---Advertisement---

প্রাইমারি টেট শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট-১৭: শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর l Primary TET CDP Practice Set – 17 in Bengali | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট

By Siksakul

Updated on:

Primary TET CDP Practice Set
---Advertisement---

WB PRIMARY TET PRACTICE SET : প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতির জন্য শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান বা Child Development and Pedagogy (CDP) (Primary TET CDP Practice Set)থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উওর নীচে দেওয়া হলো, যা আপনাদের Upcoming Primary TET (Primary TET CDP Practice Set) পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে।

সুপ্রিয় ছাত্র-ছাত্রীরা, আজকের পোস্টে (Primary TET CDP Practice Set) Primary TET CDP Practice Set – 16 in Bengali প্রাইমারি টেট প্র্যাকটিস সেট PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক শিশু বিকাশ ও পেডাগোগী বিষয় থেকে ত্রিশটি প্রশ্ন দেওয়া আছে। এটি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে।
সুতরাং সময় অপচয় না করে প্র্যাকটিসের প্রশ্নগুলি কুজি আকারে দেখে নাও এবং অফলাইনে ভালোভাবে প্র্যাকটিসের জন্য নীচ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

Primary TET CDP Practice Set – 17 l প্রাইমারি টেট শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট-১৭

১) ‘Schema’-এই ধারণাটিকে কে জনপ্রিয় করে তোলেন?
[A] কান্ট
[B] পিঁয়াজে
[C] ফ্রেডারিক বার্টলেট
[D] স্পেনসার
উঃ [B] পিঁয়াজে

২) জীবনবিকাশের তত্ত্বাবলীর শ্রেণীভাগ
[A] আন্তঃঅভিব্যক্তি মূলক তত্ত্ব (Endogenous Theory)
[B] বহিঃঅভিব্যাক্তিমূলক তত্ত্ব (Exogenous Theory)
[C] সৃজনাত্মক তত্ত্ব (Constructive Theory)
[D] উপরের সবকটি
উঃ [D] উপরের সবকটি

৩) Piaget –এর মতে চিন্তনের দুটি প্রবণতা হল
[A] সংগঠন ও অভিযোজন
[B] অভিযোজন ও সহযোজন
[C] আত্তীকরণ ও অভিযোজন
[D] সহযোজণ ও আত্তীকরণ
উঃ [D] সহযোজণ ও আত্তীকরণ

৪) পিঁয়াজের মতে স্কিমা কি?
[A] বিভাজনের প্রক্রিয়া
[B] শিখনের কৌশল
[C] দীর্ঘমেয়াদি স্মৃতিতে সঞ্চিত তথ্যসমূহের সংগঠিত ভান্ডার
[D] প্রতিরক্ষামূলক কৌশল
উঃ [C] দীর্ঘমেয়াদি স্মৃতিতে সঞ্চিত তথ্যসমূহের সংগঠিত ভান্ডার


৫) কোন মনোবিদ নৈতিক বিকাশের তত্ত্ব দিয়েছেন?
[A] বান্দুরা
[B] পিঁয়াজে
[C] এরিকসন
[D] কোহলবার্গ
উঃ [D] কোহলবার্গ

Primary TET CDP Practice Set l প্রাইমারি টেট প্র্যাকটিস সেট l প্রাইমারি টেট শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- ১৫ l

৬) আধুনিক শিক্ষার প্রধানতম বৈশিষ্ট্য কী?
[A] আধুনিক শিক্ষা শিক্ষককেন্দ্রিক
[B] আধুনিক শিক্ষা শিক্ষার্থীকেন্দ্রিক
[C] আধুনিক শিক্ষা বিষয়কেন্দ্রিক
[D] আধুনিক শিক্ষা প্রযুক্তিকেন্দ্রিক
উঃ [B] আধুনিক শিক্ষা শিক্ষার্থীকেন্দ্রিক

৭) খেলাধুলাকে শিক্ষায় অন্তর্ভুক্ত করার কথা কে বলেছেন?
[A] কমেনিয়াস
[B] পোস্তালৎসি
[C] ডিউই
[D] পায়কাবে
উঃ [A] কমেনিয়াস

৮) আধুনিক শিক্ষণ পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য কি?
[A] শিক্ষার্থীর আত্ম-সক্রিয়তা
[B] শিক্ষার্থীর মতামত
[C] শিক্ষার্থীর চাহিদা
[D] শিক্ষার্থীর শিখণ পদ্ধতি
উঃ [A] শিক্ষার্থীর আত্ম-সক্রিয়তা

৯) শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষককে কি হিসেবে বর্ণনা করা হয়েছে?
[A] শাসনকারী
[B] পরিচালক
[C] বন্ধু
[D] অভিভাবক
উঃ [C] বন্ধু

