---Advertisement---

 Indian Constitution MCQ in Bengali Part 06 l ভারতীয় সংবিধান MCQ পর্ব ০৬

By Siksakul

Published on:

 Indian Constitution MCQ in Bengali Part 06
---Advertisement---

Indian Constitution MCQ in Bengali Part 06: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে ভারতীয় সংবিধান M.C.Q প্রশ্নোত্তর পর্ব –  ০৬। যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি ভারতীয় সংবিধান M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

ভারতীয় সংবিধান M.C.Q l Indian Constitution MCQ in Bengali Part 06

1. রাজ্য তালিকাভুক্ত বিষয়ে সংসদ আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োগ হয় ?

A. জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট

B. রাজ্যের স্বার্থে শিক্ষা ও সামাজিক সুযোগ-সুবিধা বিষয়ে 

C. তুলনামূলকভাবে অনুন্নত সম্প্রদায়ের স্বার্থে 

D. সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে

উত্তর :- (A)

2. পঞ্চায়েত গুলি কেবল 

A. কর ধার্য করতে পারে

B. কোন কর ধার্য করতে পারে না 

C. কেবল সরকারি অনুদান পায় 

D. কর শুল্ক ধার্য এবং আদায় করতে পারে

উত্তর :- (D)

3. নিম্নলিখিত কমিটির মধ্যে কোনটি সরকারি ব্যয় নিয়মমাফিক হয়েছে কিনা তা দেখে ?

A. পাবলিক একাউন্টস কমিটি

B. এস্টিমেট কমিটি

C. পাবলিক আন্ডারটেকিং সংক্রান্ত কমিটি

D. উপরের সবগুলি

উত্তর :- (A)

4. ভারতীয় সংবিধানের 24 তম ধারায় কোন কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয় ?

A. 14 বছরের কম

B. 12 বছরের কম

C. সাত বছরের কম

D. 15 বছরের কম

উত্তর :- (A)

5. ভারতের যে রাজ্যটির ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় ?

A. অন্ধ্রপ্রদেশ 

B. গুজরাট 

C. হরিয়ানা 

D. কেরল

উত্তর :- (A)

6. লোকসভার স্পিকার ?

A. দুই বিরোধীপক্ষের ভোট সমান হলে ভোট দেন

B. লোকসভার অন্য যে কোনো সদস্যের মতো ভোট দেন

C. কোন ভোট দিতে পারেন না 

D. দুটি ভোট দিতে পারেন একটি সাধারণ অবস্থায় এবং অপরটির দুই পক্ষের ভোট সমান হলে

উত্তর :- (A)

7. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি যুগ্ম তালিকাভুক্ত ?

A. কৃষি 

B. শ্রমিক কল্যাণ

C. জন স্বাস্থ্য

D. বীমা ব্যবস্থা

উত্তর :- (A)

8. ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য পদে ছিলেন না তিনি হলেন ?

A. চরণ সিংহ 

B. বিশ্বনাথ প্রতাপ সিংহ

C. চন্দ্রশেখর সিংহ

D. মোরারজি দেশাই

উত্তর :- (D)

9. রাজ্যপালের অতিগুরুত্বপূর্ণ আইন সংক্রান্ত ক্ষমতা হলো ?

A. বিধানসভায় সদস্যদের মনোনয়ন

B. অ্যার্ডিন্যান্স জারি করা

C. বিধানসভায় পাস বিলে সম্মতি জানালো

D. বিধানসভা ভেঙে দেওয়া

উত্তর :- (D)

10. নিম্নলিখিত কোনটি রাজ্যসভায় পেশ করা যায় না ?

A. অর্থবিল 

B. সুপ্রিমকোর্টের রাজ্য বিচারব্যবস্থার ক্ষমতা সংক্রান্ত বিল

C. যুদ্ধ বা বিদেশি আক্রমণ এর দরুন জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত বিল 

D. রাজ্যে জরুরি অবস্থা থাকাকালীন বিল

উত্তর :- (A)

11. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে সরকারিভাবে জনগণের দ্বারা রচিত সংবিধানের দাবি করে ?

