---Advertisement---

General Science 100 Questions and Answers 2024 l সাধারণ বিজ্ঞান ১০০ টি প্রশ্নোত্তর

By Siksakul

Updated on:

General Science 100 Questions and Answers
---Advertisement---

General Science 100 Questions and Answers 2024: আপনি কি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান নিয়ে প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। সাধারণ বিজ্ঞান পরীক্ষার গুরুত্বপূর্ণ একটি অংশ, এবং এর সঠিক প্রস্তুতি আপনার সাফল্যের মূল চাবিকাঠি। আজকের ব্লগে, আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি “সাধারণ বিজ্ঞান ১০০ টি প্রশ্নোত্তর”। এই প্রশ্নোত্তরগুলো আপনাকে চাকরির পরীক্ষায় সফল হতে সাহায্য করবে।

এখানে আপনি পাবেন বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশ্ন, যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এবং পৃথিবীবিজ্ঞান। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর দেওয়া আছে, যা আপনাকে দ্রুত এবং সহজে বিষয়গুলো বুঝতে সাহায্য করবে।

এটি শুধুমাত্র আপনার জ্ঞান বাড়াতে নয়, পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে এবং আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করবে। তাই দেরি না করে এখনই শুরু করুন এবং আমাদের এই “সাধারণ বিজ্ঞান ১০০ টি প্রশ্নোত্তর” ব্লগ পোস্টের মাধ্যমে আপনার প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যান।

চলুন, জেনে নেই সেই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো যা আপনার সফলতার পথকে আরও সহজ করে দেবে।

General Science 100 Questions and Answers l সাধারণ বিজ্ঞান ১০০ টি প্রশ্নোত্তর

১) মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ? = 98.4° F বা 37°C
২) তাপের একক কি ? =সি জি এস একক ক্যালরি এবং si একক জুল।
৩) ক্যালোরি ও জুলি মধ্যে সম্পর্ক কি? 1 ক্যালোরি=4.1855 জুল ।
৪) নির্দিষ্ট গলনাংক নেই এমন দুটি পদার্থের নাম লেখ? = মোম এবং কাচ
৫) SI এককে বরফ গলনের লীন তাপ কত? = 336KJ/kg
৬) জলের স্ফুটনাঙ্ক কোথায় বেশি হবে দার্জিলিং না কলকাতায়? = কলকাতায়।
৭) কোন তাপ থার্মোমিটারের পাঠ পরিবর্তন করে না ? = লীন তাপ।
৮) লীন তাপ পদার্থের —অবস্থান্তর ঘটায়।
৯) বাষ্পায়নের ফলে তরলের তাপমাত্রা— একই থাকে।
১০) প্রমাণ চাপে জলের হিমাঙ্ক কত? = 273 K বা 0° C

Science questions for job exams


১১) ডাক্তারি থার্মোমিটার তীর চিহ্ন থাকে যে পাঠে — 98.4°F
১২) ডাক্তারি থার্মোমিটার এর সর্বোচ্চ তাপমাত্রা মাপা যায় —110°F
১৩) ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত? = 32°F
১৪) চাপ বৃদ্ধিতে জলের স্ফুটনাঙ্ক – বাড়ে ।
১৫) বিশুদ্ধ জলে তুলনায় সমুদ্রের জলের স্ফুটনাঙ্ক – বেশি।
১৬) এমন কয়েকটি পদার্থের নাম কর যারা কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় = কর্পূর ,নিশাদল ,আয়োডিন ,ন্যাপথলিন ইত্যাদি।
১৭) তাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি? = ক্যালোরি মিটার ।
১৮) ডাক্তারি থার্মোমিটার কোন পাল্লা পর্যন্ত দাগ কাটা থাকে — ডাক্তারি থার্মোমিটার এর তাপমাত্রার পাল্লা 35°C থেকে 45°C বা 95°F থেকে 110°F
১৯) বরফ ও লবণের মিশ্রণ কে কি বলে – হিম মিশ্র ।
২০) বরফ গলনের লীন তাপ কত — ৮০ ক্যালোরি/ গ্রাম ।

