---Advertisement---

200+ Important GK for All Competitive Exams l 200+ গুরুত্বপূর্ণ জিকে – সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য

By Siksakul

Published on:

Important GK for All Competitive Exams
---Advertisement---

Important GK for All Competitive Exams: সাফল্য অর্জনের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাধারণ জ্ঞান (জিকে) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরীক্ষার প্রশ্নপত্রে জিকে এমন একটি বিভাগ, যা আপনার তথ্য ভাণ্ডার এবং বিশ্বজুড়ে সচেতনতা মূল্যায়ন করে।

এই ব্লগে আমরা ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও তাদের উত্তর উপস্থাপন করেছি, যা সমস্ত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অপরিহার্য। বিষয়গুলো বৈচিত্র্যময়, যেমন ইতিহাস, ভৌগোলিক অঞ্চল, বিজ্ঞান, বর্তমান ঘটনা, এবং আরও অনেক কিছু।

200+ Important GK for All Competitive Exams l 200+ গুরুত্বপূর্ণ জিকে – সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য

১. মাউন্ট এভারেস্ট নেপালে পরিচিত – সাগরমাতা নামে।

২. বালির প্রধান উপাদান – সিলিকা।

৩. বিশ্বের প্রথম টেস্টটিউব বেবির নাম লুইস ব্রাউন।

৪. এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন।

৫. বাল গঙ্গাধর তিলককে ভারতের হীরে’ বলে সম্বোধন করেছিলেন- গোপাল কৃষ্ণ গোখলে।

৬. খিলাফৎ দিবস উদযাপিত হয় ১৯১৯ এর ১৭ই অক্টোবর।

৭. ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা বলা হয় উডের ডেসপ্যাচকে।

৮. মাইকেল ও ডায়ার কে ইংল্যান্ডে হত্যা করেন বিপ্লবী উধম সিং।

৯. ‘Kingdom of God’ এর লেখক লিও টলস্টয়।

১০. বৈদ্যুতিক বাল্বের ভিতর থাকে নাইট্রোজেন গ্যাস।

১১. কর্দমকুলাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত- মেঘালয়।

১২. আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন- জর্জ ওয়াশিংটন।

১৩. নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালে।

১৪. ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায় কৃষ্ণা নদীতে।

১৫. ভাঙ্গরা কোন রাজ্যের নৃত্যকলা পাঞ্জাব।

১৬. ত্রাসের নদী নামে খ্যাত কোন নদী- তিস্তা নদী।

১৭. রাইন নদীর উৎপত্তিস্থল কোথায় আল্পস পর্বত।

১৮. সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত – জম্মু ও কাশ্মীর।

১৯. জৈব জ্বালানি দিবস কোন দিন পালিত হয় – ১০ই সেপ্টেম্বর।

২০. ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি লিওপারগেল।

২১. বানম কোন নদীর উপনদী চম্বল।

২২. বানিহাল গিরিপথের অপর নাম কি জওহর সুড়ঙ্গ।

২৩. ব্রোঞ্জে কি কি থাকে তামা ও টিন।

২৪. সূর্য শিশির কোন ধরণের উদ্ভিদ পতঙ্গভুক।

২৫. মানব শরীরের কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত হয় অস্থি মজ্জা।

২৬. হিমোসায়ানিন নামক রক্ত রঞ্জকে কি থাকে কপার।

২৭. শল্কমোচন প্রক্রিয়াটি সংগঠিত হয় গ্রানাইট শিলায়।

২৮. সবরমতী আশ্রম কে প্রতিষ্টা করেন – মহাত্মা গান্ধী।

২৯. কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহ শুরু হয় – ১৮৫৯ সালে।

৩০. আড়াই দিনকা ঝোপড়া কোথায় অবস্থিত – আজমির।

৩১. গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন বুদ্ধগয়া।

৩২. কোন প্রক্রিয়ায় কার্বনিক অ্যাসিড চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে-কার্বোনেশন প্রক্রিয়ায়।

