---Advertisement---

বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক লেখিকাদের ছদ্মনাম | Pseudonyms of famous writers of Bengali literature 2024

By Siksakul

Published on:

Pseudonyms of famous writers of Bengali literature
---Advertisement---

Pseudonyms of famous writers of Bengali literature: SIKSAKUL সাধারন জ্ঞান বিভাগে সকলকে স্বাগত, আজকে বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক লেখিকাদের ছদ্মনাম সম্বন্ধে আলোচনা করা হল। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সহ সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি ফলো করুন।

বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক লেখিকাদের ছদ্মনাম l Pseudonyms of famous writers of Bengali literature

লেখকের নামছদ্মনাম
১) স্বপন বুড়ো কার ছদ্মনাম? অখিল নিয়োগী
২) নীহারিকা দেবী কার ছদ্মনাম? অচিন্ত্যকুমার সেনগুপ্ত 
৩) ত্রিলোচন কলোমচি কার ছদ্মনাম? অনিন্দ বাগচী 
৪) রসুল আলি কার ছদ্মনাম?অবনীন্দ্রনাথ ঠাকুর 
৫) শ্রী নিরপেক্ষ কার ছদ্মনাম?অমিতাভ চৌধুরী
৬) লীলাময় রায় কার ছদ্মনাম?অন্নদাশঙ্কর রায়
৭) ইন্দ্র মিত্র কার ছদ্মনাম? অরবিন্দ গুহ
৮) সম্বন্ধ কার ছদ্মনাম?অমুল্য দাশগুপ্ত
৯) অমিয়া দেবী কার ছদ্মনাম?অমৃতলাল বন্দোপাধ্যায়
১০)  বিক্রমাদিত্য কার ছদ্মনাম?অশোক গুপ্ত 
১১)  শ্রীবাস কার ছদ্মনাম?আশুতোষ মুখোপাধ্যায়
১২)  পঞ্চানন্দ, পাঁচু ঠাকুর কার ছদ্মনাম?ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
১৩)  কস্যচিৎ, উপযুক্ত ভাইপোস্য কার ছদ্মনাম?ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৪)  হলধর পটল কার ছদ্মনাম? ‍উমাশঙ্কর হালদার
১৫)  রফিকুল ইসলাম কার ছদ্মনাম?উৎপল দত্ত
১৬)   হুতুম পেঁচা কার ছদ্মনাম?কালীপ্রসন্ন সিংহ
১৭)  ব্যাঙাচি কার ছদ্মনাম? কাজী নজরুল ইসলাম
১৮)  সুলতানা চৌধুরী কার ছদ্মনাম? কবিতা সিংহ
১৯)  অবধূত কার ছদ্মনাম? কালিকানন্দ মুখোপাধ্যায়
২০)  কপিঞ্জল কার ছদ্মনাম?কুমুদ রঞ্জন মল্লিক
২১) অকিঞ্চন  দাস কার ছদ্মনাম?  খগেন্দ্রনাথ মিত্র
২২) রূপদর্শী কার ছদ্মনাম? গৌরকিশোর ঘোষ
২৩) মুকুটাচরণ মিত্র কার ছদ্মনাম?  গিরিশচন্দ্র ঘোষ
২৪)লোকহিত কার ছদ্মনাম? গোপালহরি দেশমুখ
২৫) লোকপ্রিয় কার ছদ্মনাম? গোপিনাথ বরদলৈ
২৬) জরাসন্ধ কার ছদ্মনাম? চারুচন্দ্র চক্রবর্তী
২৭) শম্ভু মহারাজ কার ছদ্মনাম? জ্যোতির্ময় ঘোষ দস্তিদার
২৮) জ্যোৎস্না রায় কার ছদ্মনাম?  জ্যোতিরিন্দ্র নন্দী
২৯) ধনঞ্জয় বৈরাগী কার ছদ্মনাম?  তরুণ রায়
৩০)  হাবু শর্মা কার ছদ্মনাম? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৩১)  বেদুইন কার ছদ্মনাম?  দেবেশ রায়
