General Knowledge MCQ in Bengali Part 14: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ১৪, যেটিতে গুরুত্বপূর্ণ ২৫টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।
General Knowledge MCQ in Bengali Part 14
1. অমৃত বাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A. শিশির কুমার ঘোষ
B. ঈশ্বর গুপ্ত
C. কেশবচন্দ্র সেন
D. দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তর :- (A)
2. নীলদর্পণ কে রচনা করেন?
A. মাইকেল মধুসূদন দত্ত
B. দীনবন্ধু মিত্র
C. অবনীন্দ্রনাথ ঠাকুর
D. বিশাখ দত্ত
উত্তর :- (B)
3. মহাজন শব্দের অর্থ হল-
A. ক্ষুদ্র রাজ্য
B. বৃহৎ রাজ্য
C. মাঝারি রাজ্য
D. কোনটিই নয়
উত্তর :- (B)
4. ভারতের প্রবেশকারী হূনরা কী নামে পরিচিত?
A. শ্বেতহূন
B. কৃষ্ণহূন
C. লালহূন
D. গ্রিনহূন
উত্তর :- (A)
5. সমুদ্রের জল সর্বাধিক লবণাক্ত কোথায়?
A. বঙ্গোপসাগর
B. রেড সী
C. বাল্টিক সাগর
D. প্রশান্ত মহাসাগর
উত্তর :- (B)
6. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শিখর হল-
A. পুষ্পগিরি
B. ধবলগিরি
C. ডোডোবেট্টা
D. আনাইমুদি
উত্তর :- (C)
7. গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কোথায়?
A. প্রথম
B. দ্বিতীয়
C. তৃতীয়
D. চতুর্থ
উত্তর :- (D)
8. পাট উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কোথায়?
A. প্রথম
B. দ্বিতীয়
C. তৃতীয়
D. চতুর্থ
উত্তর :- (A)
9. কার্পাস উৎপাদনে ভারতের স্থান কোথায়?
A. তৃতীয়
B. সপ্তম
C. নবম
D. ষষ্ঠ
উত্তর :- (A)
10. নিম্নলিখিত কোনটি বাগিচা ফসল নয়?
A. চা
B. কফি
C. রবার
D. পাট
উত্তর :- (D)
11. ভারতের কোন রাজ্যে কফি উৎপাদনে প্রথম?
A. পশ্চিমবঙ্গ
B. কর্ণাটক
C. মধ্যপ্রদেশ
D. আসাম
উত্তর :- (B)
12. ইক্ষু উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে-
A. প্রথম
B. দ্বিতীয়
C. তৃতীয়
D. চতুর্থ
উত্তর :- (B)
13. চম্বল প্রকল্পের সঙ্গে নিম্নলিখিত কোন বাঁধটি সংযুক্ত?
A. রানা প্রতাপ
B. কোনার
C. পাঞ্চেৎ
D. তিলাইয়া
উত্তর :- (A)
14. নিম্নলিখিত কোনটি একটি তন্তুজাতীয় ফসল?
A. কার্পাস
B. রাগী
C. যব
D. বাজরা
উত্তর :- (A)
15. হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
A. হরিয়ানা
B. পাঞ্জাব
C. পশ্চিমবঙ্গ
D. উত্তর প্রদেশ
উত্তর :- (B)
16. সরিষা উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করেছে?
A. প্রথম
B. দ্বিতীয়
C. তৃতীয়
D. চতুর্থ
উত্তর :- (B)
17. নিচের কোনটি খরিফ শস্য নয়?
A. ধান
B. পাট
C. ইক্ষু
D. গম
উত্তর :- (D)
18. ধান চাষের জন্য কিরূপ বৃষ্টিপাত প্রয়োজন?
A. 30 – 40 সে.মি.
B. 50 – 70 সে.মি.
C. 70 – 100 সে.মি.
D. 100 – 200 সে.মি.
উত্তর :- (D)
19. কলকাতার জাতীয় গ্রন্থাগারের জন্ম হয় –
A. 1845 খ্রিস্টাব্দে
B. 1835 খ্রিস্টাব্দে
C. 1855 খ্রিস্টাব্দে
D. 1860 খ্রিস্টাব্দে
উত্তর :- (B)
20. পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ?
A. লালা লাজপত রায়
B. সর্দার বল্লভ ভাই প্যাটেল
C. ভগৎ সিং
D. কোনটাই নয়
উত্তর :- (A)
21. জেপি স্যান্ডার্স এর মৃত্যু কোন শহরে হয়েছিল?
A. অমৃতসর
B. এলাহাবাদ
C. লাহোর
D. কোনটাই নয়
উত্তর :- (C)
22. 1857 মহাবিদ্রোহের সময় সর্বপ্রথম কে তার জীবনকে উৎসর্গ করেছিলেন ?
A. মঙ্গল পান্ডে
B. বাহাদুর শাহ জাফর
C. রানী লক্ষ্মীবাঈ
D. কোনটাই নয়
উত্তর :- (A)
23. কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়-
A. 1856 খ্রিস্টাব্দে
B. 1846 খ্রিস্টাব্দে
C. 1857 খ্রিস্টাব্দে
D. 1847 খ্রিস্টাব্দে
উত্তর :- (C)
24. বাংলা গদ্য সাহিত্যের প্রথম বইটির নাম-
A. কথোপকথন
B. স্ত্রী শিক্ষাবিধায়ক
C. সংবাদকৌমুদী
D. শব্দকল্পদ্রুম
উত্তর :- (A)
25. ভারতের প্রথম উপগ্রহ কোনটি ?
A. বিমলা
B. রোহিণী
C. আর্যভট্ট
D. অপলা
উত্তর :- (C)