---Advertisement---

West Bengal Asha Karmi Recruitment 2024: রাজ্যের গ্রাম পঞ্চায়েতে আবারও আশা কর্মী নিয়োগ, জানুন আবেদন প্রক্রিয়া

By Siksakul

Published on:

West Bengal Asha Karmi Recruitment 2024 - রাজ্যের গ্রাম পঞ্চায়েতে আবারও আশা কর্মী নিয়োগ, জানুন আবেদন প্রক্রিয়া
---Advertisement---

West Bengal Asha Karmi Recruitment 2024 : বিরাট সুখবর রাজ্যের গ্রাম পঞ্চায়েত এলাকাগুলির মহিলা চাকরিপ্রার্থীদের জন্য। রাজ্য সরকারের জেলা স্বাস্থ্য দপ্তরের অধীনে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার উপস্বাস্থ্যকেন্দ্র এলাকায় আশা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে সংশ্লিষ্ট গ্রামের মহিলা চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। আজকে প্রতিবেদনে রইল নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পর্কে বিস্তারিত।

পদের নাম— আশা কর্মী

শিক্ষাগত যোগ্যতা— উক্ত পদে (West Bengal Asha Karmi Recruitment 2024) আবেদন জানানোর জন্য প্রার্থীদের যেকোনো বিদ্যালয় অথবা  শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে। এমনকি, প্রার্থীকে স্থানীয় ভাষা বোঝা এবং বলার দক্ষতা রাখতে হবে, তবেই সেই প্রার্থী আবেদনযোগ্য বলে বিবেচিত হবেন।

বয়সসীমা— এখানে আবেদন করার জন্য অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ৩০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে এবং  সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ২২ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি— উল্লেখিত পদে

(West Bengal Asha Karmi Recruitment 2024) আবেদন করার জন্য প্রার্থীদের কে অফ লাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য অফিসিয়াল বিজ্ঞাপ্তির নিচে থাকা আবেদনপত্রের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে প্রার্থীদের। আবেদনপত্রে প্রার্থীর নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক বিবরণ সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র  সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নিজ এলাকার সমষ্টি উন্নয়ন অধিকারীকের দপ্তরে অর্থাৎ ব্লকের বিডিও অফিসে জমা করতে হবে। এক্ষেত্রে প্রার্থীদের মনে রাখতে হবে যে, আবেদনপত্র কেবলমাত্র রেজিস্টার পোষ্টের মাধ্যমেই জমা করতে হবে। সরাসরি দপ্তরে গিয়ে জমা করা আবেদনপত্র গৃহীত হবে না।

আবেদনের শেষ তারিখ— ৩০শে আগস্ট, ২০২৪

ইন্টারভিউর তারিখ— ২৫ ও ২৬শে সেপ্টেম্বর, ২০২৪

Application Form:Download Now

Official Website:Click Here

আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।

Also Read: ভারতীয় রেলে ৭,৯৫১ শূন্যপদ, আবেদন করুন আজই

---Advertisement---

Related Post

📍List of Names of Famous Waterfalls in India: A Must-Know Guide for Competitive Exam Aspirants l ভারতের বিভিন্ন বিখ্যাত জলপ্রপাতের নামের তালিকা

List of Names of Famous Waterfalls in India: ভারত বরাবরই প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি দেশ, যার এক বিশেষ আকর্ষণ হল এর নানান রাজ্যে বিস্তৃত বিখ্যাত জলপ্রপাত। এই জলপ্রপাতগুলি ...

IBPS Clerk CRP XV Recruitment 2025: Notification PDF Out, Application Starts August 1

IBPS Clerk Online Form 2025 is out for CRP CSA XV. Apply from August 1 to 21 at ibps.in. Get details on eligibility, age limit, fee, exam pattern ...

NHPC Apprentice Recruitment Notification 2025 Released – Apply Now for ITI, Diploma & Graduate Posts

NHPC Apprentice Recruitment Notification 2025 Released: NHPC Limited, a renowned Navratna Public Sector Enterprise under the Ministry of Power, Government of India, has opened online applications for its one-year Apprenticeship Training Program for 2025. This recruitment drive offers 361 vacancies for Graduate, Diploma, and ITI Apprentices across multiple locations and projects. The program aims to attract talented and dynamic individuals eager to build a career in India's growing power sector.

Indian Navy ITI Apprentice Recruitment 2025: 50 Vacancies Notified at NSRY Sri Vijaya Puram

Indian Navy ITI Apprentice Recruitment 2025: The Naval Ship Repair Yard (NSRY), Sri Vijaya Puram, has released an official notification inviting online applications for its “Technician (Vocational) Apprentice Training Program (IT-02 Batch)” for the 2025–26 training year. A total of 50 ITI-qualified candidates, both male and female, will be selected across 11 different trades. The total number of openings is provisional and subject to change based on final eligibility screening. Full eligibility, trade-wise details, and application steps are given below.

Leave a Comment