৩২)  নীলকন্ঠ কার ছদ্মনাম? দীপেন্দ্রনাথ সান্যাল
৩৩)  ভীষ্মদেব কার ছদ্মনাম?  দেবব্রত মল্লিক
৩৪)  কেঞ্চিৎ পথিকেনাভি প্রাণীতম কার ছদ্মনাম?  দীনবন্ধু মিত্র
৩৫)  সুনন্দ কার ছদ্মনাম?  নারায়ন গঙ্গোপাধ্যায়
৩৬)  বিকর্ণ কার ছদ্মনাম?  নারায়ণ সান্যাল
৩৭)  শ্রীপান্থ কার ছদ্মনাম? নিখিল সরকার
৩৮)  দীপক চৌধুরী কার ছদ্মনাম?  নিহার ঘোষাল
৩৯) বানভট্ট কার ছদ্মনাম?  নীহাররঞ্জন গুপ্ত
৪০)  রঞ্জন কার ছদ্মনাম?  নিরঞ্জন মজুমদার
৪১) মানিক বন্দ্যোপাধ্যায় কার ছদ্মনাম?  প্রবোধ বন্দ্যোপাধ্যায়
৪২) প্রবুদ্ধ কার ছদ্মনাম? প্রবোধ চন্দ্র বসু
৪৩) প্রণাবী কার ছদ্মনাম? প্রমথনাথ বিশী
৪৪) এক কলমি কার ছদ্মনাম?  পরিমল গোস্বামী
৪৫) শ্রীমন্ত কার ছদ্মনাম? পরেশ ভট্টাচার্য
৪৬) টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? প্যারীচাঁদ মিত্র
৪৭) সমুদ্র গুপ্ত কার ছদ্মনাম? পূর্ণেন্দু পত্রী
৪৮) বীরবল কার ছদ্মনাম? প্রমথ চৌধুরী
৪৯) উদয় ভানু কার ছদ্মনাম? প্রাণতোষ ঘটক
৫০)  মহাস্থবির কার ছদ্মনাম? প্রেমাঙ্কুর আতর্থী
৫১)  কাফি খাঁ কার ছদ্মনাম?  প্রফুল্ল চন্দ্র লাহিড়ী
৫২)  কাকাবাবু কার ছদ্মনাম? প্রভাত কিরণ বসু
৫৩)  রাধারানী দেবী কার ছদ্মনাম?  প্রভাত কুমার মুখোপাধ্যায়
৫৪) কৃত্তিবাস ভদ্র কার ছদ্মনাম? প্রেমেন্দ্র মিত্র
৫৫) বনফুল কার ছদ্মনাম?বলাইচাঁদ মুখোপাধ্যায়
৫৬)  কমলাকান্ত চক্রবর্তী কার ছদ্মনাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৫৭)  কাল পেঁচা কার ছদ্মনাম? বিনয় ঘোষ
৫৮)  যাযাবর কার ছদ্মনাম? বিনয় কুমার মুখোপাধ্যায়
৫৯) মৌমাছি কার ছদ্মনাম? বিমল ঘোষ
৬০) সম্রাট সেন কার ছদ্মনাম? বেচু প্রামানিক
৬১) বিরুপাক্ষ কার ছদ্মনাম? বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র
৬২) বাণীকুমার কার ছদ্মনাম? বৈদ্যনাথ ভট্টাচার্য
৬৩) শ্রীবাস্তব কার ছদ্মনাম? বিমল কর
৬৪) প্রমথনাথ শর্মা কার ছদ্মনাম? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
৬৫) শুভঙ্কর কার ছদ্মনাম? ভৃগু রাম দাস
৬৬) চানক্য সেন কার ছদ্মনাম? ভবানী সেনগুপ্ত
৬৭) ইন্দিরা দেবী কার ছদ্মনাম? ভূদেব মুখোপাধ্যায়
৬৮) অভয়ঙ্কর কার ছদ্মনাম? ভবানী মুখোপাধ্যায়
৬৯) যুবনাশ্ব কার ছদ্মনাম? মনীশ ঘটক
৭০) দৃষ্টিহীন কার ছদ্মনাম? মধুসূদন মজুমদার
৭১) টিমোথী পেনপোয়েম কার ছদ্মনাম? মধুসূদন দত্ত
৭২) চিত্রগুপ্ত কার ছদ্মনাম? মনোমোহন ঘোষ
৭৩) শংকর কার ছদ্মনাম? মণিশংকর মুখোপাধ্যায়
৭৪) শ্রীমা কার ছদ্মনাম? মহেন্দ্রনাথ গুপ্ত
৭৫) যোগেশ্বর দাস কার ছদ্মনাম? মুকুন্দ দাস
৭৬) সত্য সুন্দর দাস কার ছদ্মনাম? মতিলাল মজুমদার 
