---Advertisement---

Life Science MCQ Question & Answer Part 02 For All Competitive Exam 2024 l জীবন বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর পর্ব 02 সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য

By Siksakul

Published on:

Life Science MCQ Question & Answer Part 01 For All Competitive Exam 2024
---Advertisement---

Hello, বন্ধুরা

আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর (Life Science MCQ Question & Answer) যেগুলি জীবন  বিজ্ঞান বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।

জীবন  বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব – দুই l Life Science MCQ Question & Answer 02


1. কানের ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ ❓

a) সিস্টোলিথ 

b) কর্ণপটহ 

c) মেলিয়াস 

d) অলেটালিথ 

উত্তর :- অলেটালিথ 

2. বংশগতিবিদ্যার জনক কে ❓

a) ডারউইন 

b) ল্যামার্ক 

c) মেন্ডেল 

d) ওপারিন 

উত্তর :- মেন্ডেল 

3. প্রশ্বাস বায়ুতে কত পরিমাণ অক্সিজেন থাকে ❓

a) 20.94%

b) 16.4%

c) 14.2%

d) 8.2%

উত্তর :- 20.94%

4. অরনিথিন চক্র কোথায় সংঘটিত হয় ❓

a) বৃক্কে

b) যকৃতে 

c) পেশীতে 

d) ক্ষুদ্রান্তে 

উত্তর :- যকৃতে 

5. বাস্তুতন্ত্রে বিয়োজক হল –

a) প্রথম শ্রেণীর খাদক 

b) ব্যাকটেরিয়া 

c) মানুষ

d) উদ্ভিদ 

উত্তর :- ব্যাকটেরিয়া 

6. পিটুইটারি হল –

a) অন্তঃক্ষরা গ্রন্থি 

b) বহিঃক্ষরা গ্রন্থি 

c) মিশ্রগ্রন্থি 

d) কোনটাই নয় 

উত্তর :- অন্তঃক্ষরা গ্রন্থি 

7. কোন প্রাণীর রক্তে লোহিত রক্ত কণিকা নেই ❓

a) মানুষ

b) ব্যাং 

c) কেঁচো

d) মাছ

উত্তর :- কেঁচো

8. “PAN”  হল একটি –

a) জল দূষক 

b) বায়ু দূষক 

c) শব্দ দূষণ 

d) মাটি দূষণ 

উত্তর :- বায়ু দূষক 

9.  ফাইলোড হলো পরিবর্তিত –

a) পাতা

b) মূল 

c) কান্ড 

d) বীজ 

উত্তর :- পাতা 

10. বাণিজ্যিক ‘কক’ নিম্নলিখিত কোন গাছ থেকে পাওয়া যায় ❓

a) রাবার 

b) ওক 

c) সেগুন

d) আকন্দ 

উত্তর :- ওক

11. ব্যাঙের মুখ্য রেচন পদার্থ হল –

a) ইউরিয়া 

b) ইউরিক অ্যাসিড 

c) অ্যামোনিয়া 

d) অ্যামাইনো এসিড 

উত্তর :- ইউরিয়া 

12. ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোম সংখ্যা ❓

a) 1টি 

b) 1জোড়া 

c) 2 জোড়া 

d) 23 জোড়া 

উত্তর :- 1টি 

13. ফুসফুসের বায়ু কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়❓

a) স্পাইরোমিটার 

b)স্পেকট্রোমিটার 

c) পাইরোমিটার 

d) কোনটাই নয় 

উত্তর :- স্পাইরোমিটার 

14.  যে দেশের লোকেদের সিদ্ধ চাল প্রধান খাদ্য, তারা কোন রোগে ভোগেন ❓

a) পেলেগ্রা 

b) স্কার্ভি 

c) বেরি বেরি 

d) অস্টিও ম্যালেসিয়া 

উত্তর :- বেরি বেরি 

15. ভিটামিন ‘সি’ হল –

a) অ্যাসিটিক অ্যাসিড 

b) ল্যাকটিক অ্যাসিড 

c) অ্যাসকরবিক অ্যাসিড 

d) সাইট্রিক এসিড 

উত্তর :- অ্যাসকরবিক অ্যাসিড 

16. ছত্রাকের কোষ প্রাচীরের উপাদানের নাম কি ❓

a) সেলুলোজ 

b) কাইনিন 

c) পেপটাইডোগ্লাইক্যান 

d) হেমিসেলুলোজ 

