---Advertisement---

General Knowledge Important Questions and Answers l সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

By Siksakul

Updated on:

General Knowledge Important Questions and Answers
---Advertisement---

General Knowledge Important Questions and Answers: সরকারি চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান (General Knowledge) একটি গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, SSC, Railways, Banking, UPSC, PSC সহ বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসা নিশ্চিত। তাই, ভালো প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর জানা অত্যন্ত প্রয়োজনীয়।

এই ব্লগে আমরা ২০২৫ সালের জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি, যা সকল সরকারি পরীক্ষা ও চাকরির প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক। নিয়মিত চর্চা করুন, পরীক্ষায় ভালো স্কোর করুন! 

General Knowledge Important Questions and Answers

1) কোন রাজধানী শহরের উচ্চতা সবচেয়ে বেশি?
উত্তরঃ কুইটো, ইকুয়েডর।

2) আলফা-কেরাটিন কোন জিনিসে প্রোটিন থাকে?
উত্তরঃ উল।

3) সেন্ট ফ্রান্সিসের জন্মস্থান উমব্রিয়ার কোন শহর ছিল?
উত্তরঃ আসিসি।

4) লাটভিয়ার এই রাজধানী কখনও কখনও “বাল্টিকের প্যারিস” নামে পরিচিত।
উত্তরঃ রিগা।

5) কোনটি পারমাণবিক চুল্লিতে ‘একটি মডারেটর’ হিসাবে ব্যবহৃত হয়?
উত্তরঃ গ্রাফাইট।

6) কোন প্রজাতি রোবস্ট অস্ট্রালোপিথেসাইন নামে পরিচিত?
উত্তরঃ Australopithecus boisei এবং Australopithecus robustus.

7) ভিটামিন K এর রাসায়নিক নাম কি
উত্তরঃ ফাইলোকুইন

8) কোন দেশ সরাসরি ইরাকের পূর্বে অবস্থিত?
উত্তরঃ ইরান।

9) কেঁচোর গমন অঙ্গের নাম কি ?
উত্তরঃ সিটা

10) টাইপসেটিংগুলি কী কী যা শুধুমাত্র পাঠ্য তৈরি করে?
উত্তর: হট-মেটাল টাইপসেটিং এবং ফটোটাইপসেটিং।

11) শচীন টেন্ডুলকার কোন দেশের বিপক্ষে তার 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেন?
উত্তরঃ বাংলাদেশ।

12) কোন পূর্ব আফ্রিকান ভাষা আফ্রিকান এবং আরব ব্যবসায়ীদের মধ্যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসাবে বিকশিত হয়েছিল?
উত্তরঃ সোয়াহিলি।

13) মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল কত সালে ?
উত্তর: 1948 সালে

14) কোন দিনটিতে পলাশীর যুদ্ধের সূচনা হয়েছিল বলে জানা যায় ?
উত্তর: 1757 সালে

15) কোন অনুপযুক্ত কাজের ফলে মানুষের মধ্যে ‘মাইক্সেডিমা’ অবস্থা হয়?
উত্তরঃ থাইরয়েড গ্রন্থি।

16) জলপাই ও আঙ্গুর উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি?
উত্তরঃ ইতালি।

17) 1610 সালে গ্যালিলিও গ্যালিলি কোন গ্রহের চারটি চাঁদ আবিষ্কার করেন?
উত্তরঃ বৃহস্পতি।

18) কোন আইনি শব্দ সম্পত্তি বন্ধক নির্দেশ করে?
উত্তরঃ বন্ধক।

19) বৈদিক সমাজে একদল পরিবারকে বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হত?
উত্তরঃ গ্রামা।

20) কোন রাস্তাটি নিউ ইয়র্ক সিটির পূর্ব দিক এবং পশ্চিম দিককে ভাগ করেছে?
উত্তরঃ ফিফথ এভিনিউ।

General Knowledge Important Questions and Answers 2025

---Advertisement---

Related Post

SBI PO 2025 Free Mock Test MCQ Set – 01 | SBI PO 2025 ফ্রি মক টেস্ট MCQ সেট – 01

SBI PO 2025 Free Mock Test MCQ Set – 01: SBI PO 2025 পরীক্ষার প্রস্তুতির জন্য একটি কার্যকরী পদক্ষেপ হল আপনার প্রস্তুতির স্তর মূল্যায়ন করা। আমাদের SBI PO ...

Indian Constitution Free MCQs Set-1 for the Railway, SSC and other Competitive Exams l ভারতের সংবিধান ফ্রি MCQ সেট-1

Indian Constitution Free MCQs Set-1 for the Railway, SSC and other Competitive Exams; ভারতীয় সংবিধান হল ভারতের গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তি, আইনী কাঠামো প্রতিষ্ঠা করে এবং জাতিকে শাসন ...

RRB NTPC 2025 Under Graduate Level CBT Static GK Practice Set-01 l RRB NTPC 2025 আন্ডার গ্র্যাজুয়েট লেভেল CBT স্ট্যাটিক জিকে প্র্যাকটিস সেট-01

 RRB NTPC 2025 Under Graduate Level CBT Static GK Practice Set-01: RRB NTPC (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি) পরীক্ষা ভারতের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মধ্যে একটি, যা প্রতি ...

RRB NTPC 2025 Graduate Level CBT Static GK Practice Set-01 l RRB NTPC 2025 স্নাতক স্তরের CBT স্ট্যাটিক GK প্র্যাকটিস সেট-01

RRB NTPC 2025 Graduate Level CBT Static GK Practice Set-01: RRB NTPC 2025 স্নাতক স্তরের CBT-এর জন্য প্রস্তুতির জন্য স্ট্যাটিক জেনারেল নলেজ (GK) এর একটি শক্তিশালী উপলব্ধি প্রয়োজন, ...

Leave a Comment