৩৩. খলজি বিপ্লব হয়েছিল ১২৯০ সালে।

৩৪. নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্ম নন্দ।

৩৫. ব্লাকফুট ডিজিস হয়ে থাকে আর্সেনিকের প্রভাবে।

ম্যাথিয়াস স্নাইডেন ও থিয়োডোর সোয়ান। ৩৬. আধুনিক কোষ তত্ত্বের জনক

৩৭. অণুচক্রিকার প্রধান কাজ রক্ততঞ্চনে সহায়তা করা।

৩৮. জলের অসমসত্ত্ব মিশ্রণকে বলা হয়- প্রলম্বন।

৩৯. পাকস্থলীর অর্ধপাচিত ও অর্ধতরল খাদ্যবস্তুকে বলে কাইম।

৪০. কামরূপ রাজবংশ কোন রাজ্যে ছিল- আসামে।

৪১. গান্ধিজিকে মহত্মা নামে অভিহিত করেন – রবীন্দ্রনাথ ঠাকুর।

৪২. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়- ১৭৮৪ সালে।

৪৩. উইলিয়াম মরিস ডেভিস কে ছিলেন মার্কিন ভূবিজ্ঞানী।

৪৪. উদ্ভিদ হরমোনগুলির মধ্যে ফল পাকাতে সাহায্য করে- ইথিলিন।

৪৫. গমের মধ্যে মরিচা রোগ হয় পাকসিনিয়া গ্রামিনিস ভাইরাসের ফলে।

৪৬. সাল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন ড. এডওয়ার্ড জেনার।

৪৭. মানুষের দেহে ক্ষণস্থায়ী গ্রন্থি থাইমাস।

৪৮. পতঙ্গের মাধ্যমে পরাগসংযোগ হলে তাকে বলে এন্টোমেফিলি।

৪৯. সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটিকে একসঙ্গে বলে- ডিপ্লোজোম।

৫০. মাছের শুক্রাণুর নিউক্লিয়াসে কোন প্রোটিন থাকে- প্রোটামিন।

৫১. হেনরি এলিয়ট সুলতানি যুগের আকবর বলেছেন ফিরোজ শাহ তুঘলক।

৫২. বঙ্গদেশে কৌলীন্য প্রথা প্রবর্তন করেছিলেন – বল্লাল সেন।

৫৩. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন – অপরাজিত বর্মণ।

৫৪. গান্ধি আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় ৫ই মার্চ ১৯৩১।

৫৫. প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন ডারউইন।

৫৬. পেরেকের ওপর হাতুড়ি দিয়ে মারা কোন বলের উদাহরণ – ঘাত বল।

৫৭. লাইসোজাইম কি এক প্রকার উৎসেচক।

৫৮. আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা – ১৩টি।

৫৯. শের শাহের বাল্য নাম ছিল ফরিদ খাঁ।

৬০. খানুয়ার যুদ্ধ সংঘটিত হয়- ১৫২৭ সালে।

৬১. ‘দাগ’ ও ‘হুলিয়া’ ব্যবস্থা প্রচলন করেন – আলাউদ্দিন খলজি।

৬২. নব্যবাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয়- অবনীন্দ্রনাথ ঠাকুর।