A. 1935

B. 1929

C. 1919

D. 1947

উত্তর :- (A)

12. সংবিধান সভার প্রথম অধিবেশন হয়

A. 1946 সালের 9 ডিসেম্বর

B. 1947 সালের 16 ডিসেম্বর

C. 1949 সালের 26 জুন

D. 1950 সালের 26 শে জানুয়ারি

উত্তর :- (A)

13. ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় ?

A. জুলাই 1947

B. আগস্ট 1947 

C. জুলাই 1948

D. জুলাই 1950

উত্তর :- (A)

14. সংবিধান সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ?

A. রাজা গোপালাচারী

B. জহরলাল নেহেরু 

C. বি আর আম্বেদকর 

D. সচ্চিদানন্দ সিনহা

উত্তর :- (D)

15. সংবিধানের খসড়া কমিটির আগে কে প্রস্তাবনার কথা বলেন ?

A. ডঃ রাজেন্দ্র প্রসাদ

B. বি এন রাও

C. জহরলাল নেহেরু 

D. মহাত্মা গান্ধী

উত্তর :- (C)

16. সংবিধান সভার গৃহীত সংবিধানে  সভাপতিত্ব হিসেবে কে স্বাক্ষর  ?

A. সচ্চিদানন্দ সিনহা

B. ডঃ আম্বেদকর

C. ডঃ রাজেন্দ্র প্রসাদ

D. জহরলাল নেহেরু

উত্তর :- (C)

17. সংবিধান রচনা খসড়া কমিটির সভাপতি কে ছিলেন ?

A. ডঃ রাজেন্দ্র প্রসাদ

B. বি এন রাও 

C. ডঃ আম্বেদকর 

D. রাজা গোপালাচারী

উত্তর :- (C)

18. সংবিধান সভার সভাপতি কবে সংবিধানে স্বাক্ষর করেন এবং সংবিধান গৃহীত বলে ঘোষণা করা হয় ?

A. 1949 সালের 17 ই অক্টোবর

B. 1949 সালের 14 ই নভেম্বর

C. 1949 সালের 26 শে নভেম্বর 

D. 1950 সালের 26 শে জানুয়ারি

উত্তর :- (C)

19. পূর্ণাঙ্গভাবে সংবিধান কার্যকরী হওয়ার তারিখ ?

A. 1950 সালের 26 শে জানুয়ারি

B. 1950 সালের 6 ডিসেম্বর 

C. 1950 সালের 15 ই আগস্ট

D. 1949 সালের 26 নভেম্বর

উত্তর :- (A)

20. মূল সংবিধানে কয়টি ধারা ও তপশিলি ?

A. 400 টি ধারা 8 টি তপশিল

B. 302 ধারা ও 10 টি তপশিল 

C. 350 টি ধারা ও 12 টি তপশিল 

D. 395 টি ধারা ও 8 টি তপশিল

উত্তর :- (D)

21. পৃথিবীর সর্বাপেক্ষা বৃহত্তম পূর্ণাঙ্গ রূপ এর বিখ্যাত সংবিধান হল  ?

A. ভারতের 

B. আমেরিকার 

C. ইংল্যান্ডের 

D. সোভিয়েত রাশিয়া

উত্তর :- (A)

22. কত সালে সংবিধানের 42 তম সংশোধনী গৃহীত হয় ?

A. 1966

B. 1976

C. 1980

D. 1978

উত্তর :- (B)

23. মূল সংবিধানে স্বীকৃতি মৌলিক অধিকার হলো  ?

A. 6 টি

B. 8 টি

C. 7 টি 

D. 10 টি

উত্তর :- (C)

24. বর্তমানে সংবিধানে স্বীকৃতি মৌলিক অধিকার হলো ?

