াড় থাকে ? 

A. 6

B. 8

C. 7

D. 11 

উত্তর :- (C)

2. কোষের শক্তিঘর হিসাবে নিচের কোনটি পরিচিত ? 

A. রাইবোজোম

B. মাইটোকনড্রিয়া

C. গলসি বডি

D. নিউক্লিয়াস 

উত্তর :- (B)

3. পেনিসিলিন অ্যান্টি বায়োটিক পাওয়া যায়- 

A. ছত্রাক

B. ব্যাকটেরিয়া

C. ভাইরাস

D. উদ্ভিদ 

উত্তর :- (A)

4. ছৌ নৃত্যের জন্য কোন জেলাটি প্রসিদ্ধ ? 

A. বাঁকুড়া

B. বীরভূম

C. পুরুলিয়া

D. দক্ষিন দিনাজপুর 

উত্তর :- (C)

5. প্রথম কবে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটে ? 

A. 1948

B. 1950

C. 1949

D. 1952 

উত্তর :- (C)

6. কত সালে লর্ড কার্জন বঙ্গবঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেন ? 

A. 1905

B. 1906

C. 1911

D. 1919 

উত্তর :- (A)

7. আমরা বায়ুমন্ডলের কোন স্তরে বাস করি ? 

A. আয়নোস্ফিয়ার

B. ট্রপোস্ফিয়ার

C. এক্সোস্ফিয়ার

D. স্ট্যাটোস্ফিয়ার 

উত্তর :- (B)

8. নিচের কোনটি রূপান্তরিত শিলা ? 

A. চুনাপাথর

B. মার্বেল

C. গ্রানাইট

D. কয়লা 

উত্তর :- (B)

9. কোন বছর এশিয়াটিক সোসাইটির পতন হয় ? 

A. 1784

B. 1794

C. 1884

D. 1785 

উত্তর :- (A)

10. উধের্ব নিক্ষিপ্ত বস্তুর শক্তি 

A. সর্বোচ্চ বিন্দুতে সর্বাধিক

B. সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন

C. সব বিন্দুতে সমান

D. যে কোন বিন্দুতে সর্বাধিক হতে পারে 

উত্তর :- (A)

11. শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত ? 

A. কেন্দ্রীয় তালিকা

B. রাজ্য তালিকা

C. যুগ্ম তালিকা

D. কোনোটিই নয় 

উত্তর :- (C)

12. নীতি আয়োগের চেয়ারম্যান কে ? 

A. রাষ্ট্রপতি

B. অর্থমন্ত্রী

C. প্রধানমন্ত্রী

D. লোকসভার স্পিকার 

উত্তর :- (C)

13. সুন্দরী গাছে কি ধরনের মূল দেখা যায় ? 

A. টেসমূল

B. শ্বাসমূল

C. গুচ্ছমূল

D. ঝুরিমূল 

উত্তর :- (B)

14. সালোকসংশ্লেষ সক্ষম প্রাণী হল ? 

A. মস

B. হাইড্রা

C. ইউগ্নিনা

D. কোনোটিই নয় 

উত্তর :- (C)

15. আগাখান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ? 

A. ফুটবল

B. হকি

C. ব্যাডমিন্টন

D. ক্রিকেট 

উত্তর :- (B)

16. জারোয়া উপজাতি কোন রাজ্যে দেখা যায় ? 

A. মেঘালয়

B. লিটন আন্দামান

C. মনিপুর

D. নাগাল্যান্ড 

উত্তর :- (B)

17. লাফিং গ্যাসের সংকেত হল- 

A. N2O

B. No2

C. So2

D. Co2 

উত্তর :- (A)

18. ওয়াটার গ্যাস কোন দুটি গ্যাসের মিশ্রণ ? 

A. Co+N2

B. Co+H2

C. C+H2O

D. N2+H2O 

উত্তর :- (B)

19. ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি ? 

A. কেরালা

B. বিহার

C. ঝাড়খন্ড

D. পশ্চিমবঙ্গ 

উত্তর :- (B)

20. সত্যমেব জয়তে উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ? 

A. অর্থশাস্ত্র

B. মুণ্ডক উপনিষদ

C. অথর্ববেদ

D. সামবেদ 

উত্তর :- (B)

---Advertisement---

Related Post

Top 100 GK Questions for Competitive Exams in Hindi 2025 l प्रतियोगी परीक्षाओं के लिए शीर्ष 100 जीके प्रश्न हिंदी में 2025

अगर आप UPSC, SSC, रेलवे, बैंकिंग, या राज्य स्तरीय परीक्षाओं की तैयारी कर रहे हैं, तो सामान्य ज्ञान (GK) आपकी सफलता में महत्वपूर्ण भूमिका निभाता है। हर साल ...

Classical Dances of India: ভারতের ধ্রুপদী নৃত্যের তালিকা ও প্রধান নৃত্যশিল্পী

ভারতের সংস্কৃতি তার বৈচিত্র্যময় ঐতিহ্যের জন্য পরিচিত, এবং ধ্রুপদী নৃত্য এই সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি রাজ্যের নিজস্ব নৃত্যশৈলী তাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার প্রতিফলন ঘটায়। এই ...

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Leave a Comment