---Advertisement---

Anganwadi Workers and Helpers Practice Set 32 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৩২ | ICDS Practice Set 2024

By Siksakul

Published on:

Anganwadi Workers and Helpers Practice Set 32
---Advertisement---

Anganwadi Workers and Helpers Practice Set 32: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা (ICDS Practice Set 2024) নিয়োগের প্রস্তুতির জন্য প্রতিদিনের প্র্যাকটিস সেট প্রকাশিত হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করতে প্রতিবেদনটি পুরোপুরি পড়ুন।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশ অনুসারে প্রতিটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন জেলা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং কয়েকটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রতিদিন এই ওয়েবসাইটে প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী প্রস্তুত আজকের প্র্যাকটিস সেটটিতে গুরুত্বপূর্ণ টপিক থেকে নির্বাচিত প্রশ্ন ও তাদের উত্তর অন্তর্ভুক্ত রয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট (ICDS পরীক্ষার প্রস্তুতি ২০২৪) অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলা কল্যাণ, ইংরেজি, ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। গত পরীক্ষাগুলিতে MCQ ধরনের প্রশ্ন বেশি এসেছে। আজকের প্র্যাকটিস সেটে ১০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।

ICDS Practice Set in Bengali l Anganwadi Workers and Helpers Practice Set 32

1. ইনসুলিন প্রধানত পাওয়া যায়—

[A] পেঁয়াজ, রসুন
[B] ডাল
[C] চাল
[D] কোনোটিই নয়

উত্তরঃ [A] পেঁয়াজ, রসুন

2. মানব দেহের সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থি হল—

[A] কিডনি
[B] অগ্নাশয়
[C] যকৃত
[D] বৃহদন্ত্র

উত্তরঃ [C] যকৃত

3. পৌষ্টিক নালীর যে অংশে খাদ্য পাচিত হয়—

[A] বৃহদন্ত্র
[B] ক্ষুদ্রান্ত
[C] পাকস্থলী
[D] যকৃত

উত্তরঃ [B] ক্ষুদ্রান্ত

4. ’Convention of the Biological Diversity’ বা ’বসুন্ধরা সম্মেলন’ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়?

[A] 1993 সালে
[B] 1981 সালে
[C] 1985 সালে
[D] 1992 সালে

উত্তরঃ [D] 1992 সালে

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

5. ফো-কুয়ো-কি গ্রন্থটি রচনা করেন—

[A] ইৎ সিং
[B] ইউয়েন সাঙ
[C] ফা-হিয়েন
[D] মেগাস্থিনিস

উত্তরঃ [C] ফা-হিয়েন

6. স্বচ্ছ ভারত মিশন-গ্রামীণ প্রকল্পটি কত সালে গৃহীত হয়?

[A] 2014 সালের 2রা অক্টোবর
[B] 2016 সালের 2রা অক্টোবর
[C] 2018 সালের 2রা অক্টোবর
[D] কোনোটিই নয়

উত্তরঃ [A] 2014 সালের 2রা অক্টোবর

7. সন্ধ্যাকর নন্দী যে রাজবংশের সভাকবি ছিলেন—

[A] প্রতিহার
[B] রাষ্ট্রকূট
[C] সেন
[D] পাল

উত্তরঃ [D] পাল

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৩১

8. RH -ফ্যাক্টর কে আবিষ্কার করেন?

[A] উইলিয়াম হার্ভে
[B] এডওয়ার্ড জেনার
[C] ল্যান্ডস্টেইনার
[D] কেউ নয়

উত্তরঃ [C] ল্যান্ডস্টেইনার

9. ’গীতগোবিন্দ’ এর রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন?

[A] ধর্মপাল
[B] দেবপাল
[C] বল্লাল সেন
[D] লক্ষণ সেন

উত্তরঃ [D] লক্ষণ সেন

10. বাষ্প মোচনের স্বাভাবিক উষ্ণতা হল—

[A] 15°C-30°C
[B] 30°C-40°C
[C] 25°C-30°C
[D] 35°C-45°C

উত্তরঃ [C] 25°C-30°C

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
---Advertisement---

Related Post

WBP Constable 2025 GK MCQs Practice Set-10 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-10 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-10(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ প্র্যাকটিস সেট-১০। এই সেটে সাধারণ ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-9 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-9 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-9(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ ...

BEL Recruitment 2025: Apply Now for 137 Trainee & Project Engineer Vacancies!

BEL Recruitment 2025: Bharat Electronics Limited (BEL), a leading government-owned electronics company under the Ministry of Defence, has announced recruitment for 137 temporary positions at its Product Development ...

VNSGU Recruitment 2025: Apply Online for 194 Temporary Assistant Professor & Teaching Assistant Posts

VNSGU Recruitment 2025: Veer Narmad South Gujarat University (VNSGU) is inviting applications for 194 Temporary Assistant Professor (TAP) and Temporary Teaching Assistant positions in various departments for the ...

Leave a Comment