A. 6 টি

B. 8 টি 

C. 7 টি

D. 10 টি

উত্তর :- (D)

25. বর্তমানে কোনটি আর মৌলিক অধিকার নয় ?

A. সমতার অধিকার

B. শোষিত হওয়ার বিরুদ্ধে অধিকার

C. সম্পত্তির অধিকার

D. বাক স্বাধীনতার অধিকার

উত্তর :- (C)

26. সংবিধানের কততম সংশোধনে সম্পত্তির অধিকার কে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় ?

A. 42 তম

B. 44 তম

C. 73 তম 

D. 74 তম

উত্তর :- (B)

27. ধর্ম পালনের অধিকার সংবিধানের কত ধারায় স্বীকৃতি দেওয়া হয়েছে ?

A. 21 থেকে 24

B. 19 থেকে 21

C. 12 থেকে 19

D. 25 থেকে 28

উত্তর :- (D)

28. বর্তমানে সম্পত্তির অধিকার একটি ?

A. সামাজিক অধিকার

B. আইনি অধিকার

C. মৌলিক অধিকার

D. নির্দেশাত্মক নীতি

উত্তর :- (B)

29. কোন অধিকারকে ডঃ বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন  ?

A. সাম্যের অধিকার 

B. স্বাধীনতার অধিকার

C. সাংবিধানিক প্রতিবিধানের অধিকার

D. শোষণের বিরুদ্ধে অধিকার

উত্তর :- (C)

30. সংবিধানের রাষ্ট্রের প্রতি নির্দেশাত্মক নীতি কোন অংশে ও ধারায় বর্ণিত হয়েছে ?

A. তৃতীয় অংশ (36-51 )

B. চতুর্থ অংশ (36-51)

C. পঞ্চমাংশ (19-21)

D. দ্বিতীয় অংশ(36-56)

উত্তর :- (A)

আগের পর্ব –

⦿ ভারতীয় সংবিধান MCQ পর্ব – ০৫

---Advertisement---

Related Post

SBI PO 2025 Free Mock Test MCQ Set – 01 | SBI PO 2025 ফ্রি মক টেস্ট MCQ সেট – 01

SBI PO 2025 Free Mock Test MCQ Set – 01: SBI PO 2025 পরীক্ষার প্রস্তুতির জন্য একটি কার্যকরী পদক্ষেপ হল আপনার প্রস্তুতির স্তর মূল্যায়ন করা। আমাদের SBI PO ...

Indian Constitution Free MCQs Set-1 for the Railway, SSC and other Competitive Exams l ভারতের সংবিধান ফ্রি MCQ সেট-1

Indian Constitution Free MCQs Set-1 for the Railway, SSC and other Competitive Exams; ভারতীয় সংবিধান হল ভারতের গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তি, আইনী কাঠামো প্রতিষ্ঠা করে এবং জাতিকে শাসন ...

RRB NTPC 2025 Under Graduate Level CBT Static GK Practice Set-01 l RRB NTPC 2025 আন্ডার গ্র্যাজুয়েট লেভেল CBT স্ট্যাটিক জিকে প্র্যাকটিস সেট-01

 RRB NTPC 2025 Under Graduate Level CBT Static GK Practice Set-01: RRB NTPC (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি) পরীক্ষা ভারতের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মধ্যে একটি, যা প্রতি ...

RRB NTPC 2025 Graduate Level CBT Static GK Practice Set-01 l RRB NTPC 2025 স্নাতক স্তরের CBT স্ট্যাটিক GK প্র্যাকটিস সেট-01

RRB NTPC 2025 Graduate Level CBT Static GK Practice Set-01: RRB NTPC 2025 স্নাতক স্তরের CBT-এর জন্য প্রস্তুতির জন্য স্ট্যাটিক জেনারেল নলেজ (GK) এর একটি শক্তিশালী উপলব্ধি প্রয়োজন, ...

Leave a Comment