---Advertisement---

Physical Science MCQ in Bengali Part 04 For All Competitive Exam l Physical Science MCQ Question Answer Part 04

By Siksakul

Published on:

Physical Science MCQ in Bengali Part 04 For All Competitive Exam l Physical Science MCQ Question Answer Part 04
---Advertisement---

Hello বন্ধুরা,

 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভৌতবিজ্ঞান কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন উত্তর (Physical Science MCQ in Bengali Part 04 For All Competitive Exam) ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।

Physical Science MCQ in Bengali Part 04 For All Competitive Exam l ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব 04


1) সি.জি.এস পদ্ধতিতে জলসাম এর একক হল-

a) ওয়াট 

b) কিলোগ্রাম

c) গ্রাম

d) পাউন্ড

উত্তর :- গ্রাম


2) গাড়ির পিছনের দিকের দৃশ্য দেখার জন্য কিরকম দর্পণ ব্যবহার করা হয়?

a) উত্তল 

b) অবতল 

c) সমতল

d) অসমতল

উত্তর :- উত্তল


3) ভারতীয় পরিসংখ্যান বিজ্ঞানের জনক কে?

a) আচার্য জগদীশচন্দ্র বসু

b) সত্যেন্দ্রনাথ বসু

c) আচার্য প্রফুল্লচন্দ্র রায় 

d) আচার্য প্রশান্তচন্দ্র মহলানবীশ

উত্তর :- আচার্য প্রশান্তচন্দ্র মহলানবীশ


4) কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করা যায়?

a) নিউটনের প্রথম গতিসূত্র

b) নিউটনের দ্বিতীয় গতিসূত্র

c) নিউটনের তৃতীয় গতিসূত্র 

d) ভরবেগের সংরক্ষণ সূত্র

উত্তর :- নিউটনের দ্বিতীয় গতিসূত্র


5) ট্রান্সফর্মার কোথায় কার্যক্ষম হয়?

a) সমপ্রবাহে

b) পরিবর্ত প্রবাহে 

c) অপরিবর্তিত প্রবাহে

d) কোনোটিই নয়

উত্তর :- পরিবর্ত প্রবাহে


6) পৃথিবীর চারধারে বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কি হত?

a) কালো 

b) লাল

c) নীল

d) আকাশী

উত্তর :- কালো


7) একটি উত্তল আয়না গাড়িতে ব্যবহৃত হয় কারণ-

a) উহা ছোটো আকারে প্রতিবিম্ব তৈরি করে না 

b) এর কোনো ফোকাস বিন্দু নেই 

c) এটি পর্দায় প্রতিবিম্ব তৈরি করতে পারে

d) এটি সমশীর্ষ, ছোটো প্রতিবিম্ব তৈরি করে

উত্তর :- এটি সমশীর্ষ, ছোটো প্রতিবিম্ব তৈরি করে


8) ব্যারোমিটারে পারদের উত্থান নির্দেশ করে-

a) ভালো আবহাওয়া

b) ঝড় 

c) বৃষ্টি

d) ‘b’ ও ‘c’ উভয়েই

উত্তর :- ভালো আবহাওয়া


9) মরীচিকার সৃষ্টি হয় আলোর –

a) প্রতিফলনের ফলে

b) প্রতিসরণের ফলে

c) অভ্যন্তরীণ পূর্ণপ্রতিফলনের ফলে 

d) কোনোটিই নয়

উত্তর :- অভ্যন্তরীণ পূর্ণপ্রতিফলনের ফলে


10) ক্রেন কোন শ্রেণীর লিভার?

a)  তৃতীয়

b) দ্বিতীয়

c) প্রথম

d) চক্র ও অক্ষদন্ড প্রকৃতির

উত্তর :- তৃতীয়


11) লাউডস্পিকারে কোন শক্তি -কোন শক্তিতে রূপান্তরিত হয়?

