HISTORY Previous Year Questions for WBPSC Clerkship: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর পরীক্ষাগুলি, যেমন Clerkship, PSC Misc এবং WBCS প্রিলিমিনারি, কর্মসংস্থানের জন্য আকাঙ্ক্ষীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এই পরীক্ষাগুলি উত্তীর্ণ হওয়ার জন্য সঠিক প্রস্তুতি ও পরিকল্পনা অপরিহার্য। প্রার্থী হিসেবে সফল হওয়ার এক গুরুত্বপূর্ণ কৌশল হলো আগের বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করা।
কেন আগের বছরের প্রশ্নপত্র?
- পরীক্ষার ধরন বোঝা: প্রশ্নপত্রের কাঠামো, প্রশ্নের ধরণ এবং সিলেবাসের কোন অংশ বেশি গুরুত্ব পায় তা জানা যায়।
- গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করা: বিভিন্ন বিষয় থেকে কত শতাংশ প্রশ্ন আসে, তা সহজেই বিশ্লেষণ করা যায়।
- সময় ব্যবস্থাপনা: আগের প্রশ্নপত্র সমাধান করলে পরীক্ষার সময় ব্যবস্থাপনা কৌশল শেখা যায়।
- স্বাভাবিক ভুল সংশোধন: নিজেকে যাচাই করে নিজের দুর্বলতা ও শক্তি চিহ্নিত করা সম্ভব।
এই ব্লগের প্রথম অংশে, WBPSC Clerkship, PSC Misc এবং WBCS প্রিলিমিনারির জন্য আগের বছরের প্রশ্নপত্রের গুরুত্ব ও বিশ্লেষণ নিয়ে আলোচনা করা হবে। এটি আপনাকে কিভাবে সফল প্রস্তুতির রূপরেখা তৈরি করতে সাহায্য করবে, তা নিয়েও আলোচনা থাকবে।
তাহলে প্রস্তুত হন! আগের বছরের প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষার সেরা প্রস্তুতির যাত্রা শুরু করুন।
HISTORY Previous Year Questions for WBPSC Clerkship , PSC Misc & WBCS Preli Part 3
131) কোন্ মারাঠা রাষ্ট্রনেতা 1802 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর বেসিনের সন্ধি স্বাক্ষর করেন?
[Combined Defence Service – 2021]Answer – দ্বিতীয় বাজীরাও
132)”অমরা নায়কা’ ব্যবস্থা ভারতের কোন সাম্রাজ্যবাদী শাসকদের অসাধারণ রাজনৈতিক উদ্ভাবন ছিল?
[Combined Defence Service – 2021]Answer – বিজয়নগর
133) ফ্রাঙ্কোইস বার্নিয়ে কার চিকিৎসক ছিলেন?
[Combined Defence Service – 2021]Answer – যুবরাজ দারাশিকো
134) নিম্নের ব্রিটিশ সংস্থাগুলির মধ্যে কোনটি সুরজমূল ও নাগরমুল গোষ্ঠী দ্বারা গ্রহণ করা হয়েছিল?[Combined Defence Service – 2021]
Answer – ম্যাকলিউড
135) রায়তওয়ারি বন্দোবস্তু সম্পর্কে নিম্নের কোন্ বিবৃতিটি সঠিক নয়?
[Combined Defence Service – 2021]Answer: এই ব্যবস্থায় 30 বছরের জন্য কর চুক্তি হয়েছিল।
136) ব্রিটিশ ভারতীয় চিকিৎসা পরিষেবা (British In dian Medical service) সম্পর্কে নিচের কোন্ বিবৃতিটি সঠিক নয়?
[Combined Defence Service – 2021]Answer – ভারতীয়রা এখানে কখনো ভর্তি হতে পারত না।
137) ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে চিনে তার একচেটিয়া বাণিজ্যাধিকার হারায়?
[Combined Defence Service – 2021]Answer – 1833
138) অসহযোগ আন্দোলন কোন্ সালে সাময়িকভাবে মূলতবী রাখা হয়েছিল.
[W.B.C.S. Preli-19]Answer – 1922
139) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন কে?
[W.B.C.S Preli-19]Answer – উমেশ চন্দ্র ব্যানার্জি
140) “ইন্ডিয়ান ইনডিপেন্ডেস লীগ’- কে প্রতিষ্ঠা করেন?[W.B.C.S Preli-19]
Answer – রাসবিহারী বসু
141) হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচকমণ্ডলীরূপে নির্ধারণ করার সংস্থান কোন্ ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল? [W.B.C.S Preli-19]
Answer -মিন্টোমরলে রিফর্মস
142) ভারতের জাতীয় কংগ্রেস কোন্ অধিবেশনে ‘পূর্ণ স্বাধীনতা’ অর্জনকে লক্ষ্য রূপে
ঘোষণা করেছিল?[W.B.C.S Preli-19]
Answer – লাহোর, 1929
143) সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে?
