---Advertisement---

Railway Group- D Previous year question in Bengali Set – 3 l রেলওয়ে গ্ৰুপ- ডি বিগত বছরের প্রশ্ন

By Siksakul

Updated on:

Railway Group- D Previous year question in Bengali
---Advertisement---

Railway Group- D Previous year question in Bengali Set – 3: রেলওয়ে গ্ৰুপ-ডি অনলাইনে আবেদন শুরু! পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্ন সংগ্রহ করুন। ভারতীয় রেলওয়ে গ্রুপ-ডি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র আবেদন করলেই হবে না, সফল হতে হলে নিতে হবে সঠিক প্রস্তুতি। পরীক্ষায় ভালো স্কোর করার জন্য বিগত বছরের প্রশ্নপত্র (Previous Year Question Papers) অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আপনাকে প্রশ্নের ধরণ, প্যাটার্ন ও গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে।

আজকের এই পোস্টে রেলওয়ে গ্ৰুপ-ডি বিগত বছরের প্রশ্নপত্র আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য সম্পূর্ণ বাংলা ভাষায় প্রকাশিত প্রশ্নপত্র গুলি সহজেই সংগ্রহ করতে পারবেন।

আপনারা যদি রেলওয়ে গ্ৰুপ-ডি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নিতে চান, তাহলে বিগত বছরের প্রশ্নপত্র ও প্র্যাক্টিস সেট সংগ্রহ করুন এবং নিয়মিত চর্চা করুন। এই পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে সবাই উপকৃত হতে পারে! 

Railway Group- D Previous year question in Bengali Set – 3

RRB Group-D Selection Process 2025 | সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া

রেলওয়ে গ্রুপ-ডি ২০২৫ নিয়োগ প্রক্রিয়া চারটি ধাপে সম্পন্ন হবে। প্রার্থীদের লিখিত পরীক্ষা (CBT) থেকে শুরু করে শারীরিক পরীক্ষা (PET), নথি যাচাই (Document Verification) এবং মেডিকেল টেস্ট উত্তীর্ণ হতে হবে।

🔹 Step-1: কম্পিউটার বেস্ড টেস্ট (CBT)
প্রথম ধাপে Computer-Based Test (CBT) নেওয়া হবে, যেখানে গণিত, সাধারণ বিজ্ঞান, রিজনিং ও কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক প্রশ্ন থাকবে।

🔹 Step-2: ফিজিকাল এফিশিয়েন্সি টেস্ট (PET)
CBT উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক দক্ষতা পরীক্ষা (PET) দিতে হবে। এতে দৌড়, ভার উত্তোলন ইত্যাদি কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।

🔹 Step-3: ডকুমেন্ট ভেরিফিকেশন (DV)
PET পাশ করা প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হবে।

🔹 Step-4: মেডিকেল টেস্ট
নথি যাচাইয়ের পর চূড়ান্ত মেডিকেল পরীক্ষা নেওয়া হবে, যেখানে প্রার্থীদের শারীরিক ও দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে।

✅ এই চারটি ধাপে উত্তীর্ণ হলে প্রার্থীরা চূড়ান্তভাবে নিয়োগ পাবেন। তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করুন! 🚆📚

Railway Group D Exam Pattern 2025 in Bengali

রেলওয়ে গ্রুপ- ডি সিলেবাস 2025
জেনারেল সাইন্স25 নম্বর
গণিত25 নম্বর
রিজনিং30 নম্বর
জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স20 নম্বর
Total Marks100

রেলওয়ে গ্রুপ- ডি বিগত বছরের প্রশ্ন 

1) নিচের কোনটি ত্বরণের একক?
[A] m/ s/ s
[B] ফুট/ সেকেন্ড
[C] m/ s
[D] বর্গমিটার/ সে

উত্তরঃ m/s/s

2) 2021 এপ্রিল মাসে ভারতীয় সেনাবাহিনী দ্বারা চালু করা ভ্যানডিয়াম ভিত্তিক ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করে প্রথম সবুজ সৌরশক্তি ব্যবহার করার প্ল্যান্টের ক্ষমতা কত?
[A] 62 কেভিএ
[B] 74 কেভিএ
[C] 50 কেভিএ
[D] 56 কেভেএ

উত্তরঃ 56 কেভিএ

3) নিচের কোনটি একটি অডিও ফাইল এক্সটেনশন?
[A] MP5
[B] MOV
[C] WMV
[D] WMA

উত্তরঃ WMA

4) কোন দেশে, 2020 সালে ভিনগ্রহের জীবন শোনার জন্য 500 মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল টেলিস্কোপ (FAST) খোলা হয়েছে?
[A] জার্মানি
[B] ভারত
[C] USA
[D] চীন

