---Advertisement---

History MCQ Questions in Bengali Part 02 | ইতিহাস MCQ প্রশ্ন উত্তর বাংলা পর্ব ০২

By Siksakul

Published on:

History MCQ Questions in Bengali Part 02
---Advertisement---

History MCQ Questions in Bengali Part 02: ইতিহাস এমন একটি বিষয় যা আমাদের অতীতের ঘটনাগুলি জানার এবং শেখার সুযোগ দেয়। প্রাচীন সভ্যতা থেকে আধুনিক যুগ পর্যন্ত ইতিহাসের প্রতিটি অংশ আমাদের বর্তমানকে প্রভাবিত করে। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে ইতিহাসের জ্ঞান অপরিহার্য। তাই আমরা নিয়ে এসেছি “ইতিহাস MCQ প্রশ্ন উত্তর বাংলা পর্ব ০২” (History MCQ Questions in Bengali Part 02) । এই সিরিজের মাধ্যমে আপনি পাবেন গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন ও উত্তর, যা আপনার প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করবে। প্রতিটি পর্বে আমরা তুলে ধরবো বাছাই করা MCQ প্রশ্নাবলী যা আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন WBCS, SSC, রেলওয়ে, এবং অন্যান্য চাকরির পরীক্ষায় সাহায্য করবে। তাহলে চলুন, ইতিহাসের মজার জগতে ডুব দিয়ে শিখে নিন নতুন কিছু!

History MCQ Questions in Bengali Part 02 | ইতিহাস MCQ প্রশ্ন উত্তর বাংলা পর্ব ০২


1. কোন ঘটনার জন্য 1707 খ্রিস্টাব্দ ভারতীয় ইতিহাসে বিখ্যাত ?

A.কলকাতা নাগরিক পত্তন

B.দেওয়ানী লাভ

C.ঔরঙ্গজেবের মৃত্যু

D.শিবাজির মৃত্যু

উত্তর:- (C)

2. “ হুমায়ুননামা ” কে লিখেছিলেন ?

A.হুমায়ুন

B.ফিরদৌসী

C.আবুল ফজল

D.গুলবদন বেগম

উত্তর:- (D)

3. কোন সুলতান “ ইকতা ” প্রথার বিলোপ করেন ?

A.চন্দ্রগুপ্ত মৌর্য

B.আলাউদ্দিন খলজী

C.অজাতশত্রু

D.গিয়াসউদ্দীন বলবন

উত্তর:- (B)

4. আইহোল প্রশস্তি কে রচনা করেন ?

A.কবি রবিকীর্তি

B.বানভট্ট

C.বিশাখ দত্ত

D.ভাস

উত্তর:- (A)

5. “ জাহাঙ্গীরি মহল ” কোথায় অবস্থিত ?

A.দিল্লি

B.আগ্রা দুর্গ

C.সিকান্দ্রাবাদ

D.ফতেপুর সিক্রি

উত্তর:- (B)

6. ভারতের বিখ্যাত ইন্দো – ফার্সী কবি কে ছিলেন ?

A.আমীর খসরু

B.আলবিরুনী

C.ফিরদৌসী

D.ফৈজী

উত্তর:- (C)

7. নীচের কোন ভারতীয় রাজা শিল্প এবং সংগীতে অসাধারণ পারদর্শী ছিলেন ?

A.সমুদ্রগুপ্ত

B.চন্দ্রগুপ্ত মৌর্য

C.হর্ষবর্ধন

D.হর্ষবর্ধন

উত্তর:- (A)

8. মোগল শাসক দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজরা কোথায় নির্বাসিত করে রেখেছিলেন ?

A.হায়দরাবাদ

B.আন্দামান

C.মান্দালয়

D.রেঙ্গুন

উত্তর:- (D)

9. মূল্যবান ঐতিহাসিক দলিল “ আকবর-ই-নামা ” কার লেখা ?

A.আবুল ফজল

B.টোডরমল

C.আকবর

D.হুমায়ুন

উত্তর:- (A)

10. বিখ্যাত সংগীত শিল্পী তানসেন কার রাজসভা অলংকৃত করেছিলেন ?

A.আকবর

B.বাবর

C.জাহাঙ্গীর

D.শেরশাহ

উত্তর:- (A)

History MCQ Questions in Bengali

11. কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন ?

A.গোপাল

B.দিব্য

C.মহীপাল

D.মঙ্গল পান্ডে

উত্তর:- (B)

12. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?

A.আকবর

B.শেরশাহ

C.মোহম্মদ বিন তুঘলক

D.আলাউদ্দিন খলজী

উত্তর:- (D)

13. কে শেষ মোগল সম্রাট যিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন ?

A.ঔরঙ্গজেব

B.দ্বিতীয় শাহ আলম

C.মোহম্মদ শাহ

D.বাহাদুর শা জাফর

উত্তর:- (C)

14. জাহাঙ্গীরের সমাধিসৌধ কে নির্মাণ করেছিলেন এবং কোথায় ?

A.শাহজাহান , আগ্রায়

B.শাহজাহান , দিল্লিতে

C.নূরজাহান , লাহোরে

D.নূরজাহান , ফতেপুরসিক্রিতে

উত্তর:- (C)

15. তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল ?

A.1556 খ্রিস্টাব্দ

B.1526 খ্রিস্টাব্দ

C.1564 খ্রিস্টাব্দ

D.1565 খ্রিস্টাব্দ

উত্তর:- (D)

16. পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি ?