৬৩. কোন লেন্সকে অভিসারী লেন্স বলে – উত্তল।

৬৪. কাবেরি নদীর একটি উপনদীর নাম – ভবানী নদী।

৬৫. রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে মুখ্যসচিব।

৬৬. প্রিন্সেস পার্ক কোথায় অবস্থিত- দিল্লীতে ইন্ডিয়া গেটের কাছে।

৬৭. দুজন কুস্তীগিরের নাম লেখো সুশীলকুমার ও যোগেশ্বর দত্ত।

৬৮. উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম কি – উত্তরকন্যা।

৬৯. কারগিল যুদ্ধ কত সালে হয়েছিল ১৯৯৯ সালে।

৭০. আলোর তীব্রতা বা উজ্জ্বলতার একক ক্যান্ডেলা।

৭১. হাওয়া মহল কে নির্মাণ করেন প্রতাপ সিংহ।

৭২. ‘ওয়েটিং ফর দি মহাত্মা’ বইটির রচয়িতা কে আর কে নারায়ণ।

৭৩. মোপলা বিদ্রোহ কত সালে হয় ১৯২১ সালে।

৭৪. আকবরনামার রচয়িতা কে ছিলেন আবুল ফজল।

৭৫. বঙ্গবন্ধু স্টেডিয়ামটি কোথায় অবস্থিত ঢাকা, বাংলাদেশ।

৭৬. নীল নদ কোন সাগরে পতিত হয়েছে ভূমধ্যসাগরে।

৭৭. কোলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ।

৭৮. জিনের ক্ষুদ্রতম কার্যকরী একক- সিস্ট্রন

৭৯. বল্লভভাই প্যাটেলকে প্রথম সর্দার আখ্যা দেন- বরদৌলির মহিলারা।

৮০. কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে অটোলিথ।

৮১. সম্প্রতি কাঁচের তৈরি মদিনা মসজিদ কোথায় বানানো হয়েছে- প্যারিসে।

৮২. স্যাক্রাম হাড়টি মানবদেহের কোথায় অবস্থিত- কোমড়।

৮৩. সবচেয়ে বড় নার্ভের নাম কি সাইটিকা নার্ভ।

৮৪. সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ুর নাম ভেগাস।

৮৫. টায়ালিন নিঃসৃত হয় মুখগহ্বরের লালাগ্রন্থি থেকে।

৮৬. কৃত্তিবাস পত্রিকাটির সম্পাদক ছিলেন- সুনীল গঙ্গোপাধ্যায়।

৮৭. সাহারায় প্রথম উট পোষে কোন উপজাতি বারবার উপজাতি।

৮৮. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ।

৮৯. খড়গপুর আইআইটি স্থাপিত হয় ১৯৫১ সালে।

৯০. বাংলার নবজাগরণের জনক ছিলেন রাজা রামমোহন রায়।

৯১. ভারতের রাজধানী দিল্লিতে কবে স্থানান্তরিত হয় ১৯১১ সালে।

৯২. ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কার্য সম্পন্ন হয় ১৯২১ সালে।

৯৩. অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন বিন্দুসার।

৯৪. পেরুর রাজধানীর নাম – লিমা।

৯৫. সালাল জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত জম্মু ও কাশ্মীর রাজ্যে।

৯৬. ভারতের উদীয়মান শিল্প বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে।

৯৭. ভারত সরকার কর্তৃক অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় ১৯৩৬ সালে।

৯৮. TRAI -র সম্পূর্ণ নাম – Telecom Regulatory Authority of India. ka

৯৯. আকবরনামা কে লিখেছিলেন আবুল ফজল।

১০০. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী – আন্দিজ।

১০১. আরব সাগরের রানী বলা হয় কোচিকে। চিকে।

১০২. দ্রোণাচার্য পুরস্কার কীসের সঙ্গে যুক্ত ক্রীড়া প্রশিক্ষণ।

১০৩. শকুন্তলা নাটকের রচয়িতা – কালিদাস।

১০৪. পাকিস্তানের মুদ্রার নাম-রুপি।

১০৫. মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন- নিউটন।

১০৬. বিখ্যাত গ্রন্থ মহাভারত এর রচয়িতা- বেদব্যাস।

১০৭. কার নামের আগে চাচা কথাটি যুক্ত হয় পণ্ডিত জওহরলাল নেহরু।

১০৮. বিশ্বের সর্ববৃহৎ দেশ- রাশিয়া।

১০৯. ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়।

১১০. রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের উদ্দেশ্যে প্রথম ইংল্যান্ডে যান ১৮৭৮ সালে।

১১১. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ – কবিকাহিনী।

১১২. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর পূরবী কাব্য উৎসর্গ করেছিলেন – ভিক্টোরিয়া ওকাম্পো।

১১৩. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বৌঠাকুরাণীর হাট।

১১৪. রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে ভূষিত করেন মহাত্মা গান্ধী।

