---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব – ১৪ | General Knowledge MCQ in Bengali Part 14

By Siksakul

Published on:

General Knowledge MCQ in Bengali Part 14
---Advertisement---

General Knowledge MCQ in Bengali Part 14: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব –  ১৪, যেটিতে গুরুত্বপূর্ণ ২৫টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

General Knowledge MCQ in Bengali Part 14

1. অমৃত বাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন?

A. শিশির কুমার ঘোষ  

B. ঈশ্বর গুপ্ত  

C. কেশবচন্দ্র সেন  

D. দেবেন্দ্রনাথ ঠাকুর 

উত্তর :- (A)

2. নীলদর্পণ কে রচনা করেন? 

A. মাইকেল মধুসূদন দত্ত 

B. দীনবন্ধু মিত্র  

C. অবনীন্দ্রনাথ ঠাকুর  

D. বিশাখ দত্ত  

উত্তর :- (B)

3. মহাজন শব্দের অর্থ হল- 

A. ক্ষুদ্র রাজ্য 

B. বৃহৎ রাজ্য 

C. মাঝারি রাজ্য  

D. কোনটিই নয়  

উত্তর :- (B)

4. ভারতের প্রবেশকারী  হূনরা কী নামে পরিচিত? 

A. শ্বেতহূন   

B. কৃষ্ণহূন   

C. লালহূন 

D. গ্রিনহূন 

উত্তর :- (A)

5. সমুদ্রের জল সর্বাধিক লবণাক্ত কোথায়? 

A. বঙ্গোপসাগর  

B. রেড সী  

C. বাল্টিক সাগর 

D. প্রশান্ত মহাসাগর 

উত্তর :- (B)

6. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শিখর হল-  

A. পুষ্পগিরি 

B. ধবলগিরি 

C. ডোডোবেট্টা  

D. আনাইমুদি 

উত্তর :- (C)

7. গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কোথায়? 

A. প্রথম  

B. দ্বিতীয়

C. তৃতীয় 

D. চতুর্থ 

উত্তর :- (D)

8. পাট উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কোথায়? 

A. প্রথম  

B. দ্বিতীয়  

C. তৃতীয় 

D. চতুর্থ 

উত্তর :- (A)

9. কার্পাস উৎপাদনে ভারতের স্থান কোথায়? 

A. তৃতীয়  

B. সপ্তম  

C. নবম 

D. ষষ্ঠ 

উত্তর :- (A)

10. নিম্নলিখিত কোনটি বাগিচা ফসল নয়? 

A. চা  

B. কফি  

C. রবার 

D. পাট 

উত্তর :- (D)

11. ভারতের কোন রাজ্যে কফি উৎপাদনে প্রথম? 

A. পশ্চিমবঙ্গ 

B. কর্ণাটক  

C. মধ্যপ্রদেশ 

D. আসাম  

উত্তর :- (B)

12. ইক্ষু উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে-  

A. প্রথম

B. দ্বিতীয়  

C. তৃতীয় 

D. চতুর্থ 

উত্তর :- (B)

13. চম্বল প্রকল্পের সঙ্গে নিম্নলিখিত কোন বাঁধটি  সংযুক্ত? 

A. রানা প্রতাপ

B. কোনার 

C. পাঞ্চেৎ 

D. তিলাইয়া 

উত্তর :- (A)

14. নিম্নলিখিত কোনটি একটি তন্তুজাতীয় ফসল? 

A. কার্পাস  

B. রাগী 

C. যব  

D. বাজরা 

উত্তর :- (A)

15. হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?  

A. হরিয়ানা 

B. পাঞ্জাব  

C. পশ্চিমবঙ্গ 

D. উত্তর প্রদেশ 

উত্তর :- (B)

16. সরিষা উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করেছে? 

A. প্রথম  

B. দ্বিতীয়  

C. তৃতীয়  

D. চতুর্থ 

উত্তর :- (B)

17. নিচের কোনটি খরিফ  শস্য নয়? 

A. ধান  

B. পাট 

C. ইক্ষু  

D. গম 

উত্তর :- (D)

18. ধান চাষের জন্য কিরূপ  বৃষ্টিপাত প্রয়োজন? 