[PSC Misc’20]Answer – ধোলাভিরা
144) ‘মোপলা’ অভ্যুত্থান ছিল মূলত একটি-
[PSC Misc’20]Answer কৃষক আন্দোলন
145) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে তাঁর বিধবা-বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন?[PSC Misc’20]
Answer – পরাশর সংহিতা
146) কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের (23শে নভেম্বর, 1919 খ্রিঃ) সভাপতি নির্বাচিত হয়েছিলেন?
[WBCS Preli ’20]Answer – মহাত্মা গান্ধী
147) খোদা-ই-খিদমতগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
[WBCS Preli ’20]Answer – খান আব্দুল গফফর খান
148) কে আলাই দরওয়াজা-র নির্মাতা কে?
[WBCS Preli ’20]Answer – আলাউদ্দিন খিলজী
149) কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধির বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়?
[WBCS Preli ’20]Answer – আইন অমান্য আন্দোলন
150) ‘রাজতরঙ্গিনী’-র রচয়িতা কে?
[WBCS Preli ’20]Answer কলহন
151) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পিছনে নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কার মস্তিষ্ক সক্রিয় ছিল?
[WBCS Preli ’20]Answer – সূর্য সেন
152) কেন্দ্রে প্রথম অ-কংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন
[WBCS Preli ’20]Answer মোরারজি দেশাই
153) ‘গরিবি হঠাও’ শ্লোগানটি প্রথম দিয়েছিলেন-[WBCS Preli ’20]
Answer – ইন্দিরা গান্ধী
154) কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবী ঘোষিত হয়?
[WBCS Preli ’20]Answer – লাহোর কংগ্রেস
155) নিম্নলিখিত কোন ঐতিহাসিক “The wonder that was India’ গ্রন্থটির রচয়িতা?
[WBCS Preli ’20]Answer – এ. এল. ব্যাসম
156) কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন?
[WBCS Preli ’20]Answer – জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে
157) আদি ঋক্ বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়?
[WBCS Preli ’20]Answer – সভা ও সমিতি
158) দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা কে?
[WBCS Preli ’20]Answer – বিনায়ক দামোদর সভারকর
159) ‘গদর’ শব্দের অর্থ কী?
[WBCS Preli ’20]Answer – বিপ্লব
160) ‘ইলবার্ট বিল’ বিতর্কের সঙ্গে নিম্নোক্ত কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িয়েছিল?
[WBCS Preli ’20]Answer – লর্ড রিপন
161) কোন সংবাদপত্রে ‘বয়কট’ সর্বপ্রথম ঘোষিত হয়?
Answer – সঞ্জীবনী
162) কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘঠিত হয়? [WBCS Preli ’20]
Answer – 1191 খ্রিস্টাব্দ
163) নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ‘লোকনায়ক’ বলে পরিচিত?
[ICDS (Supervisor)’19]Answer – জয়প্রকাশ নারায়ণ
164) আগ্রা দুর্গ তৈরি করেছিলেন-
[ICDS (Supervisor)’19]Answer – আকবর
165) ‘ভারত ছাড়ো’ আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন-
[ICDS (Supervisor) ’19]Answer – লিনলিথগো
166) ভারতে আসার সমুদ্রপথ কে প্রথম আবিষ্কার করেন? [ICDS (Supervisor) ’19]
Answer – ভাস্কো-ডা-গামা
167) ভাস্কো-ডা-গামা ছিলেন-[ICDS (Supervisor) ’19]
Answer – পর্তুগীজ
168) ‘সাঁচী’ বৌদ্ধ স্মৃতিসৌধগুলি ভারতের কোন্ রাজ্যে রয়েছে?
[ICDS (Supervisor)’ 19]Answer – মধ্যপ্রদেশ
169) বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন?
[WBP SI’18]Answer – প্রফুল্ল চাকী
170) নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল?
[WBP SI’18]Answer – রাউলাট অ্যাক্ট
171) নিম্নের কোন্ ব্যক্তি ‘দীন-ই-ইলাহী’র সদস্য ছিলেন?[WBP SI’18]
Answer – রাজা বীরবল
172) হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন? [WBP SI’18]
Answer – ইয়ং বেঙ্গল মুভমেন্ট-এর সাথে।
173) ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি?[Food (SI)’19]
Answer – এ আই টি ইউ সি
174) বিখ্যাত সাঁচি স্তুপ কে নির্মাণ করেন-
[Food (SI)’19]Answer – অশোক
175) কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়ান হয়েছিল?
[WBP Lady Constable ’18]Answer – কুশিনগর
176) কিসের জন্য গান্ধীজী অসহযোগ আন্দোলন (Non-Cooperation movement) বন্ধ করে
দিয়েছিলেন?
