---Advertisement---

Computer MCQ Question & Answer Part 01 For All Competitive Exam l কম্পিউটার MCQ প্রশ্ন ও উত্তর পর্ব 01 সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য

By Siksakul

Published on:

---Advertisement---

স্বাগতম কম্পিউটার MCQ প্রশ্ন ও উত্তর পর্ব 01-এ (Computer MCQ Question & Answer Part 01 For All Competitive Exam) ! আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কম্পিউটার MCQ প্রশ্ন ও উত্তর খুঁজছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য উপযুক্ত। প্রতিযোগিতামূলক পরীক্ষার কম্পিউটার প্রশ্ন থেকে শুরু করে সরকারি পরীক্ষার জন্য কম্পিউটার MCQ, সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি, যাতে আপনার প্রস্তুতি সহজ এবং কার্যকর হয়।

কম্পিউটার সাধারণ জ্ঞান প্রশ্ন এবং কম্পিউটার বিষয়ক MCQ প্রশ্ন সমন্বিত এই পর্বটি আপনাকে সাহায্য করবে যেকোনো পরীক্ষায় সফল হতে। কম্পিউটার প্রশ্ন ও উত্তর পর্ব এবং কম্পিউটার MCQ কুইজ-এর মাধ্যমে আপনার জ্ঞান যাচাই করে দেখতে পারেন, এবং প্রস্তুতি আরও মজবুত করতে আমাদের কম্পিউটার MCQ বই ডাউনলোড করতে পারেন।

যে কোনো ধরনের সকল পরীক্ষার জন্য কম্পিউটার MCQ এবং কম্পিউটার সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর এই ব্লগে সহজেই পাওয়া যাবে, যা আপনাকে পরীক্ষায় সেরা পারফর্ম করতে সাহায্য করবে। এখনই শুরু করুন এবং আপনার কম্পিউটার দক্ষতা বাড়িয়ে তুলুন!

Computer MCQ Question & Answer Part 01 For All Competitive Exam l

1) বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটারের এর নাম কী?

a) এলিয়াক 

b) ডিপ্লাক 

c) ইজিফেল 

d) কনিয়াক

উত্তর :- এলিয়াক


2) আধুনিক কম্পিউটারের সূত্রপাত হয় কত সালে?

a) 1948 সালে 

b) 1949 সালে 

c) 1950 সালে 

d) এদের কোনোটিই নয়

উত্তর :- 1950 সালে


3) কম্পিউটারের জনক কে?

a) বিজ্ঞানী পাস্কাল 

b) নেপিয়ার বোন 

c) চার্লস ব্যাবেজ 

d) আটানাসফ

উত্তর :- চার্লস ব্যাবেজ 


4) সবচেয়ে ক্ষুদ্রতম মেমরি একক কী?

a) বিট 

b) বাইট 

c) মেগাবাইট 

d) গিগাবাইট

উত্তর :- বিট


5) কি বোর্ড হল একটি –

a) সিস্টেম ডিভাইস 

b) আউটপুট ডিভাইস

c) ইনপুট ডিভাইস

d) মেমরি ডিভাইস

উত্তর :- ইনপুট ডিভাইস


6) P. P. C- এর সম্পূর্ণ অর্থ কী?

a) প্রসেস প্রোগ্রামিং কম্পিটিং 

b) প্রোফাইল প্রোগ্রামার ইনি কম্পিটিং 

c) পথ প্রোগ্রামার ইন কম্পিউটার 

d) প্রিপারেটরি প্রোগ্রামিং ইন কম্পিউটিং

উত্তর :- প্রিপারেটরি প্রোগ্রামিং ইন কম্পিউটিং


7) POP ও PPP কী?

a) সিস্টেমস 

b) প্রোটোকল 

c) পাসওয়ার্ড 

d) সার্ভিস প্রোভাইডার

উত্তর :- প্রোটোকল


8) ‘হার্ডডিস্ক’ মাপার একক কী?