A. 30 – 40 সে.মি. 

B. 50 –  70 সে.মি.  

C. 70 – 100 সে.মি. 

D. 100 – 200 সে.মি. 

উত্তর :- (D)

19. কলকাতার জাতীয় গ্রন্থাগারের  জন্ম হয় – 

A. 1845 খ্রিস্টাব্দে 

B. 1835 খ্রিস্টাব্দে  

C. 1855 খ্রিস্টাব্দে  

D. 1860 খ্রিস্টাব্দে  

উত্তর :- (B)

20. পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত  ?

A. লালা লাজপত রায়

B. সর্দার বল্লভ ভাই  প্যাটেল   

C. ভগৎ সিং  

D. কোনটাই নয় 

উত্তর :- (A)

21. জেপি স্যান্ডার্স এর মৃত্যু কোন শহরে হয়েছিল?

A. অমৃতসর

B. এলাহাবাদ  

C. লাহোর  

D. কোনটাই নয়  

উত্তর :- (C)

22. 1857 মহাবিদ্রোহের সময় সর্বপ্রথম কে তার জীবনকে উৎসর্গ করেছিলেন ?

A. মঙ্গল পান্ডে 

B. বাহাদুর শাহ জাফর 

C. রানী লক্ষ্মীবাঈ

D. কোনটাই নয়  

উত্তর :- (A)

23. কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়- 

A. 1856 খ্রিস্টাব্দে  

B. 1846 খ্রিস্টাব্দে   

C. 1857 খ্রিস্টাব্দে   

D. 1847 খ্রিস্টাব্দে  

উত্তর :- (C)

24. বাংলা গদ্য সাহিত্যের প্রথম বইটির নাম- 

A. কথোপকথন 

B. স্ত্রী শিক্ষাবিধায়ক 

C. সংবাদকৌমুদী 

D. শব্দকল্পদ্রুম 

উত্তর :- (A)

25. ভারতের প্রথম উপগ্রহ কোনটি ?

A. বিমলা

B. রোহিণী

C. আর্যভট্ট

D. অপলা

উত্তর :- (C)

জেনারেল নলেজ MCQ পর্ব – ১০

---Advertisement---

Related Post

Proponents of Various Scientific Words for Competitive Exams 2025 l বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শব্দ ও প্রবক্তাদের তালিকা

Proponents of Various Scientific Words: আজকের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিজ্ঞান শুধু একটি বিষয় নয়, বরং একটি চ্যালেঞ্জ। পরীক্ষাগুলিতে প্রায়ই এমন কিছু প্রশ্ন আসে যেখানে বিজ্ঞান শব্দের আবিষ্কারক ...

Madhyamik History Chapter 4 Question and Answer l মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়: সংঘবদ্ধতার গোড়ার কথা – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ | প্রস্তুতির জন্য পূর্ণাঙ্গ গাইড

Madhyamik History Chapter 4 Question and Answer: মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। WBBSE এর সিলেবাস অনুযায়ী মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়: সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায়টি ছাত্রছাত্রীদের ...

WB SLST Geography 2025 l ২০টি MCQ — পর্বত গঠন ও প্লেট সংস্থান তত্ত্ব

WB SLST Geography 2025: WB SLST 2025 পরীক্ষার ভূগোল (Geography) বিভাগে সঠিক প্রস্তুতির জন্য প্রার্থীদের অবশ্যই পর্বত গঠন, প্লেট টেকটনিকস, ভূগোলের গঠনমূলক প্রক্রিয়া, এবং বিভিন্ন ভৌগোলিক ঘটনা সম্পর্কে ...

WB SLST History 2025: ষোড়শ মহাজনপদ MCQ প্রশ্নোত্তর | Mahajanapada MCQ for SLST History Suggestion

ষোড়শ মহাজনপদ MCQ প্রশ্নোত্তর: WB SLST ইতিহাস ২০২৫ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন! এখানে আমরা তুলে ধরছি ষোড়শ মহাজনপদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (MCQ) যা ...

Leave a Comment