---Advertisement---

Indian Constitution MCQ in Bengali Part 03 l ভারতীয় সংবিধান MCQ পর্ব ০৩

By Siksakul

Updated on:

Indian Constitution MCQ in Bengali Part 03 l ভারতীয় সংবিধান MCQ পর্ব ০৩
---Advertisement---

Indian Constitution MCQ in Bengali Part 03: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে ভারতীয় সংবিধান M.C.Q প্রশ্নোত্তর পর্ব –  ০৩। যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি ভারতীয় সংবিধান M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

ভারতীয় সংবিধান M.C.Q l Indian Constitution MCQ in Bengali Part 03

1. ভারতীয় গণপরিষদের চিহ্ন কী ?

A. হাতি 

B. বাঘ

C. পদ্ম 

D. গন্ডার

উত্তর :- (A)

2. প্রথমে ভারতীয় গণপরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়-

A. ৩৭৭ জন

B. ৩৮৯ জন 

C. ৩৮০ জন

D. ৪৫০ জন

উত্তর :- (B)

3. গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কতজন ছিলেন ?

A. ২৭৮ জন

B. ৩৮৯ জন

C. ২৯৬ জন

D. ২৮০ জন

উত্তর :- (C)

4. গণপরিষদে দেশীয় রাজ্যগুলি থেকে কতজন মনোনীত সদস্য ছিলেন ?

A. ৮9 জন

B. ৯১ জন

C. ৯2 জন

D. ৯৩ জন

উত্তর :- (D)

5. গণপরিষদে কতজন কংগ্রেসের সদস্য ছিলেন ?

A. ২০৮ জন 

B. ২৯০ জন

C. ২৯৩ জন 

D. ২৯৬ জন

উত্তর :- (A)

6. গণপরিষদে কতজন মুসলিম লীগের সদস্য ছিলেন ?

A. ৮০ জন

B. ৭৩ জন

C. ৯৩ জন

D. ৯৬ জন

উত্তর :- (B)

7. গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল ?

A. ৭৩ 

B. ৭৬

C. ৭৮ 

D. ৯৩

উত্তর :- (C)

8. কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি ও সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন ?

A. বল্লভভাই প্যাটেল

B. রাধাকৃষ্ণণ

C. ডঃ রাজেন্দ্র প্রসাদ

D. জওহরলাল নেহেরু

উত্তর :- (D)

9. ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ?

A. ড.  বি.  আর আম্বেদকর

B. জওহরলাল নেহেরু

C. সর্বপল্লী রাধাকৃষ্ণন 

D. ড.  রাজেন্দ্র প্রসাদ

উত্তর :- (A)

10. ভারতের সংবিধানে বর্তমানে কয়টি তফসিল আছে ?

A. ১৮টি 

B. ২২টি

C. ১৯টি

D. ২১টি

উত্তর :- (B)

11. ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা কোন অধিবেশনে স্থির করা হয় ?

A. চতুর্থ

B. পঞ্চম

C. তৃতীয়

D. দ্বিতীয়

উত্তর :- (A)

12. কত সালে মিজোরাম রাজ্যস্তরে উন্নীত হয় ?

A. ১৯৮৫ সালে

B. ১৯৮৬ সালে

C. ১৯৮৩ সালে

D. ১৯৮৪ সালে

উত্তর :- (B)

13. মৌলিক অধিকারের তালিকা থেকে নিম্নের কোনটি বাদ দেওয়া হয়েছে ?

A. চাকরির অধিকার

B. মতামত প্রকাশের অধিকার

C. ব্যক্তিগত সম্পত্তির অধিকার

D. বসবাসের অধিকার

উত্তর :- (C)

14. রেগুলেটিং আইন কবে কার্যকর হয় ?

A. ১৭৭৩ সালের ৫ জুন

B. ১৭৭৩ সালের ২০ জুন

C. ১৭৭৩ সালের ১৫ জুন

D. ১৭৭৩ সালের ১০ জুন

উত্তর :- (D)

15. “সংবিধান হল সেই সব আইন ও প্রথার সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে” – এ বলেছেন ?

A. লর্ড ব্রাইস

B. অস্টিন র্যানি

C. ডঃ রাধাকৃষ্ণণ

D. গ্রেনভিল অস্টিন

উত্তর :- (A)

16. মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?

A. ব্রিটেন

B. আমেরিকা

C. কানাডা

D. রাশিয়া

উত্তর :- (B)

17. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

A. ওয়ারেন হেস্টিংস

B. রাজা গোপালাচারি

C. লর্ড মাউন্টব্যাটেন

D. জওহরলাল নেহেরু

উত্তর :- (C)

18. নিম্নলিখিত কোন দেশটির কোন লিখিত সংবিধান নেই ?

A. জার্মানি

B. মার্কিন যুক্তরাষ্ট্র

C. রাশিয়া

D. ইংল্যান্ড

উত্তর :- (D)

19. সংবিধানের দশম তপসিলে নিম্নের কোন বিষয়টি উল্লেখ করা আছে ?

A. দলত্যাগ বিরোধী আইন

B. ভাষা

C. ভূমি সংস্কার

D. রাজ্যসভার আসন বণ্টন

উত্তর :- (A)

20. ভারত সরকারের যাবতীয় ক্ষমতার উৎস কোনটি ?