a) গিগাবাইট

b) কিলোবাইট 

c) টেরাবাইট 

d) মেগাবাইট

উত্তর :- গিগাবাইট


9) স্ক্যানার হল –

a) ইনপুট ডিভাইস

b) আউটপুট ডিভাইস 

c) কো -অরভিনেটিং ডিভাইস 

d) মিক্সড ডিভাইস

উত্তর :- ইনপুট ডিভাইস


10) মেনুবার Active করা হয় –

a) F10 দ্বারা 

b) F5 দ্বারা

c) F4 দ্বারা

d) F1 দ্বারা

উত্তর :- F10 দ্বারা


11) পৃথিবীতে প্রথম ইন্টারনেটের কাজ করেছিল যে সংস্থাটি তার নাম কী?

a) কোর অর্ডিনেটর 

b) অ্যারপানেট 

c) কম্পিউটার নেট 

d) স্যামুয়েল

উত্তর :- অ্যারপানেট


12) www এর পূর্ণ অর্থ কী?

a) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব 

b) ওয়াইট ওয়ার্ল্ড ওয়েব 

c) ওয়েব উইধ ওয়াইডনেস 

d) ওয়ার্কিং উইথ ওয়েব

উত্তর :- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব


13) স্ক্যানারের কাজ কী?

a) শব্দ নির্গমন 

b) লেখা এবং ছবি দেখানো 

c) গাণিতিক বিশুদ্ধতা যাচাই করা 

d) ক্যারার লেন্সের মত কোনো লেখা বা ছবি প্রতিলিপি তৈরি করা

উত্তর :- ক্যারার লেন্সের মত কোনো লেখা বা ছবি প্রতিলিপি তৈরি করা


14) প্রসেসরকে কে নিয়ন্ত্রণ করেন?

a) অপারেটিং সিস্টেম 

b) অ্যাপ্লিকেশন সফটওয়্যার 

c) হার্ড ডিস্ক 

d) কি-বোর্ড

উত্তর :- অপারেটিং সিস্টেম


15) এক্সপ্যানশন কার্ড কী?

a) ইলেকট্রিক বোর্ড 

b) পাওয়ার সাপ্লাই

c) সার্কিট বোর্ড 

d) এক্সপ্যানশন প্লট

উত্তর :- সার্কিট বোর্ড


16) Power Point কী ধরনের সফটওয়্যার?

a) প্রেজেন্টেশন 

b) প্রোগ্রামিং 

c) স্প্রেডশীট 

d) ওয়ার্ড প্রসেসিং

উত্তর :- প্রেজেন্টেশন


17) LAN কী?

a) লোকাল এরিয়া নেটওয়ার্ক

b) লিঙ্কড এরিয়া নেটওয়ার্ক 

c) লোকাল অ্যানালগ নেটওয়ার্ক 

d) লিঙ্কড অ্যানালগ নেটওয়ার্ক

উত্তর :- লোকাল এরিয়া নেটওয়ার্ক


18).com হল একটি –

a) ডমেন 

b) প্রোটোকল 

c) ব্রাউজার 

d) কোনোটিই নয়

উত্তর :- ডমেন


19) ভিডিও কার্ড কী?

a) এক্সপ্যানশন কার্ড

b) স্টোরেজ কার্ড 

c) মেমরি চিপ 

d) ইনপুট ডিভাইস

উত্তর :- এক্সপ্যানশন কার্ড


20) ভাইরাস হল একধরনের সফটওয়্যার, যেটি প্রধানত ধ্বংস করে –

a) যন্ত্রাদি

b) হার্ডওয়্যার 

c) প্রোগ্রাম

d) ডাটা

উত্তর :- প্রোগ্রাম

---Advertisement---

Related Post

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Bankura District Group-D Office staff Recruitment l বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১২ হাজার টাকা

বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারও বড় সুযোগ এসেছে। বাঁকুড়া জেলার জেলা শিশু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত ...

District Government Boys Home Group C Recruitment Notification Out l রাজ্য সরকারি হোমে গ্রুপ- সি পদে চাকরির সুযোগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

District Government Boys Home Group C Recruitment Notification Out: সরকারি চাকরির স্বপ্ন দেখছেন যাঁরা, তাদের জন্য এসেছে দারুণ সুযোগ। রাজ্য সরকারের অধীনে একটি হোমে গ্রুপ- সি পদে কর্মী ...

Leave a Comment