---Advertisement---

উচ্চ মাধ্যমিক পাশে ICMR -এ ক্লার্ক নিয়োগ, শুরুতেই বেতন ১৯ হাজার টাকা l ICMR clerk recruitment 2024

By Siksakul

Published on:

ICMR clerk recruitment 2024
---Advertisement---

উচ্চ মাধ্যমিক পাশে (ICMR clerk recruitment 2024)ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সংস্থার ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পড়ুন আজকের প্রতিবেদনে।

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা (ICMR clerk recruitment 2024)(ICMR/NIOH clerk recruitment 2024) ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ -এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, বয়সসীমা এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

ICMR clerk recruitment 2024 l ICMR/NIOH clerk recruitment 2024

Employment No.— NIOH/RCT/Admin/2023-24

পদের নাম— LDC & UDC
মোট শূন্যপদ— ৫ টি।
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক আবেদনকারীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা সহ টাইপিং কোর্সের সার্টিফিকেট থাকা অবশ্যক। একইসঙ্গে আবেদনকারীকে ন্যূনতম 30wpm স্পিডে টাইপিং করার দক্ষতা রাখতে হবে। আপার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করার জন্য আবেদনকারীকে ন্যূনতম স্নাতক পাশ করে থাকতে হবে।

মাসিক বেতন— লোয়ার ডিভিশন ক্লার্ক পদের মাসিক বেতন শুরু হচ্ছে ১৯,৯০০/- টাকা থেকে। অন্যদিকে, আপার ডিভিশন ক্লার্ক পদের মাসিক বেতন শুরু হচ্ছে ২৫,৫০০/- টাকা থেকে।
বয়সসীমা— উল্লিখিত পদে আবেদন জানানোর জন্য প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি— অনলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীরা নিজেদের আবেদন রেজিস্টার করতে পারবেন। এর জন্য সংসার নির্দিষ্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পর অনলাইন আবেদন পত্রের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। তথ্যগুলি পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেলে তথ্যগুলি পুনরায় যাচাই করে আবেদনপত্র সাবমিট করে দিতে হবে।

আবেদনের শেষ তারিখ— ৩০ এপ্রিল, ২০২৪।

উচ্চ মাধ্যমিক পাশে ICMR -এ ক্লার্ক নিয়োগ l ICMR Clerk Recruitment 2024
Official Notification: Download Now
Official Website: Apply Now
Also Read:
---Advertisement---

Related Post

UPSC Accounts Officer Recruitment Notification 2025 Out l UPSC অ্যাকাউন্টস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে

UPSC Accounts Officer Recruitment Notification 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ডেপুটেশনের ভিত্তিতে (স্বল্পমেয়াদী চুক্তি সহ) ০১টি অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করছে। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০১ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক ...

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু, মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। এটি দেশের ...

Leave a Comment