100 important science questions


২১) জলের বাষ্পীভবনের লীন তাপ কত — 537 ক্যালোরি /গ্রাম ।
২২) একটি উদ্বায়ী তরল পথের নাম হল — ইথার ।
২৩) শৈতের সৃষ্টি হয় — বাষ্পায়নের জন্য।
২৪) গলনাঙ্ক ও হিমাঙ্ক সমান হয় — স্থির চাপে বিশুদ্ধ কেলাসাকার পথের।
২৫) আপেক্ষিক তাপের একক— cal/(g.°c)
২৬) লীন তাপ এর একক কি কি — এস আই একক জুল/ কিলোগ্রাম এবং cgs একক ক্যালরি/গ্রাম ।
২৭) আলোর প্রভাবে দেহের চামড়ার রঙ পরিবর্তন করতে পারে— গিরগিটি।
২৮) আলোর প্রভাবে চোখের রং পরিবর্তন করতে পারে—বিড়াল ও কুকুর।
২৯) আলোর প্রভাবে ডিম পাড়ে– মথ ।
৩০) আলোর প্রভাবে চলাফেরা করতে পারে–অ্যামিবা, ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস।

general science questions with answers


৩১) বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও– রামধনু।
৩২) আলোর বিচ্ছুরণ কে কত সালে আবিষ্কার করেন – স্যার আইজ্যাক নিউটন, 1666 সালে।
৩৩) আমরা লেখা পড়তে পারি আলোর – বিক্ষিপ্ত প্রতিফলন এর জন্য।
৩৪) স্বপ্রভ বস্তু হল — নক্ষত্র ( যারা আলো উৎপন্ন করতে পারে)।
৩৫) নিষ্প্রভ বস্তু হলো – চাঁদ , পৃথিবী , ইট ইত্যাদি (যারা আলো উৎপন্ন করতে পারে না)।
৩৬) দর্পণের মধ্যবর্তী কোণ x ডিগ্রি হলে প্রতিবিম্বের সংখ্যা = 360÷x
৩৭) রামধনু হলো – অশুদ্ধ বর্ণালী ।
৩৮) ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? — উত্তল লেন্স।
৩৯) ক্যামেরায় কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? — সদ বিম্ব।
৪০) ফের রেটিনায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? — সদ বিম্ব।


৪১) একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 25 সেমি হলে তার বক্রতা ব্যাসার্ধ কত? – 50 সেমি।
৪২) সাদা আলোর বর্ণালী তে মধ্য বর্ণ কোনটি? – হলুদ বর্ণ।
৪৩) স্নেলের সূত্রটি কখন প্রযোজ্য নয়? –লম্বভাবে আপতিত রশ্মি র ক্ষেত্রে।
৪৪) সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ– অসীম।
৪৫) সবুজ কাচের মধ্য দিয়ে লাল ফুল দেখলে ফুলের বর্ণ দেখায়– কালো ।
৪৬) বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক – 1.33
৪৭) শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত ? –3X10⁸ মিটার/সেকেন্ড ।
৪৮) গাড়িতে ব্যবহৃত rear view mirror টি হল– উত্তল লেন্স।
৪৯) দন্ত চিকিৎসায় কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? –অবতল দর্পণ।
৫০) প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা কয়টি? – ২ টি।

প্রশ্ন: পৃথিবীর ঘূর্ণন অক্ষের দিকে কোন দিক? উত্তর: পশ্চিম থেকে পূর্ব।

প্রশ্ন: কোন গ্যাসটি শ্বাস-প্রশ্বাসের জন্য প্রয়োজন? উত্তর: অক্সিজেন।

প্রশ্ন: কোন ভিটামিনটি সানলাইট থেকে পাওয়া যায়? উত্তর: ভিটামিন ডি।

প্রশ্ন: জলের রাসায়নিক সূত্র কী? উত্তর: H₂O।

প্রশ্ন: মানবদেহে সবচেয়ে বড় অঙ্গ কোনটি? উত্তর: ত্বক।

প্রশ্ন: কোষের শক্তির কেন্দ্র কোনটি? উত্তর: মাইটোকন্ড্রিয়া।

প্রশ্ন: সূর্য কি ধরনের তারকা? উত্তর: একটি প্রধান ক্রম তারকা।

প্রশ্ন: ক্লোরোফিলের কাজ কী? উত্তর: আলোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সাহায্য করে।

