---Advertisement---

Anganwadi Workers and Helpers Practice Set 23 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ২৩ | ICDS Practice Set 2024

By Siksakul

Published on:

Anganwadi Workers and Helpers Practice Set 23 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ২৩
---Advertisement---

Anganwadi Workers and Helpers Practice Set 23: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা (ICDS Practice Set 2024) নিয়োগের প্রস্তুতির জন্য প্রতিদিনের প্র্যাকটিস সেট প্রকাশিত হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করতে প্রতিবেদনটি পুরোপুরি পড়ুন।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশ অনুসারে প্রতিটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন জেলা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং কয়েকটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রতিদিন এই ওয়েবসাইটে প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী প্রস্তুত আজকের প্র্যাকটিস সেটটিতে গুরুত্বপূর্ণ টপিক থেকে নির্বাচিত প্রশ্ন ও তাদের উত্তর অন্তর্ভুক্ত রয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট (ICDS পরীক্ষার প্রস্তুতি ২০২৪) অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলা কল্যাণ, ইংরেজি, ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। গত পরীক্ষাগুলিতে MCQ ধরনের প্রশ্ন বেশি এসেছে। আজকের প্র্যাকটিস সেটে ১০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।

ICDS Practice Set in Bengali l Anganwadi Workers and Helpers Practice Set 23

1. মায়োপিয়া রোগে ব্যাক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?

[A] ফুসফুস
[B] জিভ
[C] চোখ
[D] গলা

উত্তরঃ [C] চোখ

2. চর্মরোগ হয় কোন ভিটামিনের অভাবে?

[A] ভিটামিন B
[B] ভিটামিন K
[C] ভিটামিন C
[D] ভিটামিন D

উত্তরঃ [A] ভিটামিন B

3. রিকেট রোগ হতে দেখা যায় কোন খনিজ লবনের অভাবে?

[A] সোডিয়াম
[B] ক্যালসিয়াম ও ফসফরাস
[C] আয়োডিন
[D] পটাশিয়াম

উত্তরঃ [B] ক্যালসিয়াম ও ফসফরাস

4. শিশুর বিকাশের স্তর কয়টি?

[A] চারটি
[B] আটটি
[C] পাঁচটি
[D] সাতটি

উত্তরঃ [A] চারটি

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

5. ফ্লোরাইড দূষণের ফলে কোন রোগ হয়?

[A] মিনামাটা
[B] ক্যাডমিয়াম
[C] ফ্লোরসিস
[D] ইটাই-ইটাই

উত্তরঃ [C] ফ্লোরসিস

6. ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা কত?

[A] 7 জন
[B] 9 জন
[C] 3 জন
[D] 5 জন

উত্তরঃ [D] 5 জন

7. ’কমনওয়েলথ্ গেমস্’ কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়?

[A] 1990
[B] 2010
[C] 2014
[D] 2018

উত্তরঃ [B] 2010

8. কোন হরমোনটি পিটুইটারি অগ্র খন্ড থেকে নিঃসৃত হয় না?

[A] ACTH
[B] TSH
[C] FSH
[D] ADH

উত্তরঃ [D] ADH

9. বিশ্বের বৃহত্তম Rain forest-এ অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিক কালে কোন দেশের নাম সংবাদ শিরোনামে ছিল?

[A] মেক্সিকো
[B] ভেনিজুয়েলা
[C] ব্রাজিল
[D] ইকুয়েডর

উত্তরঃ [C] ব্রাজিল

10. জিন ব্যাংক যার উদাহরণ, তা হল—

[A] এক্স সিটু সংরক্ষণ
[B] জীব বৈচিত্র্য হটস্পট
[C] ইন সিটু সংরক্ষণ
[D] মাইক্রোপ্রোপাগেশন

উত্তরঃ [A] এক্স সিটু সংরক্ষণ

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ২২

---Advertisement---

Related Post

WB SLST Geography 2025 l ২০টি MCQ — পর্বত গঠন ও প্লেট সংস্থান তত্ত্ব

WB SLST Geography 2025: WB SLST 2025 পরীক্ষার ভূগোল (Geography) বিভাগে সঠিক প্রস্তুতির জন্য প্রার্থীদের অবশ্যই পর্বত গঠন, প্লেট টেকটনিকস, ভূগোলের গঠনমূলক প্রক্রিয়া, এবং বিভিন্ন ভৌগোলিক ঘটনা সম্পর্কে ...

WB SLST History 2025: ষোড়শ মহাজনপদ MCQ প্রশ্নোত্তর | Mahajanapada MCQ for SLST History Suggestion

ষোড়শ মহাজনপদ MCQ প্রশ্নোত্তর: WB SLST ইতিহাস ২০২৫ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন! এখানে আমরা তুলে ধরছি ষোড়শ মহাজনপদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (MCQ) যা ...

WB SLST History Suggestion l ইতিহাস SLST 2025: বৈদিক যুগ MCQ প্রশ্ন ও উত্তর

WB SLST History Suggestion: আপনি যদি WB SLST History 2025 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং বিশেষভাবে বৈদিক যুগ (Vedic Age) নিয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর, সাজেশন, এবং মডেল প্রশ্নপত্র ...

History SLST 2025 Harappan Civilization l হরপ্পা সভ্যতা MCQ প্রশ্ন ও সাজেশন

History SLST 2025 Harappan Civilization: SLST History 2025 পরীক্ষার্থীদের জন্য হরপ্পা সভ্যতা বা Harappan Civilization একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই পোস্টে আমরা আপনাদের জন্য এনেছি Harappan Civilization MCQ, হরপ্পা ...

Leave a Comment