---Advertisement---

Important General Studies GK Questions and Answers | সমস্ত চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকে

By Siksakul

Published on:

---Advertisement---

Discover the most important General Studies GK questions and answers for SSC, UPSC, RRB, WBCS, and other competitive exams. জেনারেল স্টাডিস প্রশ্নোত্তর – সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী।

এই ব্লগে আপনি জানতে পারবেন General Studies Important GK Questions and Answers, যা SSC, RRB, UPSC, WBCS, ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে এমন সব General Knowledge প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে, যা প্রায় প্রতিটি job exam preparation-এ সাহায্য করবে।

🔍 বিষয়গুলির মধ্যে রয়েছে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অর্থনীতি, সংবিধান ও সাম্প্রতিক সাধারণ জ্ঞান (Current Affairs)।
এই জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর গুলি একদিকে যেমন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য উপযোগী, তেমনি স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্যও সহায়ক।

📚 সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী এই প্রশ্নোত্তরগুলি নিয়মিত অনুশীলন করলে আপনি আপনার জিকে প্রস্তুতিকে আরও মজবুত করতে পারবেন।

Important General Studies GK Questions and Answers
  1. প্রশ্ন: সবচেয়ে সরু দেশ কোনটি ?
    চিলি (দৈর্ঘ্য ৬,১৫৫ কিমি ) ।
  2. প্রশ্ন: পৃথিবীর সব সর্ব দক্ষিনের শহর কোনটি ?
    পুন্টা আরেনাস , চিলি ।
  3. প্রশ্ন: সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত দেশ কোনটি ?
    ইন্দনেশিয়া (১৩,৫০০ টি) ।
  4. প্রশ্ন: ইন্দোনেশিয়ার কতটি দ্বীপে মানব বসতি আছে ?
    প্রায় ৬,০০০ টি ।
  5. প্রশ্ন: সবচেয়ে বেশি নিরপেক্ষ দেশ কোনটি ?
    সুইজারল্যান্ড ।
  6. প্রশ্ন: কোন দেশ আন্তর্জাতিক ভাবে কোন যুদ্ধে অংশগ্রহন করেন নি ?
    সুইজারল্যান্ড ।
  7. প্রশ্ন: সুইজারল্যান্ড কবে জাতিসংঘের সদস্য পদ গ্রহন করে ?
    ১০ সেপ্টেম্বর, ২০০২ সালে ।
  8. প্রশ্ন: বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি ?
    চীন (পৃথিবের মোট জনসংখ্যার ২৩%) ।
  9. প্রশ্ন: বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি
    নাউরু (আয়তন ২১ বর্গ কি.মি.) ।
  10. প্রশ্ন: বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ?
    ভ্যটিকান সিটি (১০৮.৭ একর ) ।
  11. প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের ?
    যুক্তরাষ্ট্র ও কানাডা (৬,৪১৬ কি.মি. , আলাস্কার ২৫৪৭ কি.মি. ছাড়াই ) ।
  12. প্রশ্ন: দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের ?
    আর্জেন্টিনা ও চিলি (৫২৫৫ কি.মি.) ।
  13. প্রশ্ন: সর্বাধিক লোক অতিক্রমকারী সীমান্ত কোনটি ?
    যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত (বছরে প্রায় ৫০কোটি লোক অতিক্রম করে) ।
  14. প্রশ্ন: সর্বাধিক সীমান্ত বেষ্ঠিত দেশ কোনটি ?
    চীন (১৫দেশের সাথে সীমান্ত)।
  15. প্রশ্ন: পৃথিবীর সংক্ষিপ্ত সীমান্ত কোনটি ?
    জিব্রাল্টার ও স্পেন (১.৫৩ কি.মি.)

। 16. প্রশ্ন: দ্বিতীয় ক্ষুদ্র সীমান্ত কোনটি ?
ভ্যাটিকান সিটি ও রোম (৪.০৭ কি.মি.) ।