a) শব্দ শক্তি -তড়িৎশক্তিতে 

b) যান্ত্রিকশক্তি -শব্দশক্তিতে

c) শব্দশক্তি- যান্ত্রিকশক্তিতে

d) তড়িৎশক্তি -শব্দশক্তিতে

উত্তর :- তড়িৎশক্তি -শব্দশক্তিতে


12) বায়ুমণ্ডলের যে স্তরে বাধা পেয়ে বেতার তরঙ্গ পৃথিবীতে ফিরে আসে –

a) ট্রোপোস্ফিয়ার

b) আয়নোস্ফিয়ার 

c) ওজনোস্ফিয়ার 

d) স্ট্রাটোস্ফিয়ার

উত্তর :- আয়নোস্ফিয়ার


13) যে নীতি অনুসরণ করে মহাকাশে রকেট চলে-

a) নিউটনের প্রথম গতিসূত্র

b) নিউটনের দ্বিতীয় গতিসূত্র

c) নিউটনের তৃতীয় গতিসূত্র ও ভরবেগের সংরক্ষণ সূত্র 

d) গতিশক্তির সংরক্ষণ সূত্র

উত্তর :- নিউটনের তৃতীয় গতিসূত্র ও ভরবেগের সংরক্ষণ সূত্র


14) হীরকের বিশুদ্ধতা কোন রশ্মি দ্বারা নির্ণয় করা হয়?

a) আলফা রশ্মি

b) বিটা রশ্মি

c) গামা রশ্মি 

d) এক্স রশ্মি

উত্তর :- এক্স রশ্মি


15) স্থান ভেদে কোনটি পরিবর্তনশীল?

a) বস্তুর ওজন

b) বস্তুর আয়তন

c) বস্তুর ঘনত্ব

d) বস্তুর ভর

উত্তর :- বস্তুর ভর


16) বর্ষাকালের চেয়ে শীতকালের ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন?

a) উষ্ণতা বেশি থাকে 

b) আর্দ্রতা বেশি থাকে

c) উষ্ণতা কম থাকে 

d) আর্দ্রতা কম থাকে

উত্তর :- আর্দ্রতা কম থাকে


17) নিচের কোনটি তরল ধাতু?

a) লিথিয়াম

b) গ্যালিয়াম 

c) প্ল্যাটিনাম 

d) বিসমাথ

উত্তর :- গ্যালিয়াম


18) নিচের কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?

a) অ্যালকোহল

b) জল 

c) পেট্রোল 

d) বেঞ্জিন

উত্তর :- জল


19) কে সার্বজনীন মহাকর্ষ সূত্র প্রবর্তন করেন?

a) নিউটন 

b) কোপারনিকাস 

c) গ্যালিলিও 

d) কেপলার

উত্তর :- নিউটন


20) কোন ধাতু বজ্রসহ তৈরিতে ব্যবহার করা হয়?

a) তামা 

b) ইস্পাত 

c) কাঁচালোহা

d) পিতল

উত্তর :- তামা

---Advertisement---

Related Post

Madhyamik History Bikalpa Chinta o Udyog Question and Answer l মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়: বিকল্প চিন্তা ও উদ্যোগ প্রশ্ন ও উত্তর

Madhyamik History Bikalpa Chinta o Udyog Question and Answer: মাধ্যমিক ২০২৬ ইতিহাস পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির মধ্যে একটি হলো “বিকল্প চিন্তা ও উদ্যোগ”। এই অধ্যায়ের প্রতিটি ...

Proponents of Various Scientific Words for Competitive Exams 2025 l বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শব্দ ও প্রবক্তাদের তালিকা

Proponents of Various Scientific Words: আজকের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিজ্ঞান শুধু একটি বিষয় নয়, বরং একটি চ্যালেঞ্জ। পরীক্ষাগুলিতে প্রায়ই এমন কিছু প্রশ্ন আসে যেখানে বিজ্ঞান শব্দের আবিষ্কারক ...

Madhyamik History Chapter 4 Question and Answer – Boost your Memory l মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়: সংঘবদ্ধতার গোড়ার কথা – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ | প্রস্তুতির জন্য পূর্ণাঙ্গ গাইড

Madhyamik History Chapter 4 Question and Answer: মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। WBBSE এর সিলেবাস অনুযায়ী মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়: সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায়টি ছাত্রছাত্রীদের ...

WB SLST Geography 2025 l ২০টি MCQ — পর্বত গঠন ও প্লেট সংস্থান তত্ত্ব

WB SLST Geography 2025: WB SLST 2025 পরীক্ষার ভূগোল (Geography) বিভাগে সঠিক প্রস্তুতির জন্য প্রার্থীদের অবশ্যই পর্বত গঠন, প্লেট টেকটনিকস, ভূগোলের গঠনমূলক প্রক্রিয়া, এবং বিভিন্ন ভৌগোলিক ঘটনা সম্পর্কে ...

Leave a Comment