প্রশ্ন: কোন গ্রহটিকে ‘লাল গ্রহ’ বলা হয়? উত্তর: মঙ্গল।

প্রশ্ন: বাতাসের প্রধান উপাদান কোনটি? উত্তর: নাইট্রোজেন।

প্রশ্ন: পানিতে কোন গ্যাসের প্রাচুর্য বেশি থাকে? উত্তর: হাইড্রোজেন।

প্রশ্ন: অ্যানিমিয়া কীসের অভাবে হয়? উত্তর: লোহিত রক্তকণিকার অভাবে।

প্রশ্ন: কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়? উত্তর: ভিটামিন এ।

প্রশ্ন: ডিএনএ কী? উত্তর: জেনেটিক তথ্য বহনকারী অণু।

প্রশ্ন: উল্কাপিণ্ডের পতন কোথায় ঘটে? উত্তর: পৃথিবীর বায়ুমণ্ডলে।

প্রশ্ন: কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক সংকেত কী? উত্তর: CO₂।

প্রশ্ন: ক্যান্সার সৃষ্টিকারী উপাদানকে কী বলে? উত্তর: কার্সিনোজেন।

প্রশ্ন: মৌলিক বিজ্ঞান কী নিয়ে আলোচনা করে? উত্তর: প্রাকৃতিক ও পদার্থবিজ্ঞানিক নিয়মাবলী নিয়ে।

প্রশ্ন: মানবদেহে সবচেয়ে শক্তিশালী পেশী কোনটি? উত্তর: মাসেটার (চোয়ালের পেশী)।

প্রশ্ন: কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি? উত্তর: বৃহস্পতি।