  1. প্রশ্ন: আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি ?
    রাশিয়া (পৃথিবীর মোট আয়তনের ১১.৫%) ।
  2. প্রশ্ন: কোন দেশের রাজধানীকে বিভক্ত রাজধানী বলে ?
    নেদারল্যান্ড ।
  3. প্রশ্ন: কোন দেশের তিনটি রাজধানী ?
    দক্ষিণ আফ্রিকা ।
  4. প্রশ্ন: দক্ষিণ আফ্রিকার রাজধানী তিনটি কি কি ?
    প্রিটোরিয়া, কেপটাউন ও ব্লমফনটেন ।
  5. প্রশ্ন: সৌর জগত সবৃ প্রথম কে আবিস্কার করেন ?
    কোপারনিকাস, ১৫৪০ সালে
  6. প্রশ্ন: সর্ব প্রথম এভারেষ্ট কে জয় করেন ?
    হিলারী তেনজিং, ১৯৫৩ সালে ।
  7. প্রশ্ন: সর্ব প্রথম কোন মহিলা এভারেষ্ট জয় করেন ?
    জনাকো তাবেই, ১৯৭৫ সালে
  8. প্রশ্ন: ভারতে গমনের সমুদ্র পথ কে আবিস্কার করেন ?
    ভাস্কো দা গামা ।
  9. প্রশ্ন: প্রথম চন্দ্র প্রদক্ষিণ করেন কে ?
    ফ্র্রাঙ্ক বরম্যান ও অ্যান্ডারস, ১৬৬৮ সালে ।
  10. প্রশ্ন: ট্যাঙ্গানিকা হ্রদ কে আবিস্কার করেন ?
    ক্যাপ্টেন জন স্পেক, ১৮৫৬ সালে ।
  11. প্রশ্ন: উত্তর মেরু কে আবিস্কার করেন ?
    রবার্ট পিয়েরে, ১৯০৯ সালে ।
  12. প্রশ্ন: দক্ষিণ মেরু আবিস্কার করেন কে ?
    ব্রমান্ড সেন, ১৯১২ সালে ।
  13. প্রশ্ন: আমেরিকা আবিস্কার করেন কে ?
    ইতালীর নাবিক কলম্বাস, ১৪৯৮ সালে ।
  14. প্রশ্ন: পশ্বিম ভারতীয় দ্বীপপুঞ্জ কে আবিস্কার করেন ?
    কলম্বাস, ১৪৯২ সালে ।
  15. প্রশ্ন: কে সর্বপ্রথম পালের নৌকায় বিশ্ব ভ্রমণ করেন ?
    ম্যাগিলান, ১৫১৯ সালে ।
  16. প্রশ্ন: প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরে গমনের পথ কে আবিস্কার করেন ?
    ম্যাগিলান ।
  17. প্রশ্ন: ভিক্টোরিয়া জলপ্রপাত কে আবিস্কার করেন ?
    ডেভিড লিভিংস্টোন ।
  18. প্রশ্ন: গ্রীনল্যান্ড কে আবিস্কার করেন ?
    এরিক দি রেড ভাইকিং, ৯৮২ সালে ।
  19. প্রশ্ন: অস্ট্রেলিয়া কে আবিস্কার করেন ?
    উইলিয়াম জ্যাকসন, ১৯০৬ সালে ।
  20. প্রশ্ন: আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি ?
    রাশিয়া ।
  21. প্রশ্ন: হংকং বর্তমানে কোন দেশের সাথে একভূত হয়েছে ?
    চীন ।
  22. প্রশ্ন: বিশ্বে সবচেয়ে বেশি লোক কথা বলে কোন ভাষায় ?
    চাইনিজ মান্দারিন ভাষায় ।
  23. প্রশ্ন: বাংলাদেশ ছাড়া আর কোন দেশে পয়সা ক্ষুদ্রতম মুদ্রা ?
    মায়ানমার।।

Read More: Important GK Question Answers for all Govt Exams 2025

---Advertisement---

Related Post

📋 List and objectives of India’s Five Year Plans l ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার তালিকা ও উদ্দেশ্য

ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা (Five-Year Plans) ছিল একটি ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি, যা ১৯৫১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত কার্যকর ছিল। এই পরিকল্পনাগুলি ভারতের অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ...

Primary TET 2025 Mathematics Pedagogy Practice Set 05 l প্রাইমারি টেট ২০২৫ গণিত পেডাগজি প্র্যাকটিস সেট ০৫

Primary TET 2025 Mathematics Pedagogy Practice Set 05: Primary TET 2025 পরীক্ষার প্রস্তুতিতে গণিত পেডাগজির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা প্রাইমারি টেট ২০২৫-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই Mathematics Pedagogy Practice ...

Primary TET 2025 Mathematics Pedagogy Practice Set 04 l প্রাইমারি টেট ২০২৫ গণিত পেডাগজি প্র্যাকটিস সেট ০৪

Primary TET 2025 Mathematics Pedagogy Practice Set 04: Primary TET 2025 পরীক্ষার প্রস্তুতিতে গণিত পেডাগজির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা প্রাইমারি টেট ২০২৫-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই Mathematics Pedagogy Practice ...

Primary TET 2025 Mathematics Pedagogy Practice Set 03 l প্রাইমারি টেট ২০২৫ গণিত পেডাগজি প্র্যাকটিস সেট ০৩

📚 Primary TET 2025 Mathematics Pedagogy Practice Set 03: Primary TET 2025 পরীক্ষার প্রস্তুতিতে গণিত পেডাগজির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা প্রাইমারি টেট ২০২৫-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই Mathematics Pedagogy Practice ...

Leave a Comment