১০) কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার শিক্ষাপদ্ধতি নয়?
[A] অনুশিক্ষণ পদ্ধতি
[B] ডেক্রলী পদ্ধতি
[C] উইনেকটা পদ্ধতি
[D] ডালটন পদ্ধতি
উঃ [A] অনুশিক্ষণ পদ্ধতি

১১) অগ্রগতিমূলক (Progressive) শিক্ষার বৈশিষ্ট্য কোনটি?
[A] নির্বাচিত বইয়ের ভিত্তিতে নিদের্শনা দান
[B] পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার উপর গুরুত্ব দান
[C] পরিস্থিতি বিচার করে শিক্ষার্থীর তাৎক্ষণিক পরীক্ষা নেওয়া
[D] পরীক্ষার্থীর জন্য সুষম বসার ব্যবস্থা ও যথাযথ সময় নির্ঘণ্টন ঠিক করা
উঃ [C] পরিস্থিতি বিচার করে শিক্ষার্থীর তাৎক্ষণিক পরীক্ষা নেওয়া

১২) শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের ব্যক্তি বৈষম্য দেখা যায়। এক্ষেত্রে শিক্ষকের কি করা উচিত?
[A] বিভিন্ন ধরনের শিখন অভিজ্ঞতা সরবরাহ করা
[B] সঠিক শৃঙ্খলা রূপায়িত করা
[C] পরীক্ষা নেওয়ার সংখ্যা বাড়ানো
[D] সবার জন্য একই রকম শিক্ষার ব্যবস্থা করা
উঃ [A] বিভিন্ন ধরনের শিখন অভিজ্ঞতা সরবরাহ করা

১৩) অনুবন্ধের তত্ত্বকে শিক্ষা পদ্ধতি হিসেবে বিবেচনা করেছেন কোন শিক্ষাবিদ?
[A] পেস্তালৎসি
[B] হার্বার্ট
[C] রুশো
[D] প্লেটো
উঃ [B] হার্বার্ট

Primary TET CDP Practice Set – 16 in Bengali

১৪) শিশুকেন্দ্রিক শিক্ষা হল
[A] শিশুর সুপ্ত সম্ভাবনাকে অগ্রাধিকার দেওয়া
[B] শিশুর চাহিদাকে অগ্রাধিকার দেওয়া
[C] শিশুর প্রয়োজন অনুসারে শিখনের অগ্রসর হওয়া
[D] উপরের সবকটি
উঃ [D] উপরের সবকটি

১৫) শিশুকেন্দ্রিক শিক্ষার কারণ হল
[A] প্রতিটি শিশুই স্বতন্ত্র
[B] প্রতিটি শিশুর মধ্যে বৈষম্য দেখা যায়
[C] প্রতিটি শিশুরই নিজস্বতা রয়েছে
[D] সবকটি
উঃ [D] সবকটি

১) শিশুকেন্দ্রিক শিক্ষা নিচের কোন লক্ষ্যের সঙ্গে সম্পর্কযুক্ত?
[A] সমাজতান্ত্রিক লক্ষ্য
[B] ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য
[C] স্বাভাবিক লক্ষ্য
[D] সাংস্কৃতিক লক্ষ্য
উঃ [B] ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য

২) আধুনিক শিক্ষার অন্যতম রূপ হল
[A] সমাজকেন্দ্রিকতার শিক্ষা
[B] ধর্মীয়কেন্দ্রীকতার শিক্ষা
[C] শিশুকেন্দ্রিকতার শিক্ষা
[D] সবকটি
উঃ [C] শিশুকেন্দ্রিকতার শিক্ষা

৩) শিশুকেন্দ্রিক শিক্ষার মূল ভিত্তি কি?
[A] অবাধ স্বাধীনতা
[B] অবাধ দমন
[C] অবাদ নৈতিকতা
[D] অবাধ কল্পনা
উঃ [A] অবাধ স্বাধীনতা

৪) শিশুকেন্দ্রিক শিক্ষায় কোন ধরনের শৃঙ্খলার ওপর গুরুত্ব আরোপ করা হয়?
[A] কঠোর শৃঙ্খলা
[B] নৈতিক শৃঙ্খলা
[C] স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা
[D] সবকটি
উঃ [C] স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা

৫) শিশুকেন্দ্রিক শিক্ষার মূল ভিত্তি হল-
[A] দার্শনিক
[B] মনোবৈজ্ঞানিক
[C] সামাজিক
[D] নৈতিক
উঃ [B] মনোবৈজ্ঞানিক

