---Advertisement---

ICDS Practice Set in Bengali 28 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ২৮ | ICDS Practice Set 2024

By Siksakul

Published on:

ICDS Practice Set in Bengali 28
---Advertisement---

ICDS Practice Set in Bengali 28: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা (ICDS Practice Set 2024) নিয়োগের প্রস্তুতির জন্য প্রতিদিনের প্র্যাকটিস সেট প্রকাশিত হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করতে প্রতিবেদনটি পুরোপুরি পড়ুন।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশ অনুসারে প্রতিটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন জেলা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং কয়েকটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রতিদিন এই ওয়েবসাইটে প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী প্রস্তুত আজকের প্র্যাকটিস সেটটিতে গুরুত্বপূর্ণ টপিক থেকে নির্বাচিত প্রশ্ন ও তাদের উত্তর অন্তর্ভুক্ত রয়েছে।

ICDS Practice Set in Bengali 28 (ICDS পরীক্ষার প্রস্তুতি ২০২৪) অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলা কল্যাণ, ইংরেজি, ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। গত পরীক্ষাগুলিতে MCQ ধরনের প্রশ্ন বেশি এসেছে। আজকের প্র্যাকটিস সেটে ১০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।

ICDS Practice Set in Bengali l Anganwadi Workers and Helpers Practice Set 28

1. একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের মোট পরিমাণ কত?

[A] 2-3 লিটার
[B] 5-6 লিটার
[C] 8-9 লিটার
[D] 4-5 লিটার

উত্তরঃ [B] 5-6 লিটার

2. কবে ’জীববৈচিত্র্য’ পরিভাষাটি সর্বপ্রথম উপস্থাপিত হয়?

[A] 1985 সালে
[B] 1999 সালে
[C] 1986 সালে
[D] 1981 সালে

উত্তরঃ [C] 1986 সালে

3. রঙিন প্লাস্টিডকে কি বলে?

[A] ক্রোমোপ্লাস্ট
[B] ক্লোরোপ্লাস্ট
[C] লিউকোপ্লাস্ট
[D] সবগুলি

উত্তরঃ [A] ক্রোমোপ্লাস্ট

4. ইন্দিরা আবাস যোজনা কত সালে গৃহীত হয়?

[A] 1986 সালে
[B] 1981 সালে
[C] 1987 সালে
[D] 1985 সালে

উত্তরঃ [D] 1985 সালে

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

5. পাইরিয়া রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?

[A] গলা
[B] দাঁত ও মাড়ি
[C] ত্বক
[D] জিভ

উত্তরঃ [B] দাঁত ও মাড়ি

6. কোন নদী উপত্যকায় প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন মিলেছে?

[A] সিন্ধু নদী
[B] ব্রহ্মপুত্র নদী
[C] সোয়ান নদী
[D] কোনোটিই নয়

উত্তরঃ [C] সোয়ান নদী

7. শৈশবে মেরুদন্ডে কটি হাড় থাকে?

[A] ২৬ টি
[B] ৩১ টি
[C] ৩২ টি
[D] ৩৩ টি

উত্তরঃ [D] ৩৩ টি

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ২৭

8. মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?

[A] ঝোব নদী
[B] বোলান নদী
[C] সিন্ধু নদ
[D] ইরাবতী

উত্তরঃ [B] বোলান নদী

9. কোনটি উন্নত প্রকৃতির কোশ?

[A] 80S
[B] 70S
[C] উভয়ই
[D] কোনোটিই নয়

উত্তরঃ [A] 80S

10. কিসের অভাবে উদ্ভিদের খয়রি রোগ দেখা যায়?

[A] তামা
[B] লোহা
[C] দস্তা
[D] ফসফরাস

উত্তরঃ [C] দস্তা

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
sharethis sharing button
---Advertisement---

Related Post

📘 Primary TET 2025 Math Pedagogy Practice Set 02 – প্রাইমারি টেট 2025 গণিত পেডাগজি l Boost Your গণিত Preparation Today!

Primary TET 2025 Math Pedagogy Practice Set 02: Are you preparing for the Primary TET 2025 Math exam? Whether you’re just starting or revising your preparation, this blog ...

📘 Primary TET 2025 English Practice Set 03 – Master Pedagogy with MCQs, Practice Sets & Model Questions

Primary TET 2025 English Practice Set 03: Are you preparing for Primary TET 2025 English and looking for the most effective study resources? This blog is your one-stop ...

WBCSSC SLST 2025 Geography Soil MCQ l ভারতের মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCSSC SLST 2025 Geography Soil MCQ: আপনি যদি WBCSSC SLST 2025 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মৃত্তিকা (Soil) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ভারতের মৃত্তিকার বিভিন্ন ...

🛕 Questions on Sikhism for competitive exams l শিখ ধর্ম: ইতিহাস, ধর্মগুরু ও চাকরির পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি

Questions on Sikhism for competitive exams: চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন WBCS, RRB Group D, SSC, বা অন্যান্য স্টেট ও সেন্ট্রাল জব এক্সাম) ধর্মীয় জিকে (General Knowledge) থেকে ...

Leave a Comment