---Advertisement---

RRB NTPC GK Practice Set in Bengali Part – 03 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০৩ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

By Siksakul

Published on:

RRB NTPC GK Practice Set in Bengali Part – 03
---Advertisement---

RRB NTPC GK Practice Set in Bengali Part – 03: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির জন্য প্র্যাকটিস সেট অনুশীলন করা অত্যাবশ্যক। এই পোস্টে আমরা RRB NTPC পরীক্ষার জন্য বিশেষভাবে তৈরি জিকে প্র্যাকটিস সেট বাংলা প্রদান করেছি, যা প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক হবে।

এই গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর গুলি আগের বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে, যা আপনাকে পরীক্ষায় ভালো স্কোর করতে সাহায্য করবে। তাই দেরি না করে এখনই প্র্যাকটিস শুরু করুন এবং পরীক্ষায় সাফল্য অর্জন করুন!

RRB NTPC GK Practice Set in Bengali Part – 03

  1. গোবর গ্যাসের প্রধান উপাদান কি ?

মিথেন

ইহোন

অক্সিজেন

নাইট্রোজেন

2. মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটির পরিচালক কে ?

মৃনাল সেন

সত্যজিৎ রায়

উৎপল দত্ত

ঋত্বিক ঘটক

3. শব্দ দূষণ পরিমাপক একক হল-

ন্যানোমিটার

ডেসিবেল

মিটার

হার্জ

4. ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি ?

চিল্কা হ্রদ

সুন্দরবন জলাভূমি

আস্থামুদি জলাভূমি

রহিমপুর জলাভূমি

5. ভারতের কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয় ?

মনিপুর

আসাম

নাগাল্যান্ড

সিকিম

6. ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস ?

CFC

MIC

DDT

CH⁴

7. দুধের শুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

হাইড্রোমিটার

ল্যাক্টোমিটার

থার্মোমিটার

ব্যারোমিটার

8. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল—

আর্যভট্ট

ভাস্কর

অ্যাপোলো

রোহিনী-1

9. ভারতে নেপোলিয়ান কাকে বলা হত ?

দ্বিতীয় চন্দ্রগুপ্ত

সমুদ্রগুপ্ত

স্কন্দগুপ্ত

আলেকজান্ডার

10. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ?

5 জুন

8 ডিসেম্বর

5 জুলাই

8 এপ্রিল

11. বক্সাইট কিসের আকরিক ?

লোহা

অ্যালুমিনিয়াম

তামা

সোনা

12. গ্রীন হাউজ গ্যাসের মধ্যে প্রধান গ্যাস কোনটি ?

CH⁴

CO²

NO²

CFC

13. রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

পোলো

ব্যাডমিন্টন

গলফ

টেনিস

14. IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

লন্ডন

ওয়াশিংটন

মানিলা

সিওল

15. ওজোন গ্যাসে সমৃদ্ধ কোন স্তরটি ?

মেসোস্ফীয়ার

ট্রপোস্ফীয়ার

স্ট্র্যাটোস্ফীয়ার

আয়োনোস্ফীয়ার

16. সুন্দরবন কত সালে ইউনেসকো ওয়াল্ড হেরিটেজ সাইটের খেতাব পায় ?

2003

1997

1987

2005

17. নিচের কোনটি প্রত্যক্ষ কর ?

কাস্টমস ডিউটি

ওয়েলথ ট্যাক্স

এক্সাইজ ডিউটি

সেলস ট্যাক্স

18. কিসের অভাবে ব্ল্যাকফুট ডিজিজ হয় ?

পটাসিয়াম

আর্সেনিক

ফ্লুরোরাইড

ম্যাগনেশিয়াম

19. যদি পৃথিবীতে বায়ুমন্ডল না থাকত তাহলে পৃথিবীর উষ্ণতা কি হত ?

শীতল

অতি উষ্ণ

উষ্ণ

অতি শীতল

20. সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত ?

কর্ণাটক

হিমাচল প্রদেশ

কেরালা

উত্তরাখন্ড


RRB NTPC GK Practice Set in Bengali Part – 02

General Knowledge Important Questions and Answers


---Advertisement---

Related Post

🧠 Human body related Important questions and Answers part 02 in Bengali l মানবদেহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০২

Human body related Important questions and Answers part 02: মানবদেহ একটি জটিল ও বিস্ময়কর সৃষ্টি, যা নানা অঙ্গ-প্রত্যঙ্গ ও কার্যপ্রণালীর সমন্বয়ে গঠিত। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে যেমন WBCS, RRB, SSC, পুলিশ ...

Human body related Important questions and Answers part 01 in Bengali l মানবদেহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১

Human body related Important questions and Answers part 01: মানবদেহ একটি জটিল ও বিস্ময়কর সৃষ্টি, যা নানা অঙ্গ-প্রত্যঙ্গ ও কার্যপ্রণালীর সমন্বয়ে গঠিত। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে যেমন WBCS, RRB, SSC, ...

AIIMS Kalyani Recruitment 2025: Unlock Your Dream Career in Healthcare – Apply Now for Various Vacancies!

AIIMS Kalyani Recruitment 2025: All India Institute of Medical Sciences (AIIMS) Kalyani has announced various job vacancies, including Data Entry Operator, Senior Resident, and Junior Resident. Don’t miss ...

Exciting Career Opportunity: Indian Overseas Bank Recruitment for 400 Local Bank Officers

Indian Overseas Bank Recruitment for 400 Local Bank Officers: Are you aspiring to join the esteemed Indian Overseas Bank as a Local Bank Officer? Look no further! We’ve ...

Leave a Comment