[WBP Lady Constable’18]Answer – চৌরিচৌরার ঘটনা
177) আইন-ই-আকবরী’ গ্রন্থটি কে রচনা করেছিলেন?
[WBP Lady Constable’18]Answer – আবুল ফজল
178) ‘এ প্যাসেজ টু ইন্ডিয়া’ বইটি কার লেখা?
[WBP Lady Constable’18]Answer – হি. এর. ফস্টার
179) বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত ‘বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়’ (university) তৈরি করেছিলেন?
[WBP Lady Constable’18]Answer – ধর্মপাল
180) সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল-
[WBCS Preli’18]Answer – ফরওয়ার্ড ব্লক
181) কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন?
[WBCS Preli’18]Answer মেগাস্থিনিস
182) গৌতম বুদ্ধ তাঁর বাণী কোথায় প্রথম প্রচার করেন?
[WBCS Preli’18]Answer – সারনাথ
183) মুসলিম লীগের লাহোর প্রস্তাবের (1940) মূল গুরুত্ব ছিল-
[WBCS Preli’18]Answer – পাকিস্তান প্রস্তাব গ্রহণ
184) গ্রীক লেখকদের রচনায় কাকে ‘স্যান্দ্রোকোট্টস’ বলা হয়েছে?[WBCS Preli 18]
Answer – চন্দ্রগুপ্ত মৌর্য
185) বৃহৎসংহিতা’ গ্রন্থের রচয়িতা কে?
[WBCS Preli’18]Answer – বরাহমিহির
186) মুসলিম লীগ মাউন্ট ব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিলেন কেননা-
[WBCS Preli’18]Answer – পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছ
187) কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণর জন্য বিখ্যাত?
[WBCS Preli’18]Answer অমলেশ ত্রিপাঠী
188) ‘ঢাকা অনুশীলন সমিতি’ কে প্রতিষ্ঠা করেন?
[WBCS Preli’18]Answer পুলিন দাস
189) কিতাব-উল-হিন্দ কার রচনা?
[WBCS Preli’18]Answer – আল বিরুনি
190)1857-র বিদ্রোহের সময় লক্ষ্ণৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন-[WBCS Preli’18]
Answer বেগম হজরৎ মহল
191) কোন গুপ্ত শাসক হুণ আক্রমণ প্রতিহত করেছিলেন?[WBCS Preli’18 ]
Answer – স্কন্দগুপ্ত
192) ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তর-এর জন্য 1946 সলে ‘Break down Plan’ প্রস্তাব করেন-
[WBCS Preli’18]Answer – ভাইসরয় লর্ড ওয়াভেল
193) ইন্ডিয়ান ইনডিপেনডেন্স লীগ’ প্রতিষ্ঠা করেন-
Answer – রাসবিহারী বোস
194) কে ‘গঙ্গাইকোগুচোল’ উপাধি ধারণ করেন?
[WBCS Preli’18]Answer – প্রথম রাজেন্দ্র
195) 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে “by far the most serious rebellion since 1857”
[WBCS Preli’18]Answer – ভাইসরয় লর্ড লিনলিথগো
196) স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন-[WBCS Preli’18]
Answer – জে বি কৃপালিনী
197) কে চাহলগানী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন?
[WBCS Preli’18]Answer – গিয়াসুদ্দিন বলবন
198) কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন?
[WBCS Preli’18]Answer – আলাউদ্দিন খলজি
199) কে কুতুবমিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন?
[WBCS Preli’18]Answer – ইলতুৎমিস
200) উত্তর ভারতে কখন তামাকের প্রচলন হয়? [CISF AC (EXE) LDCE-2021]
Answer – সপ্তদশ শতাব্দীতে
201) দুই দশক পরে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে মহাত্মা গান্ধি ভারতে কোথায় এবং কখন প্রকাশ্যে গণ অভ্যুত্থান ঘটিয়েছিলেন? বিকল্পসমূহ-
[National Defence Academy – 2021]Answer – চম্পারণ 1917
202) কখন এবং কোথায় ভারতীয় জাতীয় কংগ্রেস ‘পূর্ণ স্বরাজ’ অর্থাৎ পূর্ণ স্বাধীনতার দাবি জানায়?
[National Defence Academy – 2021]Answer – লাহোর, 1929
203)1917 খ্রিস্টাব্দে বলশেভিক বিপ্লবের দ্বারা ক্ষমতাচ্যুত হওয়া সরকারের প্রধান কে ছিলেন?
বিকল্পসমূহ-
[National Defence Academy – 2021]Answer – আলেকজান্ডার কেরেনস্কি
204) নিম্নের কোন্ কেন্দ্রগুলি সিন্ধু সভ্যতার শেল ভিত্তিক উৎপাদন কেন্দ্র ছিল?
[CISF AC (EXE.) LDCE – 2021]Answer – বালাকোট এবং নাগেশ্বর