Also Read: Primary TET CDP Practice Set – 12

৬) শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা হল
[A] শিশুর চাহিদা, আগ্রহ, মানসিক ও দৈহিক ক্ষমতার বিচার করে শিক্ষাদান করা
[B] জোর করে শিশুর ওপর জ্ঞানের বোঝা চাপিয়ে দেওয়া
[C] বদ্ধ পরিবেশে শিশুর আগ্রহ অনুসারে তথ্যপ্রধান করা
[D] বক্তৃতা পদ্ধতিতে শিক্ষার্থীর সম্মুখে পাঠ্য বিষয় উপস্থাপন করা
উঃ [A] শিশুর চাহিদা, আগ্রহ, মানসিক ও দৈহিক ক্ষমতার বিচার করে শিক্ষাদান করা

৭) আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার শিক্ষক হলেন
[A] বন্ধু
[B] নির্দেশক
[C] সহায়ক
[D] সবকটি
উঃ [D] সবকটি

৮) প্রগতিশীল শিক্ষার ধারণা কোন দার্শনিক চিন্তা থেকে আসে?
[A] প্রয়োগবাদ
[B] প্রকৃতিবাদ
[C] মার্কসবাদ
[D] ভাববাদ
উঃ [A] প্রয়োগবাদ

৯) কোনটি প্রগতিশীল শিক্ষার নীতি?
[A] শিশুকে স্বাধীনতা প্রদান
[B] জীবনকেন্দ্রিক শিক্ষা
[C] ব্যক্তি ও সমাজ উপযোগী শিক্ষা
[D] সবকটি
উঃ [D] সবকটি

১০) কোনটি প্রগতিশীল শিক্ষার নীতি নয়?
[A] শিশুকে সক্রিয়ভাবে শিক্ষা প্রদান
[B] উৎপাদনমূলক শিক্ষা প্রদান
[C] পাঠ্যপুস্তক কেন্দ্রিক শিক্ষা প্রদান
[D] কর্মকেন্দ্রিক শিক্ষা
উঃ [C] পাঠ্যপুস্তক কেন্দ্রিক শিক্ষা প্রদান

১১) প্রগতিশীল শিক্ষায় শিক্ষকের ভূমিকা হল-
[A] পরিচালক
[B] নির্দেশক
[C] পথপ্রদর্শক
[D] সবকটি
উঃ [D] সবকটি

Also Read: Primary TET CDP Practice Set – 05

১২) একজন প্রগতিশীল চিন্তাবিদ হলেন
[A] জন ডিউই
[B] প্লেটো
[C] অ্যারিস্টটল
[D] লক
উঃ [A] জন ডিউই

১৩) শিশুর প্রথম শিক্ষক কে?
[A] প্রধান শিক্ষক
[B] শ্রেণী শিক্ষক
[C] মা
[D] গৃহশিক্ষক
উঃ [C] মা

১৪) ভারতের প্রাকপ্রাথমিক শ্রেণীতে নিম্নলিখিত কোন বিষয়টি বর্তমানে শেখানো হয় না?
[A] অক্ষর ও সংখ্যা পরিচয়
[B] ব্রতচারী
[C] সহজে অংক শেখা
[D] ব্যায়াম
উঃ [B] ব্রতচারী

১৫) কোন বিষয়টি শিশুশিক্ষার মূল ভিত্তি হওয়া উচিত?
[A] স্বতোৎসারিত আনন্দ
[B] সমবেত প্রয়োগ পদ্ধতি
[C] সামাজিক উন্নতি
[D] ব্যক্তিগত উন্নতি
উঃ [A] স্বতোৎসারিত আনন্দ


Primary TET Practice Set PDF Download

শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।


---Advertisement---

Related Post

Cognitive Development Theory of Jean Piaget in Bengali | জেন পিয়াজেঁর প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব 2024

Cognitive Development Theory of Jean Piaget in Bengali: SIKSAKUL ‘সাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে ...

Role of Listening in Language Learning | ভাষা শিখনে শ্রবণের ভূমিকা

SIKSAKUL ‘সাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে আমরা ভাষা শিখনে শ্রবণের ভূমিকা (Role of Listening ...

National Curriculum Framework (NCF) 2005, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের বৈশিষ্ট ও নীতি- WB TET এর জন্য-(CDP Notes)

NCF 2005 National Curriculum Framework (NCF): NCF 2005: ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক (NCF) 2005 হল একটি গুরুত্বপূর্ণ নথি যা ভারতে শিক্ষা নীতির উন্নয়নের নির্দেশনা দেয়। এটি ন্যাশনাল কাউন্সিল অফ ...

Revised Blooms Taxonomy of Educational Objectives | সংশোধিত ব্লুমস ট্যাক্সোনমি

Revised Blooms Taxonomy of Educational Objectives | সংশোধিত ব্লুমস ট্যাক্সোনমি : ব্লুমের ট্যাক্সোনমি শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে একটি বিস্ময়কর সংযোজন। ব্লুমের ট্যাক্সোনমি 2001 সালে Anderson ও Krathwohl’s সংশোধন করেন। ...

Leave a Comment