---Advertisement---

Important Geography MCQ Bengali Set 08 l ভূগোল MCQ সেট ০৮

By Siksakul

Published on:

Important Geography MCQ Bengali Set 08 l ভূগোল MCQ সেট ০৮
---Advertisement---

ভূগোলের জ্ঞান যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধুমাত্র আমাদের পরিবেশ এবং পৃথিবীর গঠন সম্পর্কে জ্ঞান বাড়ায় না, বরং পরীক্ষার প্রস্তুতিতেও বড় ভূমিকা পালন করে। এই ব্লগে, আমরা আপনাদের জন্য উপস্থাপন করছি “Important Geography MCQ Bengali Set 08 | ভূগোল MCQ সেট ০৮”, যেখানে ৩০টি গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্নোত্তর অন্তর্ভুক্ত রয়েছে। এই সেটটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে, যা আপনাকে যেকোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতিতে সহায়তা করবে। প্রতিটি প্রশ্নের উত্তরসহ বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে, যা আপনাকে বিষয়টি আরও ভালভাবে বোঝাতে সহায়ক হবে। প্রস্তুতি শুরু করার জন্য এই সেটটি অবশ্যই কাজে লাগান।

Important Geography MCQ Bengali Set 08

1. দমন ও দিউ এর রাজধানীর নাম কী?

A. পোর্ট ব্লেয়ার

B. চন্ডিগড়

C. সিলভাসা

D. দমন

 উত্তর :- (D)

2. ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর তৈরি হয়েছে  ?

A. মহানন্দা

B. শতদ্রু

C. তাপ্তি

D. ঘর্ঘরা

 উত্তর :- (B)

3. কোন দেশকে চিনির ভান্ডার বলা হয়?

A. থাইল্যান্ড

B. জাপান

C. কিউবা

D. চীন

 উত্তর :- (C)

4. বাংলার দুঃখ নামে পরিচিত?

A. দামোদর

B. হুগলী

C. কাটিগঙ্গা

D. ব্রহ্মপুত্র

 উত্তর :- (A)

5. ভারতের কোন রাজ্য ‘বাঘ রাজ্য’ হিসেবে পরিচিত ?

A. উত্তরপ্রদেশ  

B. মধ্যপ্রদেশ

C. পশ্চিমবঙ্গ 

D. গুজরাট 

 উত্তর :- (B)

6. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কতক্ষণ ?  

A. 2 মিনিট  

B. 10 মিনিট  

C. 2.8 মিনিট  

D. 8.2 মিনিট 

 উত্তর :- (D)

7. নীল বিপ্লব কথাটি কীসের সঙ্গে সম্পর্কিত ?

A. মৎস্য উৎপাদন  

B. দুগ্ধ উৎপাদন 

C. তৈলবীজ উৎপাদন  

D. কোনটিই নয় 

 উত্তর :- (A)

8. ভারতের মধ্যে কোন রাজ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়? 

A. উত্তরপ্রদেশ  

B. পাঞ্জাব  

C. গুজরাট  

D. মহারাষ্ট্র 

 উত্তর :- (A)

9. ডুরান্ড কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে জড়িত?

A. হকি

B. বাস্কেটবল

C. বেসবল

D. ফুটবল

 উত্তর :- (D)

10. ISRO কথার পূর্ণরূপ -?

A. ইন্ডিয়ান সাইন্টিফিক রিসার্চ অর্গানাইজেশন

B. ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ অর্গানাইজেশন

C. ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন

D. ইন্ডিয়ান সেলস রিসার্চ অর্গানাইজেশন

 উত্তর :- (C)

11. রাতের আকাশে কোন গ্রহকে লালচে দেখায় ?

A. বৃহস্পতি

B. শুক্র

C. মঙ্গল

D. বুধ

 উত্তর :- (C)

12. সৌরজগতের কোন দুটি গ্রহের কোনাে উপগ্রহ নেই ?

A. শুক্র ও মঙ্গল

B. বুধ ও শুক্র

C. মঙ্গল ও বৃহস্পতি

D. বুধ ও নেপচুন

 উত্তর :- (B)

13. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?

A. দোদাবেতা

B. নীলগিরি

C. গুরু শিখর

D. আনাইমুদি

 উত্তর :- (D)

14. যে সকল গ্যাসীয় উপাদানে সূর্য গঠিত সেগুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশী ?

A. হাইড্রোজেন

B. হিলিয়াম

C. অক্সিজেন

D. নাইট্রোজেন

 উত্তর :- (A)

15. ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি ?

