অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ২: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কামানযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটা। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ২
1. মুদ্রা তৈরী হয়—
[A] নাসিকে[B] হোসাঙ্গাবাদে
[C] দিল্লিতে
[D] কলকাতায়
উত্তরঃ [D] কলকাতায়
2. ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হল—
[A] 12 টি[B] 9 টি
[C] 7 টি
[D] 6 টি
উত্তরঃ [C] 7 টি
3. ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার হলেন—
[A] লোকসভার অধ্যক্ষ[B] আইনমন্ত্রী
[C] অ্যাটর্নি জেনারেল
[D] কেউ নন
উত্তরঃ [C] অ্যাটর্নি জেনারেল
4. গ্রাম পঞ্চায়েতের প্রথম সভার আহবান কে করেন?
[A] বি ডি ও[B] এস ডি ও
[C] জেলা শাসক
[D] পঞ্চায়েত প্রধান
উত্তরঃ [A] বি ডি ও
5. নিম্নলিখিত কোনটি স্টক শেয়ার?
[A] ইনভেন্টরি[B] ফান্ড
[C] বোনাস শেয়ার
[D] মুনাফা
উত্তরঃ [C] বোনাস শেয়ার
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১
6. নিম্নলিখিত কার নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হয়?
[A] বি জি খের[B] জি ভি মাভলঙ্কার
[C] তেগবাহাদুর সপ্রু
[D] দামোদর স্বরূপ শেঠ
উত্তরঃ [A] বি জি খের
7. আধুনিক ভারতের জনক হলেন—
[A] ডিরোজিও[B] ডেভিড হেয়ার
[C] রাজা রামমোহন রায়
[D] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ [C] রাজা রামমোহন রায়
8. মিশ্র অর্থনীতির অর্থ হল—
[A] সুসংহত অর্থনৈতিক উন্নয়ন[B] পুঁজিবাদী এবং শ্রমিকদের সহাবস্থান
[C] কৃষিক্ষেত্রের সাথে সাথে শিল্প ক্ষেত্রেও উন্নয়ন
[D] সরকারি ক্ষেত্রে ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান
উত্তরঃ [D] সরকারি ক্ষেত্রে ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান
9. শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়?
[A] গ্যাসে[B] শূন্যস্থানে
[C] তরলে
[D] কঠিন পদার্থে
উত্তরঃ [D] কঠিন পদার্থে
10. পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বিকক্ষ থেকে এক কক্ষ বিশিষ্ট হয় কত সালে?
[A] 1980[B] 1969
[C] 1950
[D] 1970
উত্তরঃ [B] 1969