---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব – ০৬ | Special General Knowledge MCQ in Bengali Part – 06

By Siksakul

Updated on:

Special General Knowledge MCQ in Bengali Part - 06
---Advertisement---

Special General Knowledge MCQ in Bengali Part – 06: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০৬। যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।


জেনারেল নলেজ M.C.Q
l General Knowledge MCQ in Bengali

1. কোন উদ্ভিদের চোষক মূল আছে ?

A. পাইন

B. সেগুন

C. স্বর্ণলতা

D. বট

উত্তর:- (C)

2. আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালিত হয় ?

A. ৩রা ডিসেম্বর

B. ১২ই নভেম্বর

C. ২২শে জানুয়ারি

D. ২৭শে মার্চ

উত্তর:- (A)

3. চাচাই জলপ্রপাত কোথায় অবস্থিত ?

A. মহারাষ্ট্রে

B. ঝাড়খণ্ডে

C. মধ্যপ্রদেশে

D. তামিলনাড়ুতে

উত্তর:- (C)

4. ভারতের সংবিধানের অবিভাবক কাকে বলা হয় ?

A. পার্লামেন্ট

B. সুপ্রিমকোর্ট

C. হাইকোর্ট

D. সংসদ

উত্তর:- (B)

5. ভারতীয় রেলকে জাতীয়করণ করা হয় কত সালে ?

A. ১৯৪৭ সালে

B. ১৯৪৮ সালে

C. ১৯৪৯ সালে

D. ১৯৫০ সালে

উত্তর:- (D)

6. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধি হার কত ছিল ?

A. 10%

B. 18%

C. 20%

D. কোনটিই নয়

উত্তর:- (B)

7. নিন্মের কোন অঙ্গ থেকে রেনিন ক্ষরিত হয় ?

A. ত্বক

B. অন্ত্র

C. বৃক্ক

D. ফুসফুস

উত্তর:- (C)

8. মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন ?

A. খেদা আন্দোলন

B. অসহযোগ আন্দোলন

C. চম্পারন সত্যাগ্রহ

D. ভারত ছাড়ো আন্দোলন

উত্তর:- (D)

9. দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র কতসালে গড়ে উঠেছিল ?

A. 1960

B. 1962

C. 1966

D. 1967

উত্তর:- (A)

10. রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন –

A. গার্নার

B. অ্যারিস্টটল

C. মার্কস

D. গেটেল

উত্তর:- (B)

11. পৃথিবীতে বতর্মানে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কত ?

A. ১৪৩টি

B. ২৪৩টি

C. ৫৪৩টি

D. ৭৫০টি

উত্তর:- (B)

12. এখন পর্যন্ত ভারতবর্ষে সর্বাধিক ভয়াবহ ভূমিধ্বসের ঘটনাটি ঘটেছে কোথায় ?

A. সিকিম

B. কর্ণাটকে

C. উত্তরাখণ্ডে

D. মহারাষ্ট্রে

উত্তর:- (C)

13. গন্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত ?

A. লৌহ

B. কয়লা

C. বক্সাইট

D. পেট্রোলিয়াম

উত্তর:- (B)

14. দক্ষিণ আমেরিকার তৃনভূমি কি নামে পরিচিত ?

A. ডাউনস

B. প্রেইরী

C. সাভানা

D. পম্পাস

উত্তর:- (D)

15. চৌম্বক আবেশের একক কি ?

A. ওরস্টেড

B. হেনরি

C. গাউস

D. ওয়েবার

উত্তর:- (A)

16. ভারতের বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত ?

A. কেরালা

B. গুজরাট

C. তামিলনাড়ু

D. মেঘালয়

উত্তর:- (C)

17. মানুষের মস্তিষ্কের স্নায়ু সংখ্যা কত ?

A. ১২ টি

B. ১২ জোড়া

C. ২২টি

D. ২২ জোড়া

উত্তর:- (B)

18. জাফর ইকবাল কোন খেলার সাথে যুক্ত ?

A. টেবিল টেনিস

B. দাবা

C. কাবাডি

D. হকি

উত্তর:- (D)

19. হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি ?

A. নীল

B. সাদা

C. সবুজ

D. লাল

উত্তর:- (A)

20. সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন ?

A. ১৯৪০

B. ১৯৪১

C. ১৯৪২

D. ১৯৪৩

উত্তর:- (B)

21. কোন ভিটামিনের অভাবে মানবদেহে স্কার্ভি রোগ হয় ?

A. ভিটামিন A

B. ভিটামিন B

C. ভিটামিন D

D. ভিটামিন C

উত্তর:- (D)

22. সূর্যসিদ্ধান্ত গ্ৰন্থটি কে রচনা করেন ?

A. আর্যভট্ট

B. মহেন্দ্র বর্মণ

C. হর্ষবর্ধন

D. বানভট্ট

উত্তর:- (A)

23. মুদ্রারাক্ষসের রচয়িতা কে ?

A. বানভট্ট

B. বিশাখাদত্ত

C. শুদ্রক

D. কালিদাস

উত্তর:- (B)

24. মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে ?

A. তাপ্তি

B. তুঙ্গভদ্রা

C. নর্মদা

D. মাহী

উত্তর:- (C)

25. বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটি ?

A. ভারত

B. অস্ট্রেলিয়া

C. আমেরিকা

D. রাশিয়া

উত্তর:- (D)

26. হোয়াইট কোল কাকে বলে ?

A. ন্যাচারাল গ্যাসকে

B. পেট্রোলিয়াম কে

C. ইউরেনাস কে

D. জলবিদ্যুৎ কে

উত্তর:- (D)

27. স্টেনলেস স্টীলে কোন মৌলটি থাকে না ?

A. C

B. Cu

C. Ni

D. Cr

উত্তর:- (B)

28. কাকাসাহেব নামে পরিচিত কে ছিলেন ?

A. জি ভি যোশী

B. এম জি রানাডে

C. পি এইচ দেশমুখ

D. নৌরজি ফাডুনজি

উত্তর:- (A)

29. বিন্ধ্য পর্বত থেকে নিম্নোক্ত কোন নদী উৎপত্তি লাভ করেছে ?

A. মাহি

B. মুসি

C. নর্মদা

D. তুঙ্গঁভদ্রা

উত্তর:- (A)

30. স্বপ্নবাসবদত্তা গ্রন্থটির লেখক কে ?

A. অশ্বঘোষ

B. নাগার্জুন

C. বসুমিত্র

D. ভাস

উত্তর:- (D)

---Advertisement---

Related Post

Competitive Reasoning MCQ Questions and Answers: Key to Success in Exams

Competitive reasoning MCQs play a crucial role in assessing a candidate’s logical aptitude, problem-solving capabilities, and analytical skills during various exams. These questions are designed to evaluate how ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-10 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-10 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-10(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ প্র্যাকটিস সেট-১০। এই সেটে সাধারণ ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-9 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-9 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-9(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ ...

BEL Recruitment 2025: Apply Now for 137 Trainee & Project Engineer Vacancies!

BEL Recruitment 2025: Bharat Electronics Limited (BEL), a leading government-owned electronics company under the Ministry of Defence, has announced recruitment for 137 temporary positions at its Product Development ...

Leave a Comment