উত্তরঃ চীন

5) _______________ হায়দ্রাবাদে দূর অনুধাবন উপগ্রহ ডেটা অধিগ্রহণ এবং প্রক্রিয়াকরণ, ডেটা বিতরণ, এরিয়ার রিমোট সেন্সিং এবং দুর্যোগ ব্যবস্থাপনার সিদ্ধান্ত সমর্থনের জন্য দায়ী।
[A] ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (NRSC)
[B] ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (NIC)
[C] ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)
[D] ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ (IISER)

উত্তরঃ ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার(NRSC)

6) ISRO চন্দ্রযান -1 মহাকাশযান ___________ এ চালু করেছিল। চাঁদে শক্ত বরফের উপস্থিতি নিশ্চিত করার জন্য এটি অন্যান্যভাবে সজ্জিত ছিল।
[A] 2007
[B] 2008
[C] 2009
[D] 2006

উত্তরঃ 2008

আরও পড়ুনঃ রেলওয়ে গ্ৰুপ- ডি পরীক্ষার বেস্ট বই, এই বইগুলো পড়লে পরীক্ষায় বাজিমাত

7) প্রমিত স্কেল সহ আধুনিক পারদ থার্মোমিটার কে আবিষ্কার করেন?
[A] অ্যান্ডার্স সেলসিয়াস
[B] গ্যালিলিও গ্যালিলি
[C] গ্রান্ড ডিউক
[D] ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট

উত্তরঃ ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট

8) ‘WWW’ কে আবিষ্কার করেন?
[A] ভিন্ট সার্ফ
[B] রবার্ট ই কাম
[C] চার্লস ব্যাবেজ
[D] টিম বার্নার্স-লি

উত্তরঃ টিম বার্নার্স-লি

9) ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি?
[A] পরম যুব
[B] পরম 8000
[C] পরম বায়োক্রোম
[D] পরম পদ্মা

উত্তরঃ পরম 8000

Railway Group- D পরীক্ষার ফ্রী প্র্যাকটিস সেট পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন 

join Telegram

10) নিচের কোনটি নেভিগেশন স্যাটেলাইট?
[A] GSLV
[B] PSLV
[C] IRNSS
[D] SLV-3

উত্তরঃ IRNSS

11) শিক্ষার অধিকার কে কবে মৌলিক অধিকারের মর্যাদা প্রদান করা হয়?
[A] এপ্রিল 2004
[B] এপ্রিল 2010
[C] এপ্রিল 2009
[D] এপ্রিল 2008

উত্তরঃ এপ্রিল 2010

12) ভারতীয় সংবিধানের কোন ভাগ পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠান সম্পর্কিত?
[A] ভাগ- III
[B] ভাগ- V
[C] ভাগ- IX
[D]ভাগ- IV

উত্তরঃ ভাগ- IX

13) 1969 সালে কতগুলি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল?
[A] 15
[B] 14
[C] 10
[D] 13

উত্তরঃ 14

14) নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম?
[A] মাইক্রোসফট উইন্ডোজ
[B] লিনাক্স
[C] ম্যাক ও এস এক্স
[D] সবগুলি

উত্তরঃ সবগুলি

15) ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
[A] ওড়িশা
[B] আসাম
[C] লাদাখ
[D] তামিলনাড়ু

উত্তরঃ ওড়িশা

---Advertisement---

Related Post

✅ Top 50 GK Questions 2025 PDF Free Download

Top 50 GK Questions 2025 PDF Free Download: আপনি কি ২০২৫ সালের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই Top 50 GK Questions 2025 সংকলনটি আপনার জন্য অপরিহার্য। ...

🚆 RRB NTPC 2025 CBT Practice Set 06 l রেলওয়ে NTPC 2025 CBT প্র্যাকটিস সেট ০৬ – ভারতের শিল্প ও সংস্কৃতি বিষয়ক ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর!

RRB NTPC 2025 CBT Practice Set 06: রেলওয়ে NTPC 2025 CBT পরীক্ষার প্রস্তুতিতে ভারতের শিল্প ও সংস্কৃতি (Art & Culture) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। ভারত বহুজাতিক ও বৈচিত্র্যময় ...

Railway NTPC Practice Set 05 in Bengali l রেলওয়ে NTPC 2025 প্র্যাকটিস সেট ০৫

Railway NTPC Practice Set 05 in Bengali: রেলওয়ে NTPC 2025 পরীক্ষার প্রস্তুতিতে ক্রীড়া (Sports) বিষয়টি একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট, খেলোয়াড়দের অর্জন, ...

Railway NTPC Practice Set 04 in Bengali l রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট ০৪

Railway NTPC Practice Set 04 in Bengali: রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার নির্ধারিত সিলেবাস এবং প্রশ্নের নম্বর বিভাজনের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই প্র্যাকটিস সেটটি। বিগত বছরের পরীক্ষাগুলির প্রশ্নপত্র বিশ্লেষণ ...

Leave a Comment