---Advertisement---

Primary TET EVS Practice Set – 03 | WB Primary TET Exam 2023

By Siksakul

Updated on:

Primary TET EVS Practice Set
---Advertisement---

আপনি কি Primary TET 2023 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Siksakul.com আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Siksakul.com দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে, প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2023 পরীক্ষার্থীদের জন্য Siksakul.com এর এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.

PRIMARY TET EVS PRACTICE SET – 03

Primary TET EVS Practice Set

Also Read:

1. পশ্চিমবঙ্গে কোন্ অরণ্যে একশৃঙ্গ গন্ডার এর দেখা যায় ?
(A) সুন্দরবন
(B) জলদাপাড়া
(C) বেথুয়াডহরী অভায়রন্য
(D) অযোধ্যা পাহাড়
ANSWER
2. জৈব কীটনাশক হিসাবে বেশি ক্ষেত্রে কি ব্যবহার করা হয় ?
(A) ভাইরাস
(B) ছত্রাক
(C) ব্যাকটেরিয়া
(D) শ্যাওলা
ANSWER
3. লাল পান্ডা দেখা যায় – 
(A) দার্জিলিং এর জঙ্গলে
(B) পুরুলিয়ার জঙ্গলে
(C) শ্যামসুন্দর এলাকায়
(D) হিমালয়ের দক্ষিণে
ANSWER
4. কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বা কোন রাজ্যে ?
(A) কর্ণাটক রাজ্য
(B) অসম রাজ্য
(C) কেরল রাজ্য
(D) তামিলনাড়ু রাজ্য
ANSWER
5. গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি হয়—
(A) ১৯৭২ সালে
(B) ১৯৮৪ সালে
(C) ১৯৯৭ সালে
(D) ১৯৮৭ সালে
ANSWER
6. ভারতবর্ষে কোন্ দুটি নদীর জলকে পরিশুদ্ধ করার জন্য একটি পরিকল্পনা করা হয়েছে ?
(A) তাপ্তী এবং নর্মদা
(B) কৃষ্ণা এবং গোদাবরী
(C) গঙ্গা এবং যমুনা
(D) যমুনা এবং ভাগিরথী
ANSWER
7. Rio De Janeiro “বসুন্ধরা সম্মেলন” কত সালে অনুষ্ঠিত হয় ?
(A) ১৯৫২ সালে
(B) ১৯৮২ সালে
(C) ১৯৭২ সালে
(D) ১৯৯২ সালে
ANSWER
8. মারগোসা বৃক্ষ কোন্ গাছকে বলা হয় ?
(A) তুলসী গাছকে
(B) সিঙ্কোনা গাছকে
(C) নিম গাছকে
(D) বট গাছকে
ANSWER
9. PAN-এর পুরো নাম কি ?
(A) পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট
(B) পারমানেন্ট অ্যাসিটাইল নাইট্রোজেন
(C) পারমানেন্ট অ্যাডেড নাইট্রেট
(D) পটাশিয়াম পারম্যাঙ্গানেট
ANSWER
10. শিলা মানুষের দেহে নীচের কি রোগ ঘটায় ?
(A) চামড়ার ক্যানসার
(B) শ্বাসকষ্ট
(C) ফুসফুসের রোগ
(D) মাথা এবং নার্ভরোগ
ANSWER
11. বিদ্যালয়ে পরিবেশ বিদ্যাপাঠের প্রয়োজনীয়তা কি ?
(A) পরিবেশ জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ
(B) পরিবেশ দূষণকে রোধ করার জন্য
(C) পরিবেশ সম্পর্কে সচেতনতা জাগাতে
(D) উপরের সবকটি সঠিক
ANSWER
12. পরিবেশবিদ্যায় কোন পরিবেশের কথা বলা হয়েছে ?
(A) সমাজ পরিবেশ
(B) প্রাকৃতিক পরিবেশ
(C) দুটোই
(D) কোনটাই নয়
ANSWER
13. পরিবেশবিদ্যাকে কোন দৃষ্টিভঙ্গী থেকে ছাত্রছাত্রীরা দেখবে ?
(A) বৈজ্ঞানিক
(B) আধ্যাত্মিক
(C) ভৌতিক
(D) ঐতিহাসিক
ANSWER
14. পরিবেশ পাঠে নীচের কোনটি কার্যকরা ভূমিকা নিতে পারে ? 
(A) ভ্রমণ
(B) বই মুখস্ত
(C) বক্তৃতা
(D) আলোচনা
ANSWER
15. পরিবেশ বিদ্যা পাঠে ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য কোনটি সর্বাগ্রে করা উচিত ?
(A) পরিবেশের পাঠ্য পুস্তক কিনতে বলা
(B) পরিবেশেবিদ্যা কেন পাঠ করবে সেটা বোঝানো
(C) পরিবেশ বিজ্ঞানীর সান্নিধ্য
(D) সিলেবাস ঠিক করে ছাত্রছাত্রীদের বোঝানো
ANSWER
16. জঙ্গল পরিদর্শন করাতে গিয়ে ছাত্রছাত্রীদের নীচের কোন বিষয়ে বোঝানো উচিত ?
(A) বৃক্ষরোপন কেন করা উচিত
(B) বৃক্ষচ্ছেদন করলে তার পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে
(C) দাবানল হলে কি কি ধরণের দূষণ হয়
(D) সবকটি
ANSWER
17. নীচের কোনটি পরিবেশবিদ্যা পাঠের সমস্যা হতে পারে ?
(A) শিখন অভিজ্ঞতা সংক্রান্ত সমস্যা
(B) পরিবেশবিদ্যাপাঠের লক্ষ্য সংক্রান্ত সমস্যা
(C) পরিবেশবিদ্যা পাঠের সদর্থক দৃষ্টিভঙ্গী
(D) সবকটি
ANSWER
18. পরিবেশবিদ্যা পাঠে নীচের কোন বিষয়ের জ্ঞান আবশ্যক ?
(A) পদার্থবিদ্যা
(B) জীববিদ্যা
(C) রাসয়নবিদ্যা
(D) সবকটি
ANSWER
19. পরিবেশবিদ্যা পাঠে আলোচনা প্রণালীর সুবিধা কি ?
(A) পরিবেশবিদ্যার নানা দিকগুলো থেকে পাঠে আলোচনা
(B) পরিবেশদূষণ রোধের উপায় আলোচনা
(C) পরিবেশ দূষণের কারণ নির্ণয়
(D) সবকটি
ANSWER
20. প্রাণীদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন। এটি শিক্ষার্থীদের কিভাবে বোঝালে সবথেকে কার্যকরী হবে ?
(A) বই থেকে পড়িয়ে
(B) পরীক্ষাগারে পরীক্ষা করে প্রমাণ করে
(C) শ্রেণিতে বক্তৃতা দিয়ে
(D) বাড়ি থেকে মুখস্ত করতে বলে
ANSWER
21. বায়োগ্যাসের অপর নাম কি ?
(A) গোবর গ্যাস
(B) জৈব গ্যাস
(C) মার্স গ্যাস
(D) LPG
ANSWER
22. পেট্রোলিয়াম শব্দের অর্থ হল কি ?
(A) পাথরে সঞ্চিত তেল
(B) মরুভূমির তেল
(C) ভূ-গর্ভের সোনা
(D) ভূ-গর্ভের তরল
ANSWER
23. “ফ্লাই অ্যাশের” প্রধান ব্যবহার নীচের কোনটি ?
(A) ইট তৈরিতে
(B) চিনেমাটির বাসন তৈরিতে
(C) কারখানার চিমনি প্রস্তুতিতে
(D) রান্নাঘরের বেসিন তৈরিতে
ANSWER
24. থার্মাল NOx বলে যখন – 
(A) খুব উচ্চতাপমাত্রায় N এবং O বিক্রিয়া করে
(B) খুব নিম্নতাপমাত্রায় N এবং O বিক্রিয়া করে
(C) জীবাশ্ম জ্বালানির দহনের ফলে যা উৎপন্ন হয়
(D) কোন রাসায়নিক বিক্রিয়ার উপজাত দ্রব্য হিসেবে যখন উৎপন্ন হয়
ANSWER
25. ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ব্যবহার হয় নীচের কোনটি রোধ করতে ?
(A) জলদূষণ
(B) বায়ুদূষণ
(C) মৃত্তিকাদূষণ
(D) শব্দদূষণ
ANSWER
 