১১৫. রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় ১৯১০ সালে।

১১৬. গোরা উপন্যাসের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর।

১১৭. রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন – ১৯১৯ সালে।

১১৮. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান- ১৯১৩ সালে।

১১৯. মহাত্মা গান্ধির জ্যেষ্ঠ পুত্রের নাম হরিলাল।

১২০. ব্রিটিশ শাসনে প্রথম বাংলা ভাগ হয়েছিল ১৯০৫ সালে।

১২১. নৌকাডুবি পুস্তকটি রচনা করেন- রবীন্দ্রনাথ ঠাকুর।

১২২. বাংলা গদ্যের জনক ছিলেন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

১২৩. আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন জর্জ ওয়াশিংটন।

১২৪. বিশাখাপত্তনম শহরটি অবস্থিত – – অন্ধ্রপ্রদেশে।

১২৫. মধ্যপ্রদেশের রাজধানীর নাম ভোপাল।

১২৬. পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় ১৫২৬ সালে।

১২৭. বৈশাখী উৎসব পালিত হয় পাঞ্জাবে।

১২৮. পুরাণের সংখ্যা – আঠারোটি।

১২৯. ভারতীয় সংবিধান প্রদান করে এক নাগরিকত্ব।

১৩০. বিবি কা মকবারা অবস্থিত – ঔরঙ্গাবাদে।

১৩১. বন্দেমাতরম গানটি রচনা- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।

১৩২. ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল – জার্মানিতে।

১৩৩. যে ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়, সেটি হল ভিটামিন সি।

১৩৪. বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়।

১৩৫. ফল পাকাতে ব্যবহৃত হয় ইথিলিন হরমোন।

১৩৬. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা ছিলেন – সূর্য সেন।

১৩৭. কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়া।

১৩৮. তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন – কে চন্দ্রশেখর রাও।

১৩৯. শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল- ১৭৯২ সালে।

১৪০. ক্যাবিনেট মিশন ভারতে আসে– ১৯৪৬ সালে।

১৪১. ‘সব লাল হো জায়েগা’ উক্তিটি রঞ্জিত সিং-এর।

১৪২. আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়।

১৪৩. ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই শহরকে।

১৪৪. উদীয়মান সূর্যের দেশ বলা হয়- জাপানকে।

১৪৫. কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিংক।

১৪৬. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন জাকির হোসেন।

১৪৭. ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড রিতা ফারিয়া।

১৪৮. ধনেখালি জন্য বিখ্যাত- তাঁত শিল্পের জন্য।

১৪৯. হাওয়া মহল তৈরী করেছিলেন মহারাজা প্রতাপ সিং।

১৫০. আদিনা মসজিদ অবস্থিত – পান্ডুয়া।

১৫১. তালিকোটার যুদ্ধ হয়েছিল ১৫৬৫ খ্রিস্টাব্দে।

১৫২. তহকক-ই-হিন্দ রচনা করেছিলেন- আলবেরুনি।

১৫৩. প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় ৯ই জানুয়ারি।

১৫৪. Hungry Stones- বইটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর।

১৫৫. ডেভিস কাপ দেওয়া হয় টেনিস খেলায়।

১৫৬. শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম ভলিবল।

১৫৭. জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তবলা।

১৫৮. অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যপালের নাম বিশ্বভূষণ হরিচন্দন।

১৫৯. রাষ্ট্রপতি রাজ্যের গভর্নর নিযুক্ত করেন প্রধানমন্ত্রীর পরামর্শে।

১৬০. ডঃ আব্দুল কালামের পুরো নাম আবুল পাকির জয়নুল-আবেদিন আব্দুল কালাম।

১৬১. ডঃ আব্দুল কালাম জন্মগ্রহণ করেন ১৫ই অক্টোবর ১৯৩১ সালে।

১৬২. ডঃ আব্দুল কালাম ভারতের একাদশতম রাষ্ট্রপতি ছিলেন।

১৬৩. ২০০২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে ডঃ আব্দুল কালামের কাছে পরাজিত – লক্ষ্মী সেহগাল

১৬৪. ডঃ আব্দুল কালামের অনুপ্রেরণামূলক আত্মজীবনীটির নাম – Wings of Fire.

১৬৫. ডঃ আব্দুল কালাম জন্মগ্রহণ করেন তামিলনাড়ুতে।

১৬৬. ডঃ আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পান ১৯৯৭ সালে।

১৬৭. ডঃ আব্দুল কালাম মারা যান ২৭শে জুলাই ২০১৫ সালে।

১৬৮. তেমুজিন কার প্রকৃত নাম – চেঙ্গিজ খান।

১৬৯. গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন – মালাধর বসু।

১৭০. আইহোল প্রশস্তি রচনা করেন রবিকীর্তি।

১৭১. মগধের প্রথম রাজধানী ছিল- রাজগৃহ।

১৭২. কাকুরঘাটি জাতীয় উদ্যান অবস্থিত ছত্তিশগড়।

১৭৩. মর্নিং স্টার হিসাবে পরিচিত – শুক্র।

১৭৪. মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র অবস্থিত- মহারাষ্ট্র।