৭৭) দর্পনারায়ন পতিতুণ্ড কার ছদ্মনাম? মানিক বন্দ্যোপাধ্যায় 
৭৮) ভানুসিংহ, আন্নাকালী পাকড়াশী, অকপট ভাস্কর, রবি শশী, নিবারণ চক্রবর্তী, দিগশুন্য ভট্টাচার্য কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর 
৭৯) দিবাকর শর্মা কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ মৈত্র
৮০) পরশুরাম কার ছদ্মনাম? রাজ শেখর বসু
৮১) অপরাজিতা দেবী কার ছদ্মনাম? রাধারানী দেবী
৮২) কনিষ্ক কার ছদ্মনাম?  রাম বসু
৮৩) বিজ্ঞান ভিক্ষু কার ছদ্মনাম?  ললিত মুখোপাধ্যায়
৮৪) চন্দ্রহাঁস, গৌড়মল্লার কার ছদ্মনাম?  শরবিন্দু বন্দ্যোপাধ্যায়
৮৫) অনিলা দেবী কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৮৬) দাদা ঠাকুর কার ছদ্মনাম?  শরৎচন্দ্র মুখোপাধ্যায়
৮৭) বহুরূপী কার ছদ্মনাম?  শৈলেন দে
৮৮) পাপু কার ছদ্মনাম?  সুব্রত সরকার
৮৯) প্রমথনাথ বসু কার ছদ্মনাম? সঞ্জীব চট্টোপাধ্যায়
৯০) কালকূট,  ভ্রমর কার ছদ্মনাম? সমরেশ বসু 
৯১) কালপুরুষ কার ছদ্মনাম? সমরেশ মজুমদার
৯২) নীললোহিত, নীল উপাধ্যায়, সনাতন পাঠক কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়
৯৩) সত্যপীর,  অমর খৈয়াম কার ছদ্মনাম? সৈয়দ মুজতবা আলী
৯৪) সুপান্থ কার ছদ্মনাম?  সুবোধ ঘোষ
৯৫) দেবদত্ত রায় কার ছদ্মনাম? সুধীর কুমার রায়
৯৬) দিলদার কার ছদ্মনাম? সুজিত কুমার নাগ
৯৭) অমিতাভ কার ছদ্মনাম?  সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়
৯৮) সতু কার ছদ্মনাম?  সত্যেন্দ্রনাথ বসু
৯৯) নবকুমার কবিরত্ন,  কিংশুক কার ছদ্মনাম? সত্যেন্দ্রনাথ দত্ত
১০০) মানব মিত্র কার ছদ্মনাম?  সুমন চট্টোপাধ্যায়
১০১) ঢোল গোবিন্দ,   ফকির কার ছদ্মনাম?  সুভাষ মুখোপাধ্যায়
১০২) বিবিদিষানন্দ কার ছদ্মনাম? স্বামী বিবেকানন্দ
১০৩) নচিকেতা ঘোষ কার ছদ্মনাম?  হরিপদ ঘোষ
---Advertisement---

Related Post

Top 100 GK Questions for Competitive Exams in Hindi 2025 l प्रतियोगी परीक्षाओं के लिए शीर्ष 100 जीके प्रश्न हिंदी में 2025

अगर आप UPSC, SSC, रेलवे, बैंकिंग, या राज्य स्तरीय परीक्षाओं की तैयारी कर रहे हैं, तो सामान्य ज्ञान (GK) आपकी सफलता में महत्वपूर्ण भूमिका निभाता है। हर साल ...

Classical Dances of India: ভারতের ধ্রুপদী নৃত্যের তালিকা ও প্রধান নৃত্যশিল্পী

ভারতের সংস্কৃতি তার বৈচিত্র্যময় ঐতিহ্যের জন্য পরিচিত, এবং ধ্রুপদী নৃত্য এই সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি রাজ্যের নিজস্ব নৃত্যশৈলী তাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার প্রতিফলন ঘটায়। এই ...

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Leave a Comment