উত্তর :- কাইনিন 

17. প্রতি মিনিটে মানুষের শ্বাসহার হল –

a) 6-8 বার 

b) 10-14 বার 

c) 14-18 বার 

d) 70-72 বার 

উত্তর :- 14-18 বার 

18. পত্রকান্ড কিসের রূপান্তর ❓

a) মূল 

b) মৃতগত কান্ড 

c) কান্ড 

d) পাতা 

উত্তর :- কান্ড 

19. কুমড়ো গাছের নালিকা বান্ডিল নিম্নলিখিত কোন প্রকৃতির ❓

a) সমপার্শ্বীয় মুক্ত 

b) সমপার্শ্বীয় বদ্ধ 

c) সমদ্বিপার্শ্বীয় মুক্ত 

d) সমপার্শ্বীয় 

উত্তর :- সমদ্বিপার্শ্বীয় মুক্ত 

20. পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদপিন্ডের ওজন প্রায় –

a) 250 gm 

b) 300 gm 

c) 500 gm 

d) 150 gm 

উত্তর :- 500 gm 

21. কেঁচোর আয়ুষ্কাল ❓

a) 1-3 বছর

b) 3.5-10.5 বছর

c) 2-8 বছর

d) 6-8 বছর

উত্তর :- 3.5-10.5 বছর

22. আরশোলার দৃষ্টি হল –

a) এক নেত্র দৃষ্টি 

b) পুঞ্জাক্ষি 

c) আল্ট্রাসনিক 

d) দ্বিনেত্র দৃষ্টি 

উত্তর :- পুঞ্জাক্ষি 

23. বর্ণালীর কোন রঙে সালোকসংশ্লেষ সবচেয়ে ভালো হয় ❓

a) লাল ও নীল 

b) লাল ও হলুদ

c) নীল ও বেগুনি 

d) হলুদ ও নীল 

উত্তর :- লাল ও নীল 

24. কোন চামড়ার নীচে পুরু ‘ব্লাবারের’ স্তর থাকে ❓

a) কচ্ছপের 

b) তিমির 

c) সাপের

d) ব্যাঙের 

উত্তর :- তিমির

25. রক্ষী কোষের কাজ কি ❓

a) সালোকসংশ্লেষ নিয়ন্ত্রণ 

b) পত্র মোচনে সাহায্য করা

c) রসের উৎস্রোতে সাহায্য করা 

d) বাষ্পমোচন নিয়ন্ত্রণ 

উত্তর :- সালোকসংশ্লেষ নিয়ন্ত্রণ 

26. ‘ইকোলজি’ শব্দটি কে প্রবর্তন করেন ❓

a) ট্যান্সলে

b) ওডাম 

c) হেকেল 

d) করম্যান্ডি 

উত্তর :- হেকেল 

27. টিকাকরণ পদ্ধতিটি প্রথম কে আবিষ্কার করেন ❓

a) রোনাল্ড রস 

b) লুই পাস্তর 

c) এডওয়ার্ড জেনার 

d) আলেকজান্ডার ফ্লেমিং 

উত্তর :- এডওয়ার্ড জেনার 

28. মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশী কোথায় আছে ❓

a) ঘাড় 

b) চোয়াল 

c)হাত 

d) উরু 

উত্তর :- ঘাড় 

29. জরায়ুজ অঙ্কুরোদগম  কোন উদ্ভিদে দেখা যায় ❓

a) মটর গাছে

b) গরান গাছে 

c) ফণীমনসা গাছে 

d) সুন্দরী গাছে 

উত্তর :- গরান গাছে 

30. বেঁচে থাকার জন্য জীবের কি প্রয়োজন হয় ❓

a) শক্তি 

b) অক্সিজেন

c) ভিটামিন

d) এদের কোনটাই নয় 

উত্তর :- শক্তি

---Advertisement---

Related Post

Top 100 GK Questions for Competitive Exams in Hindi 2025 l प्रतियोगी परीक्षाओं के लिए शीर्ष 100 जीके प्रश्न हिंदी में 2025

अगर आप UPSC, SSC, रेलवे, बैंकिंग, या राज्य स्तरीय परीक्षाओं की तैयारी कर रहे हैं, तो सामान्य ज्ञान (GK) आपकी सफलता में महत्वपूर्ण भूमिका निभाता है। हर साल ...

Classical Dances of India: ভারতের ধ্রুপদী নৃত্যের তালিকা ও প্রধান নৃত্যশিল্পী

ভারতের সংস্কৃতি তার বৈচিত্র্যময় ঐতিহ্যের জন্য পরিচিত, এবং ধ্রুপদী নৃত্য এই সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি রাজ্যের নিজস্ব নৃত্যশৈলী তাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার প্রতিফলন ঘটায়। এই ...

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Leave a Comment