১৭৫. পিচোলা হ্রদ অবস্থিত – উদয়পুর।

১৭৬. দিল্লি কোন নদীর তীরে অবস্থিত – যমুনা।

১৭৭. সংসদের বিভিন্ন পরিষদের সভাপতিদের নিয়োগের দায়িত্ব হল লোকসভার অধ্যক্ষের।

১৭৮. গরবা নাচের প্রচলন দেখা যায়- গুজরাটে।

১৭৯. “বর্তমান শাক্যমুনি” নামে পরিচিত হিউয়েন সাঙ।

১৮০. পান্না হীরক খনি অবস্থিত – মধ্যপ্রদেশে।

১৮১. RED CROSS এর প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট।

১৮২. সবুজ নগর বলা হয় চেন্নাইকে।

১৮৩. যে সব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদের বলা হয় জেরোফাইট।

১৮৪. আরব সাগরের রাণী বলা হয় কোচি বন্দরকে।

১৮৫. বৌদ্ধধর্মে ত্রিপিটক আছে- তিনটি।

১৮৬. ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন প্রনব মুখোপাধ্যায়।

১৮৭. সম্রাট অশোকের কোন পত্নী তাঁকে অত্যন্ত প্রভাবিত করেছিল- কারুয়াকি।

১৮৮. গ্রীসের রাজধানীর নাম – এথেন্স।

১৮৯. যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বারীন্দ্র কুমার ঘোষ।

১৯০. ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয় – অরুণাচল প্রদেশ।

১৯১. ভারতের ধান গবেষণাগার অবস্থিত ওড়িশার কটকে

১৯২. হর্ষবর্ধনের সভাকবির নাম বাণভট্ট।

১৯৩. কোন প্রাণীর রক্ত নীলাভ – চিংড়ি।

১৯৪. সার্কের সদর দপ্তর অবস্থিত – কাঠমান্ডুতে।

১৯৫. পায়রা কিসের প্রতীক – শান্তির।

১৯৬. ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে।

১৯৭. বসুন্ধরা সম্মেলন হয়েছিল – ব্রাজিলে।

১৯৮. অস্ট্রেলিয়ার জাতীয় খেলা ক্রিকেট।

১৯৯. কেঁচোর গমন অঙ্গের নাম সিটা।

২০০. উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি শনি গ্রহের।

২০১. টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল।

২০২. সাদা শহর বলা হয় বেলগ্রেডকে।

২০৩. হিউয়েন সাঙ ভারতে আসেন হর্ষবর্ধনের শাসনকালে।

২০৪. নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র।

২০৫. পোস্ট আন্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয় ১৮৫৩ খ্রিস্টাব্দে।

২০৬. গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি- নক্রেক।

২০৭. ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত গুজরাট।

২০৮. শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত – কর্ণাটক।

২০৯. কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়- জাপানকে।

২১০. জস বাটলার কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট।

২১১. রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৭১ সালে।

২১২. অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত- নেপাল।

২১৩. কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয় – মাদুরাইকে

২১৪. গান্ধিসাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত – মধ্যপ্রদেশ।

২১৫. মায়ানমারের পূর্বের রাজধানীর নাম কি ছিল – ইয়াঙ্গুন।

---Advertisement---

Related Post

Competitive Reasoning MCQ Questions and Answers: Key to Success in Exams

Competitive reasoning MCQs play a crucial role in assessing a candidate’s logical aptitude, problem-solving capabilities, and analytical skills during various exams. These questions are designed to evaluate how ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-10 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-10 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-10(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ প্র্যাকটিস সেট-১০। এই সেটে সাধারণ ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-9 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-9 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-9(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ ...

BEL Recruitment 2025: Apply Now for 137 Trainee & Project Engineer Vacancies!

BEL Recruitment 2025: Bharat Electronics Limited (BEL), a leading government-owned electronics company under the Ministry of Defence, has announced recruitment for 137 temporary positions at its Product Development ...

Leave a Comment