---Advertisement---

ভারতীয় সংবিধান MCQ পর্ব ০১ | Indian Constitution MCQ in Bengali Part 01

By Siksakul

Published on:

Indian Constitution MCQ in Bengali Part 01
---Advertisement---

ভারতীয় সংবিধান MCQ l Indian Constitution MCQ in Bengali Part 01: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে ভারতীয় সংবিধান M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০১। যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি ভারতীয় সংবিধান M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

ভারতীয় সংবিধান MCQ l Indian Constitution MCQ in Bengali Part 01

1. বঙ্গবিভাগ ও কার্যকারী হবার তারিখ কী ছিল ?

A.22 শে জুলাই 1911

B.16 ই অক্টোবর 1905

C.29 শে মার্চ 1901

D.14 ই আগস্ট 1946 

উত্তর – (B)

2. ভারতের ইতিহাসে কে কুনিকনামে পরিচিত ?

A.বিন্দুসার

B.অশোক

C.বিম্বিসার

D.অজাতশতত্রু 

উত্তর – (D)

3. কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করেন ?

A.1980

B.1978

C.1976

D.1982 

উত্তর – (C)

4. সন্ধ্যাকার নন্দী হলেন  –

A.চিকিৎসক

B.দোহা রচয়িতা

C.দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি

D.রামচরিত কাব্য রচয়িতা 

উত্তর – (D)

5. পদাধিকারবলে ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি ?

A.উপ-রাষ্ট্রপতি

B.রাষ্ট্রপতি

C.প্রধানমন্ত্রী

D.অর্থমন্ত্রী 

উত্তর – (C)

6. “আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারতমাতা” -কে বলেছিলেন ?

A.স্বামী বিবেকানন্দ

B.শ্রীঅরবিন্দ ঘোষ

C.বালগঙ্গাধর তিলক

D.অশ্বিনিকুমার দত্ত 

উত্তর – (A)

7. কোন দিনকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবসবলে ঘোষণা করেছিল ?

A.16 আগস্ট, 1946

B.4 ডিসেম্বর, 1946

C.16 মে, 1946

D.3 সেপ্টেম্বর, 1946 

উত্তর – (A)

8. বন্দে মাতরমগানটি নেওয়া হয়েছে ?

A.গোরা

B.পথেরদাবী

C.দুর্গেশনন্দিনী

D.আনন্দমঠ 

উত্তর – (D)

9. আলেকজান্ডার কার বিরুদ্ধে হাইদাস পিসের যুদ্ধ করেছিলেন ?

A.চন্দ্রগুপ্ত মৌর্য

B.পুরু

C.ধননন্দ

D.কোনোটাই নয় 

উত্তর – (B)

10. ব্রতচারীআন্দোলন কে গড়ে তুলেছিলেন ?

A.দয়ানন্দ সরস্বতী

B.স্বামী বিবেকানন্দ

C.গুরুসদর দত্ত

D.বাল গঙ্গাধর তিলক 

উত্তর – (C)

11. রামমোহন রায়কে কে রাজাউপাধি দেন ?

A.দ্বিতীয় আকবর

B.বাহাদুর শাহ জাফর

C.মহম্মদ শাহ

D.জাহান্দার শাহ 

উত্তর – (A)

12. টেলিভিশনের রিমোট কন্ট্রোল এ কোন ধরনের তড়িৎচম্বকীর তরঙ্গ ব্যবহৃত হয় ?

A.আল্ট্রাভায়োলেট তরঙ্গ

B.দৃশ্যমান তরঙ্গ

C.ইনফ্রারেড তরঙ্গ

D.কোনোটিই নয় 

উত্তর – (C)

13. নিম্নের কোন রোগ প্রতিরোধে BCG ভ্যাকসিন দেওয়া হয় ?

A.যক্ষ্মা

B.পোলিও

C.জন্ডিস

D.এনিমিয়া 

উত্তর – (A)

14. 1950 সালে গঠিত প্ল্যানিং কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন ?

A.রাজেন্দ্র প্রসাদ

B.মতিলাল নেহরু

C.বি আর আম্বেদকর

D.জওহরলাল নেহেরু 

উত্তর – (D)

15. নীলগিরি বায়োস্ফীয়ার রিজার্ভ কোন সালে UNESCO -র স্বীকৃতি লাভ করে ?

A.1978

B.1986

C.1983

D.1988 

উত্তর – (B)

16. কেওলাদিও ন্যাশনাল পার্ক ভারতে কোন রাজ্যে অবস্থিত ?

A.গুজরাট

B.রাজস্থান

C.আসাম

D.মণিপুর 

উত্তর – (B)

17. সূর্য ও নক্ষত্রের শক্তির প্রধান উৎস কি ?

A.নিউক্লিয়ার ফিউসন

B.নিউক্লিয়ার ফিসন

C.হিট

D.রেডিও অ্যাকটিভিটি 

উত্তর – (A)

18. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ?

