---Advertisement---

Father of various branches of biology l List Of Different branches of Biology and their Fathers 2024 l জীববিজ্ঞানের বিভিন্ন শাখার জনক ও তাদের নাম 

By Siksakul

Published on:

Father of various branches of biology
---Advertisement---

Father of various branches of biology: SIKSAKULসাধারন জ্ঞান বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে আমরা জীববিজ্ঞানের বিভিন্ন শাখার জনক ও তাদের নাম নিয়ে আলোচনা করলাম। আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি ফলো করুন। 

Father of various branches of biology l জীববিজ্ঞানের বিভিন্ন শাখার জনক

জি.কে. বিভাগের আমাদের আজকের আলোচনার বিষয় হল জীববিজ্ঞানের বিভিন্ন শাখার জনক ও তাদের নাম। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই বিভাগটি থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে।  এস এস সি, পি এস সি, স্কুল সার্ভিস কমিশান, বন দপ্তর, পুলিশ, মিস্লেনিয়াস, ক্লার্কশিপ, আপার প্রাইমারি টেট, কৃষি দপ্তরের , গ্রুপ ডি  , ইউপিএসসি, রেল প্রভৃতি পরীক্ষায় নানান ধরণের প্রশ্ন এই বিভাগ থেকে এসে থাকে। কয়েকটি উদাহরণের সাথে এই বিভাগ থেকে কি ধরণের প্রশ্ন আসে তা দেখানো হল। ১. শারীরবিদ্যার জনক কে? উত্তর হবে আন্দ্রেআস ভেসালিয়াস। ২. প্রাণিবিদ্যার জনক কে? উত্তর হবে অ্যারিস্টটল। 

জীববিজ্ঞানের শাখার নামজনক 
 
♦ শারীরবিদ্যার জনক→ আন্দ্রেআস ভেসালিয়াস
♦ প্রাণিবিদ্যার জনক→ অ্যারিস্টটল
♦ উদ্ভিদবিদ্যার জনক→ থিওফ্রাস্টাস
♦ জীববিজ্ঞানের জনক→ অ্যারিস্টটল
♦ উদ্ভিদ অ্যানাটমির জনক→ নেহেমিয় গ্রিউ
♦ জীব কোষ সংক্রান্ত বিদ্যার জনক→ রবার্ট হুক
♦ প্রাচীন অনুবর্তন তত্ত্বের জনক → প্যাভলভ
♦ প্যাথোলজির জনক→ রুডল্ফ ভার্চো
♦ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক→ পল বার্গ
♦ জীবাণুবিদ্যার জনক→ রবার্ট কোচ
♦ এন্ডোক্রিনোলজির জনক→ অ্যাডিসন
♦ ট্যাস্কোনমির  জনক→ ক্যারোলাস লিনিয়াস
♦ ভাইরোলজি এর জনক→ মার্টিনাস বিঞ্জেরিনেক
♦ প্যালিয়ন্টোলজির জনক→ লিওনার্দো দা ভিঞ্চি
♦ অ্যান্টিবায়োটিকের জনক→ আলেকজান্ডার ফ্লেমিং
♦ জৈব রসায়নের জনক→ কার্ল আলেকজান্ডার নিউবার্গ
♦ রক্তের গ্রুপের জনক→ কার্ল ল্যান্ডস্টেইনার
♦ রক্ত সঞ্চালনের জনক→ উইলিয়াম হার্ভে
♦ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর জনক→ ডাঃ অ্যালেক জেফ্রি
♦ এন্ডোক্রোনোলজির জনক→ থমাস অ্যাডিসন
♦ ইসিজী -র জনক→ উইলিয়াম ইনথোভেন
♦ হোমিওপ্যাথির জনক→ হ্যানিম্যান
♦ জেনেটিক্সের জনক→ মেন্ডেল
♦ আধুনিক জেনেটিক্সের জনক→ ব্যাটিসন 
♦ সবুজ বিপ্লবের জনক→ নরম্যান বোরলাগ
♦ ভারতে সবুজ বিপ্লবের জনক→ স্বামীনাথন
♦ বিবর্তনবাদের জনক→ চার্লস ডারউইন
♦ মাইক্রোবায়োলজির জনক→ আন্তোনি ভ্যান লিয়ুভেনহোকে
♦ ভ্রূণবিদ্যার জনক→  অ্যারিস্টটল 
♦ ঔষুধের জনক → হিপোক্রেটিস
♦ ইমিউনোলজির জনক→ এডওয়ার্ড জেনার
♦ আয়ুর্বেদের জনক→ চরক 
Dell Inspiron 7430 2in1 Touch 13th Gen Laptop, Intel Core i3-1315U Processor, 8GB, 256Gb SSD, 14.0″ (35.56cm) FHD+ Display, Win 11 + MSO’21, Backlit KB + FingerPrintReader, Silver,Thin & Light- 1.58kg
---Advertisement---

Related Post

WBCSSC SLST 2025 Geography Soil MCQ l ভারতের মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCSSC SLST 2025 Geography Soil MCQ: আপনি যদি WBCSSC SLST 2025 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মৃত্তিকা (Soil) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ভারতের মৃত্তিকার বিভিন্ন ...

🛕 Questions on Sikhism for competitive exams l শিখ ধর্ম: ইতিহাস, ধর্মগুরু ও চাকরির পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি

Questions on Sikhism for competitive exams: চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন WBCS, RRB Group D, SSC, বা অন্যান্য স্টেট ও সেন্ট্রাল জব এক্সাম) ধর্মীয় জিকে (General Knowledge) থেকে ...

Soil Geography for WB SLST 2025 – Chapter-Wise MCQ Part 2 – Boost your Memory

Soil Geography for WB SLST 2025: আপনি যদি WBCSSC SLST Geography 2025 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং Soil Geography অংশে জোর দিতে চান, তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। ...

WB SLST English 2025 Preparation: 50 MCQ from Act I of She Stoops to Conquer (Corrected for 2nd WB SLST)

50 MCQ from Act I of She Stoops to Conquer: Preparing for WB SLST English 2025? You’re in the right place! This blog offers a powerful resource for ...

Leave a Comment