A. নাগার্জুন সাগর প্রকল্প

B. ভাকরা-নাগাল পরিকল্পনা

C. তিস্তা প্রকল্প

D. দামােদর পরিকল্পনা

 উত্তর :- (B)

16. কোনটি অচিরাচরিত কিন্তু পুনঃবিশক্তি ?

A. জলশক্তি 

B. অপশক্তি

C. বায়ু শক্তি 

D. শব্দ শক্তি 

 উত্তর :- (A)

17. মুল্লাপেরিয়ার বাঁধ এর উচ্চতা বৃদ্ধির প্রশ্নের কোন দুটি রাজ্যের মধ্যে বিবাদ হয়েছিল ?

A. তামিলনাড়ু ও কর্ণাটক

B. কর্ণাটক ও কেরল 

C. তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশ 

D. কেরালা ও তামিলনাড়ু

 উত্তর :- (D)

18. আমাজন অববাহিকায় কালো সোনা কাকে বলা হয় ?

A. রাবার

B. কয়লা

C. কফি

D. পেট্রোলিয়াম 

 উত্তর :- (A)

19. কর্ডিলেরা শব্দের অর্থ কি ?

A. পার্বত্য অঞ্চল

B. পার্বত্য উপত্যকা

C. পর্বতমালা

D. পর্বত শৃঙ্গ 

 উত্তর :- (C)

20. আমাজন নদী কোথায় পতিত হয়েছে ?

A. গিনি উপসাগর

B. আটলান্টিক মহাসাগর

C. প্রশান্ত মহাসাগর

D. ভূমধ্যসাগর

 উত্তর :- (B)

21. খাস উপজাতি কোথায় দেখতে পাওয়া যায় ?

A. গারো

B. মিজোরাম

C. উত্তরাখণ্ড 

D. মেঘালয় 

 উত্তর :- (C)

22. অম্ল বৃষ্টির মূল উপাদান কোনটি ?

A. কার্বন ডাই অক্সাইড 

B. নাইট্রাস অক্সাইড 

C. সালফার ডাই অক্সাইড 

D. মিথেন

 উত্তর :- (C)

23. ভারতবর্ষে পাখির পায়ের মতো ব-দ্বীপ কোথায় দেখা যায় ?

A. গোদাবরী

B. কাবেরী

C. সিন্ধু

D. কৃষ্ণা

 উত্তর :- (D)

24. পৃথিবীর সুদৃশ্য জলপ্রপাত নায়াগ্রা কোন নদীর উপর অবস্থিত ?

A. টাইবার 

B. সেন্ট লরেন্স

C. পটোম্যাক

D. জাম্বেজি 

 উত্তর :- (B)

25. কোটা কোন নদীর তীরে অবস্থিত ?

A. চম্বল 

B. লুনি

C. বেথুয়া

D. কেন

 উত্তর :- (A)

---Advertisement---

Related Post

Important Geography GK MCQ in Bengali 2025 l ভূগোল ও সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

Important Geography GK MCQ in Bengali: ভূগোল সাধারণ জ্ঞান ২০২৫ ব্লগে স্বাগতম! এখানে আপনি পাবেন Important Geography GK in Bengali 2025, অর্থাৎ ভারতের ও পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কিত গুরুত্বপূর্ণ ...

🧠 Child Development and Pedagogy MCQ Set 25 l Primary TET CDP Practice Set 25 l শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা প্রশ্নোত্তর

Child Development and Pedagogy MCQ Set 25: শিক্ষার মূল ভিত্তি হল শিশুদের সঠিক মানসিক ও সামাজিক বিকাশ। শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব এমন দুটি ক্ষেত্র যা এই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ...

BTSC Work Inspector Recruitment 2025 Out: Apply Online for 1114 Vacancies, Check Eligibility & Last Date

Bihar Technical Service Commission (BTSC) invites online applications for 1114 Work Inspector posts under the BTSC Work Inspector Recruitment 2025. The registration process starts on 10th October and ends on 10th November 2025 at btsc.bihar.gov.in.

🇮🇳 Largest and Biggest of India Questions and Answers Part 1 l ভারতের বৃহত্তম বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর Part 1

Largest and Biggest of India Questions and Answers: ভারতের বৃহত্তম বিষয়সমূহ” তালিকার উপর ভিত্তি করে ৫০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর দেওয়া হলো – প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য উপযোগী: ভারতের ...

Leave a Comment