A.9 মিনিট

B.9 মিনিট 10 সেকেন্ড

C.8 মিনিট

D.8 মিনিট 20 সেকেন্ড 

উত্তর – (D)

19. ভূমিকম্পনের তীব্রতা পরিমাপের জন্য ব্যবহৃত হয় ?

A.সিসমোগ্রাফ

B.হাইড্রোমিটার

C.ল্যাক্টোমিটার

D.ফ্রেসকোগ্রাফ 

উত্তর – (A)

20. মান্নার উপসাগর কোন দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে ?

A.বাংলাদেশ

B.মায়ানমার

C.ভুটান

D.শ্রীলঙ্কা  

উত্তর – (D)

21. বায়ুরচাপ মাপার যন্ত্র হচ্ছে  —

A.মিটার

B.থার্মোমিটার

C.স্পিডোমিটার

D.ব্যারোমিটার 

উত্তর – (D)

22. কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় ?

A.ব্যাঙ্গালোরকে

B.কলকাতাকে

C.পুনেকে

D.হায়দ্রাবাদকে 

উত্তর – (A)

23. পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি ?

A.আরবিয়া

B.সাহারা

C.থর

D.কালাহারি 

উত্তর – (B)

24. পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর-পূর্ব ভারতে প্রবেশদ্বার বলা হয় ?

A.আলিপুরদুয়ার

B.জলপাইগুড়ি

C.শিলিগুড়ি

D.কোচবিহার 

উত্তর – (C)

25. নিম্নলিখিত কোন রাজ্যে ভারতের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে ?

A.গুজরাট

B.তামিলনাড়ু

C.কেরালা

D.অন্ধ্রপ্রদেশ 

উত্তর – (A)

26. তিস্তা ও দিহাং নদীর মাঝখানে হিমালয় কী নামে পরিচিত ?

A.পাঞ্জাব হিমালয়

B.নেপাল হিমালয়

C.কুমায়ুন হিমালয়

D.আসাম হিমালয় 

উত্তর – (D)

27. জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায় ?

A.65 বছরের অধিক বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি

B.16-64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি

C.6-15 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি

D.0-5 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি 

উত্তর – (B)

28. ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি ?

A.ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লী

B.মীনম্বক্কম আন্তর্জাতিক বিমানবন্দর, মাদ্রাজ

C.জওহরলাল নেহেরু আন্তর্জাতিক বিমানবন্দর, মুম্বাই

D.নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতা 

উত্তর – (A)

29. ভারতের সর্বপ্রথম রেল গাড়ি কবে চালু হয় ?

A.15 এপ্রিল, 1873

B.16 এপ্রিল, 1853

C.19 মার্চ, 1950

D.19 এপ্রিল, 1850 

উত্তর – (B)

30. 2011 সালে আদিমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম ?

1.নাগাল্যান্ড

2.অরুণাচল প্রদেশ

3.মণিপুর

4.মিজোরাম 

উত্তর – (B)

---Advertisement---

Related Post

SBI PO 2025 Free Mock Test MCQ Set – 01 | SBI PO 2025 ফ্রি মক টেস্ট MCQ সেট – 01

SBI PO 2025 Free Mock Test MCQ Set – 01: SBI PO 2025 পরীক্ষার প্রস্তুতির জন্য একটি কার্যকরী পদক্ষেপ হল আপনার প্রস্তুতির স্তর মূল্যায়ন করা। আমাদের SBI PO ...

Indian Constitution Free MCQs Set-1 for the Railway, SSC and other Competitive Exams l ভারতের সংবিধান ফ্রি MCQ সেট-1

Indian Constitution Free MCQs Set-1 for the Railway, SSC and other Competitive Exams; ভারতীয় সংবিধান হল ভারতের গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তি, আইনী কাঠামো প্রতিষ্ঠা করে এবং জাতিকে শাসন ...

RRB NTPC 2025 Under Graduate Level CBT Static GK Practice Set-01 l RRB NTPC 2025 আন্ডার গ্র্যাজুয়েট লেভেল CBT স্ট্যাটিক জিকে প্র্যাকটিস সেট-01

 RRB NTPC 2025 Under Graduate Level CBT Static GK Practice Set-01: RRB NTPC (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি) পরীক্ষা ভারতের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মধ্যে একটি, যা প্রতি ...

RRB NTPC 2025 Graduate Level CBT Static GK Practice Set-01 l RRB NTPC 2025 স্নাতক স্তরের CBT স্ট্যাটিক GK প্র্যাকটিস সেট-01

RRB NTPC 2025 Graduate Level CBT Static GK Practice Set-01: RRB NTPC 2025 স্নাতক স্তরের CBT-এর জন্য প্রস্তুতির জন্য স্ট্যাটিক জেনারেল নলেজ (GK) এর একটি শক্তিশালী উপলব্ধি প্রয়োজন, ...

Leave a Comment