প্রশ্ন: তড়িৎ প্রবাহ মাপার একক কী? উত্তর: অ্যাম্পিয়ার।

প্রশ্ন: কোন গ্যাসটি ফ্রিজের শীতলীকরণের জন্য ব্যবহৃত হয়? উত্তর: ফ্রিয়ন।

প্রশ্ন: সবুজ গাছপালা কেন সবুজ দেখায়? উত্তর: ক্লোরোফিলের জন্য।

প্রশ্ন: কোন ধাতুটি সবচেয়ে হালকা? উত্তর: লিথিয়াম।

প্রশ্ন: এন্টিবায়োটিক কিসের বিরুদ্ধে কাজ করে? উত্তর: ব্যাকটেরিয়া।

প্রশ্ন: সূর্যের আলোতে কোন ভিটামিন তৈরি হয়? উত্তর: ভিটামিন ডি।

প্রশ্ন: পৃথিবীর অভ্যন্তরে কোন ধাতুর প্রাচুর্য বেশি? উত্তর: লোহা।

প্রশ্ন: ব্যাকটেরিয়ার গঠন কেমন? উত্তর: এককোষী।

প্রশ্ন: কোন গ্যাসটি তাপমাত্রা বৃদ্ধি করে? উত্তর: কার্বন ডাইঅক্সাইড।

প্রশ্ন: পৃথিবীর মোট জলের প্রায় কত শতাংশ পানীয় জলের উপযোগী? উত্তর: ২.৫%।

প্রশ্ন: প্রোটিন কী দ্বারা গঠিত? উত্তর: অ্যামিনো এসিড।

প্রশ্ন: নিউটন কোন বৈজ্ঞানিক নীতি আবিষ্কার করেন? উত্তর: মহাকর্ষের সূত্র।

প্রশ্ন: অগ্ন্যাশয়ে কোন হরমোন উৎপাদিত হয়? উত্তর: ইনসুলিন।

প্রশ্ন: কোন গ্রহটির রিং সিস্টেম রয়েছে? উত্তর: শনি।

প্রশ্ন: উদ্ভিদে জল পরিবহণের জন্য কোন নালিকা ব্যবহৃত হয়? উত্তর: জাইলেম।

প্রশ্ন: কোন গ্যাসটি ডায়নামাইট তৈরিতে ব্যবহৃত হয়? উত্তর: নাইট্রোগ্লিসারিন।

প্রশ্ন: কোন রোগটি ‘রাতকানা’ হিসেবে পরিচিত? উত্তর: নাইট ব্লাইন্ডনেস।

প্রশ্ন: কোন শক্তির উৎসটি নবায়নযোগ্য? উত্তর: সৌরশক্তি।

প্রশ্ন: কোন প্রক্রিয়ায় উদ্ভিদে খাদ্য তৈরি হয়? উত্তর: আলোক সংশ্লেষণ।

প্রশ্ন: টেলিফোনের আবিষ্কর্তা কে? উত্তর: আলেকজান্ডার গ্রাহাম বেল।

প্রশ্ন: মানবদেহের কোন অঙ্গটি সবচেয়ে দ্রুত বর্ধনশীল? উত্তর: চুল।

প্রশ্ন: লোহা মরচে ধরে কোন প্রক্রিয়ায়? উত্তর: জারণ।

প্রশ্ন: কোন ধাতুটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? উত্তর: পারদ।

প্রশ্ন: কোন উপাদানটি জলের কঠিন অবস্থায় তলায় যায় না? উত্তর: বরফ।

প্রশ্ন: হিমোগ্লোবিন কি কাজ করে? উত্তর: অক্সিজেন পরিবহণ করে।

প্রশ্ন: কোন উপাদানটি গ্যাসীয় জ্বালানির মূল উপাদান? উত্তর: মিথেন।

প্রশ্ন: কোন অঙ্গটি দেহের ভারসাম্য রক্ষা করে? উত্তর: কানে অবস্থিত ভেস্টিবুলার সিস্টেম।

প্রশ্ন: কোন উপাদানটি অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহৃত হয়? উত্তর: কার্বন ডাইঅক্সাইড।

প্রশ্ন: কোন মৌলটি ‘বাহাদুর’ নামে পরিচিত? উত্তর: টাংস্টেন।

প্রশ্ন: কোন গ্রহটি সবচেয়ে বড়? উত্তর: বৃহস্পতি।

---Advertisement---

Related Post

IBPS Clerk CRP XV Recruitment 2025: Notification PDF Out, Application Starts August 1

IBPS Clerk Online Form 2025 is out for CRP CSA XV. Apply from August 1 to 21 at ibps.in. Get details on eligibility, age limit, fee, exam pattern ...

NHPC Apprentice Recruitment Notification 2025 Released – Apply Now for ITI, Diploma & Graduate Posts

NHPC Apprentice Recruitment Notification 2025 Released: NHPC Limited, a renowned Navratna Public Sector Enterprise under the Ministry of Power, Government of India, has opened online applications for its ...

Indian Navy ITI Apprentice Recruitment 2025: 50 Vacancies Notified at NSRY Sri Vijaya Puram

Indian Navy ITI Apprentice Recruitment 2025: The Naval Ship Repair Yard (NSRY), Sri Vijaya Puram, has released an official notification inviting online applications for its “Technician (Vocational) Apprentice Training Program (IT-02 Batch)” for the 2025–26 training year. A total of 50 ITI-qualified candidates, both male and female, will be selected across 11 different trades. The total number of openings is provisional and subject to change based on final eligibility screening. Full eligibility, trade-wise details, and application steps are given below.

Apply Now: RRB Paramedical Staff Recruitment 2025 for 435 Posts | Official Notification Released

RRB Paramedical Staff Recruitment 2025 for 435 Posts: The Railway Recruitment Boards (RRB), under the Ministry of Railways, Government of India, have announced a major recruitment drive for various paramedical posts through Centralised Employment Notice (CEN) No. 03/2025. This nationwide opportunity offers 434 vacancies (some sources mention 435) across different categories under the paramedical cadre.

Leave a Comment