A.ঋগবেদ

B.ইলিয়াড

C.মহাভারত

D.উপনিষদ

উত্তর:- (A)

17. শিবাজি যে ধর্মীয় গুরুর দ্বারা অনুপ্রাণিত ছিলেন তাঁর নাম কী ?

A.গুরু অর্জুন

B.রামদাস

C.দাদাজী কোন্ডদেব

D.শাহজী ভোসলে

উত্তর:- (B)

18. কোন মোগল সম্রাট তার রাজসভায় নাচ ও গান নিষিদ্ধ করেন ?

A.হুমায়ুন

B.বাবর

C.ঔরঙ্গজেব

D.আকবর

উত্তর:- (C)

19. কোন সুলতানের রাজত্বকালে সেনাবাহিনীর সদস্যদের নগদ মুদ্রায় বেতন দেওয়ার প্রথা চালু হয় ?

A.মোহম্মদ বিন তুঘলক

B.আলাউদ্দীন খলজী

C.কুতুবউদ্দিন

D.গিয়াসুদ্দিন বলবন

উত্তর:- (B)

20. শেরশাহের আসল নাম কি ?

A.ফরিদ

B.ফৈজি

C.হিমু

D.আলম

উত্তর:- (A)

21. বিখ্যাত অজন্তা ও ইলোরা গুহার চিত্রকলা কাদের রাজত্বকালে শিল্প চর্চার বিশেষ নিদর্শন ?

A.পল্লব

B.পান্ড্য

C.রাষ্ট্রকুট

D.চালুক্য

উত্তর:- (C)

22. আঙ্কোরভাট মন্দির কোথায় অবস্থিত ?

A.ভিয়েতনাম

B.কম্বোডিয়া

C.ইন্দোনেশিয়া

D.মায়নমার

উত্তর:- (B)

23. দিল্লীর “ লাল কেল্লা ” কে নির্মাণ করেন ?

A.আকবর

B.জাহাঙ্গীর

C.শাহজাহান

D.শেরশাহ

উত্তর:- (C)

24. শেরশাহ কার অনুসরণে তার নিজের সাম্রাজ্যে প্রশাসনিক ও সামরিক কাঠামো গড়ে তোলেন ?

A.আকবর

B.হুমায়ুন

C.আলাউদ্দিন খলজী

D.সুলতানা রাজিয়া

উত্তর:- (C)

25. চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয় ?

A.প্রথম পুলকেশি

B.দ্বিতীয় পুলকেশি

C.কনিষ্ক

D.চাণক্য

উত্তর:- (B)

26. আঙ্কোরভাটের মন্দিরের মূর্তি কার বা কাদের ?

A.তীর্থঙ্করদের

B.হিন্দু দেবতা

C.বুদ্ধদেব

D.কম্বোডিয়ার রাজাদের

উত্তর:- (B)

27. কোন ঐতিহাসিক ব্যক্তিত্বের পিতার নাম শাহজী ভোঁসলে ও মায়ের নাম জীজাবাঈ ?

A.শিবাজি

B.বালাজী বাজীরাও

C.হোলকার

D.হায়দার আলি

উত্তর:- (A)

28. নীচের কোন শাসকগোষ্ঠী ভারতে মন্দির ও ব্রাহ্মণদের জন্য সবচেয়ে বেশি সংখ্যায় গ্রাম দান করেছিলেন ?

A.পাল বংশ

B.গুপ্ত বংশ

C.চালুক্য

D.রাষ্ট্রকুট

উত্তর:- (B)

29. নীচের কোন মোগল সম্রাটের সমাধিস্থল ভারতের বাইরে রয়েছে ?

A.জাহাঙ্গীর

B.আকবর

C.হুমায়ুন

D.ঔরঙ্গজেব

উত্তর:- (A)

30. কোন সম্রাট একদিকে মোগল সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলেন এবং অন্যদিকে সর্বধর্ম সহিষ্ণুতার আদর্শ গ্রহণ করেছিলেন ?

A.আকবর

B.হুমায়ুন

C.ঔরঙ্গজেব

D.জাহাঙ্গীর

উত্তর:- (A)

আগের পর্ব –

⦿ ইতিহাস MCQ পর্ব – ০১

---Advertisement---

Related Post

List of Phobias and Fears l বিভিন্ন ফোবিয়া ও ভীতির নাম তালিকা

List of Phobias and Fears: মানুষের জীবনে ভীতি বা ফোবিয়া (Phobia) একটি সাধারণ কিন্তু জটিল মানসিক অবস্থা। কারো উচ্চতা ভীতি (Acrophobia), কারো জলভীতি (Hydrophobia), আবার কেউ অন্ধকার বা ...

WB Primary TET Practice Set 10 | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট ১০

WB Primary TET Practice Set 10: স্বাগতম Siksakul ব্লগে। আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই ব্লগটি বিশেষভাবে প্রস্তুত ...

D.El.Ed Child Study Exam Preparation: Complete Set of Important Short Questions (2-Mark Based) l D.El.Ed. 2024-26 শিশু অধ্যয়ন: গুরুত্বপূর্ণ ২ নম্বর প্রশ্নোত্তর

D.El.Ed Child Study Exam Preparation: প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকপ্রার্থী যারা D.El.Ed 2024-26 কোর্সে ভর্তি হয়েছেন, তাদের জন্য শিশু অধ্যয়ন (Child Study) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি ...

✅ Important Events in Indian History l ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ

Important Events in Indian History: ভারতের ইতিহাস হাজার বছরের গৌরবময় ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ঘটনায় ভরা (Indian Historical events List)। প্রতিটি ঘটনা আমাদের সভ্যতার বিকাশ ...

Leave a Comment