A. আইনসভা

B. সংবিধান

C. সরকার

D. জনগণ

উত্তর :- (B)

21. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে সরকারিভাবে জনগণের দ্বারা রচিত সংবিধানের দাবি করে ?

A. 1935

B. 1929

C. 1919

D. 1947

উত্তর :- (A)

22. সংবিধান সভার প্রথম অধিবেশন হয়

A. 1946 সালের 9 ডিসেম্বর

B. 1947 সালের 16 ডিসেম্বর

C. 1949 সালের 26 জুন

D. 1950 সালের 26 শে জানুয়ারি

উত্তর :- (A)

23. ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয়?

A. জুলাই 1947

B. আগস্ট 1947 

C. জুলাই 1948

D. জুলাই 1950

উত্তর :- (A)

24. সংবিধান সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন?

A. রাজা গোপালাচারী

B. জহরলাল নেহেরু 

C. বি আর আম্বেদকর 

D. সচ্চিদানন্দ সিনহা

উত্তর :- (D)

25. সংবিধানের খসড়া কমিটির আগে কে প্রস্তাবনার কথা বলেন?

A. ডঃ রাজেন্দ্র প্রসাদ

B. বি এন রাও

C. জহরলাল নেহেরু 

D. মহাত্মা গান্ধী

উত্তর :- (C)

26. সংবিধান সভার গৃহীত সংবিধানে  সভাপতিত্ব হিসেবে কে স্বাক্ষর ?

A. সচ্চিদানন্দ সিনহা

B. ডঃ আম্বেদকর

C. ডঃ রাজেন্দ্র প্রসাদ

D. জহরলাল নেহেরু

উত্তর :- (C)

27. সংবিধান রচনা খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?

A. ডঃ রাজেন্দ্র প্রসাদ

B. বি এন রাও 

C. ডঃ আম্বেদকর 

D. রাজা গোপালাচারী

উত্তর :- (C)

28. সংবিধান সভার সভাপতি কবে সংবিধানে স্বাক্ষর করেন এবং সংবিধান গৃহীত বলে ঘোষণা করা হয়?

A. 1949 সালের 17 ই অক্টোবর

B. 1949 সালের 14 ই নভেম্বর

C. 1949 সালের 26 শে নভেম্বর 

D. 1950 সালের 26 শে জানুয়ারি

উত্তর :- (C)

29. পূর্ণাঙ্গভাবে সংবিধান কার্যকরী হওয়ার তারিখ?

A. 1950 সালের 26 শে জানুয়ারি

B. 1950 সালের 6 ডিসেম্বর 

C. 1950 সালের 15 ই আগস্ট

D. 1949 সালের 26 নভেম্বর

উত্তর :- (A)

30. মূল সংবিধানে কয়টি ধারা ও তপশিলি ?

A. 400 টি ধারা 8 টি তপশিল

B. 302 ধারা ও 10 টি তপশিল 

C. 350 টি ধারা ও 12 টি তপশিল 

D. 395 টি ধারা ও 8 টি তপশিল

উত্তর :- (D)

ভারতীয় সংবিধান MCQ পর্ব ০১

---Advertisement---

Related Post

SBI PO 2025 Free Mock Test MCQ Set – 01 | SBI PO 2025 ফ্রি মক টেস্ট MCQ সেট – 01

SBI PO 2025 Free Mock Test MCQ Set – 01: SBI PO 2025 পরীক্ষার প্রস্তুতির জন্য একটি কার্যকরী পদক্ষেপ হল আপনার প্রস্তুতির স্তর মূল্যায়ন করা। আমাদের SBI PO ...

Indian Constitution Free MCQs Set-1 for the Railway, SSC and other Competitive Exams l ভারতের সংবিধান ফ্রি MCQ সেট-1

Indian Constitution Free MCQs Set-1 for the Railway, SSC and other Competitive Exams; ভারতীয় সংবিধান হল ভারতের গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তি, আইনী কাঠামো প্রতিষ্ঠা করে এবং জাতিকে শাসন ...

RRB NTPC 2025 Under Graduate Level CBT Static GK Practice Set-01 l RRB NTPC 2025 আন্ডার গ্র্যাজুয়েট লেভেল CBT স্ট্যাটিক জিকে প্র্যাকটিস সেট-01

 RRB NTPC 2025 Under Graduate Level CBT Static GK Practice Set-01: RRB NTPC (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি) পরীক্ষা ভারতের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মধ্যে একটি, যা প্রতি ...

RRB NTPC 2025 Graduate Level CBT Static GK Practice Set-01 l RRB NTPC 2025 স্নাতক স্তরের CBT স্ট্যাটিক GK প্র্যাকটিস সেট-01

RRB NTPC 2025 Graduate Level CBT Static GK Practice Set-01: RRB NTPC 2025 স্নাতক স্তরের CBT-এর জন্য প্রস্তুতির জন্য স্ট্যাটিক জেনারেল নলেজ (GK) এর একটি শক্তিশালী উপলব্ধি প্রয়োজন, ...

Leave a Comment