WB ICDS Anganwadi Practice Set 2024: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের জন্য দৈনিক প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস ভিত্তিক প্রশ্ন দিয়ে সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করার জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কামানযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটা। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।
WB ICDS Anganwadi Practice Set 2024 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
প্র্যাকটিস সেট ৫ l WB ICDS Anganwadi Practice Set 5
ICDS Practice Set in Bengali
1. কবে ভারতের ব্যাঘ্র প্রকল্প চালু হয়?
[A] 1980 সালে[B] 1989 সালে
[C] 1973 সালে
[D] 11972 সালে
উত্তরঃ [C] 1973 সালে
2. রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
[A] A[B] E
[C] D
[D] C
উত্তরঃ [A] A
3. কবে জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয়?
[A] 1976 সালে[B] 1972 সালে
[C] 1987 সালে
[D] 1992 সালে
উত্তরঃ [B] 1972 সালে
4. একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কয়টি?
[A] 5 টি[B] 8 টি
[C] 4 টি
[D] 2 টি
উত্তরঃ [C] 4 টি
5. ভারতের জাতীয় কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
[A] হিন্দু কলেজ[B] স্কটিশ চার্চ কলেজ
[C] গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ
[D] বোম্বে বিশ্ববিদ্যালয়
উত্তরঃ [C] গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪
6. রক্ত তঞ্চন ব্যাহত হয় কোন ভিটামিনের অভাবে?
[A] D[B] C
[C] B
[D] K
উত্তরঃ [D] K
7. কনজাংটিভাইটিস হল—
[A] চোখের রোগ[B] দাঁতের রোগ
[C] কানের রোগ
[D] হাড়ের রোগ
উত্তরঃ [A] চোখের রোগ
8. ICDS হল একটি—
[A] শিশু ও নারী বিকাশ প্রকল্প[B] যাবতীয় শিশু ও নারী বিকাশ প্রকল্প
[C] সমাজ সেবামূলক সংস্থা
[D] শিশুদের বিদ্যালয়মুখী করার প্রাথমিক পদক্ষেপ
উঃ [A] শিশু ও নারী বিকাশ প্রকল্প
9. শিশুর স্বাস্থ্যহানির প্রধান কারণ গুলি কি?
[A] অল্প ওজন বা অপরিণত বৃদ্ধি[B] পর্যাপ্ত পুষ্টির অভাব
[C] সংক্রামক রোগের আক্রমণ
[D] উপরের সবকটি
উত্তরঃ [D] উপরের সবকটি
10. মানুষের রেচন-অঙ্গ কী?
[A] মুখ্যত বৃক্ব, ত্বক এবং ফুসফুস[B] যকৃৎ ও বৃক্ব
[C] ত্বক ও বৃহদন্ত্র
[D] এদের কোনোটিই নয়
উত্তরঃ [A] মুখ্যত বৃক্ব ত্বক এবং ফুসফুস