26. IUCN-এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত ?
(A) জাপানে
(B) সুইজারল্যান্ডে
(C) ফিনল্যাে
(D) দক্ষিণ আফ্রিকায়
ANSWER
27. বোধঘাট প্রকল্প চালু হয় কোথায় ?
(A) পশ্চিমবঙ্গে
(C) মধ্যপ্রদেশে
(B) বিহারে
(D) হরিয়ানায়
ANSWER
28. জলদূষণ প্রতিরোধ আইন প্রণয়ন হয় কত সালে ?
(A) 1952 সালে
(B) 1964 সালে
(C) 1974 সালে
(D) 1992 সালে
ANSWER
29. কত সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি হয় ?
(A) 1970 সালে
(B) 1974 সালে
(C) 1980 সালে
(D) 1984 সালে
ANSWER
30. পরিবেশের উপর রিও-ডি-জেনিরো সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে ?
(A) 1988 সালে
(B) 1992 সালে
(C) 1996 সালে
(D) 2000 সালে
ANSWER

Primary TET EVS Pracrice Set PDF  

পরিবেশ বিদ্যা বিষয়ের ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।

আপনি কি বাংলা কবিতা পড়তে ভালোবাসেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন : www.raateralo.com

---Advertisement---

Related Post

Environmental Studies SAQ l পরিবেশ বিদ্যা SAQ

আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর PDF, যেখানে পরিবেশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) সংকলন করা হয়েছে। Primary TET, CTET, Upper Primary TET ...

List Of National Parks Of India PDF l ভারতের জাতীয় উদ্যানের তালিকা PDF

ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানের তালিকা PDF: বিনামূল্যে ডাউনলোড করুন প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় List of National Parks of India PDF থেকে অসংখ্য প্রশ্ন আসে। এটি শুধুমাত্র পরিবেশ ...

Primary TET EVS Practice Set 2023 (Essential) l প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট- ১০: পরিবেশ বিদ্যা বিষয়ের ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

আপনি কি Primary TET 2023 (WB Primary TET Exam 2023) পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Siksakul আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set (Primary TET EVS Practice Set – 10) যা আগত প্রাইমারি টেট ...

WB Primary TET Exam Practice Set 6 || প্রাইমারি টেট প্র্যাকটিস সেট 6

WB Primary TET Exam Practice Set 6: স্বাগতম Siksakul ব্লগে। আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই ব্লগটি বিশেষভাবে ...

Leave a Comment