---Advertisement---

Primary TET CDP Practice Set l প্রাইমারি টেট শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- ১৩: শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

By Siksakul

Updated on:

WB Primary TET CDP Practice Set
---Advertisement---

আপনি কি Primary TET 2023 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Siksakul আপনার জন্য নিয়ে এসেছে (Primary TET CDP Practice Set) শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ৩০ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Siksakul -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2023 পরীক্ষার্থীদের জন্য Siksakul-র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.

আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.

Primary TET Practice Set Child Development & Pedagogy l Primary TET CDP Practice Set

১) ব্যক্তির ব্যক্তিবৈষম্যের জন্য কোন উপাদানটি দায়ী?
[A] পরিবেশ
[B] বংশগতি
[C] দুটোই
[D] কোনটিই নয়
উঃ [C] দুটোই

২) কিশোর অপরাধের কারণ কোনটি হতে পারে?
[A] বংশগতি
[B] পরিবেশ
[C] ভগ্ন পরিবার
[D] সবকটি
উঃ [D] সবকটি

৩) কোন জায়গায় শিক্ষার্থীর জ্ঞানমূলক বিকাশ সবচেয়ে ভালো হয়?

[A] মিউজিয়াম

[B] বিদ্যালয় পরিবেশ

[C] অডিটরিয়াম

[D] খেলার মাঠ

উঃ [B] বিদ্যালয় পরিবেশ

৪) নিচের কোনটির ক্ষেত্রে বংশগতির প্রভাব সব থেকে কম?

[A] লিঙ্গ

[B] প্রতিক্রিয়ার সময়

[C] ওজন

[D] উচ্চতা

উঃ [B] প্রতিক্রিয়ার সময়

৫) শিশুর বিকাশে পরিবেশ না বংশগতি দায়ী, এই বিতর্কেকে কী নামে আখ্যায়িত করা হয়?
[A] Nature Vs Nurture Issue
[B] Normal Vs Abnormal Issue
[C] Early Vs Later Issue
[D] Continue Vs Discontinue Issue
উঃ [A] Nature Vs Nurture Issue

৬) ‘Law Of Ancestral Inheritance’ – কে আবিষ্কার করেন?
[A] Stone
[B] Goddard
[C] Galton
[D] Mendel
উঃ [C] Galton

৭) পিতা-মাতা ব্যতীত অন্যান্য দূরবর্তী পূর্বপুরুষদের যে বৈশিষ্ট্য গুলি শিশুর মধ্যে বর্তায় তাকে কি বলে?
[A] Indirect Heredity
[B] Direct Heredity
[C] Continuous Heredity
[D] Distance Heredity
উঃ [A] Indirect Heredity

৮) কোনটি মানসিক বংশগতির উদাহরণ নয়?
[A] চিন্তন
[B] প্রক্ষোভ
[C] অবয়ব
[D] প্রবৃত্তি
উঃ [C] অবয়ব

৯) ‘Environment is sumtotal of all the stimulations received by an individual from birth till death’ – কে বলেছেন?
[A] কার্ল
[B] ডেভিস
[C] স্টোন
[D] অ্যালপোর্ট
উঃ [C] স্টোন

১০) বংশগতির চতুর্থ সূত্রটি হলো-
[A] মানুষের অনার্জিত বিকাশগত বৈশিষ্ট্য সমানুপাতিক হারে সঞ্চালিত হয়
[B] মানুষের অর্জিত বিকাশগত বৈশিষ্ট্য বংশানুক্রমিক সঞ্চালন হয়
[C] মানুষের অনার্জিত বিকাশগত বৈশিষ্ট্য গড় অনুপাতে প্রবাহিত হয়
[D] মানুষের অর্জিত বিকাশগত বৈশিষ্ট্য বিষম হারে সঞ্চালিত হয়
উঃ [B] মানুষের অর্জিত বিকাশগত বৈশিষ্ট্য বংশানুক্রমিক সঞ্চালন হয়

১১) মেন্ডেলের সূত্রানুযায়ী, পিতা-মাতার মধ্যেকার মুখ্য এবং গৌণ গুণ দ্বিতীয় বংশধরদের মধ্যে কি অনুপাতে সঞ্চারিত হয়?
[A] 2:1
[B] 6:1
[C] 3:1
[D] 4:1
উঃ [C] 3:1

১২) বংশগতির একক কোনটি?
[A] শিশু
[B] জিন
[C] শিক্ষার্থী
[D] মানুষ
উঃ [B] জিন

১৩) কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান নয়?
[A] জলবায়ু
[B] আবহাওয়া
[C] খাদ্য পানীয়
[D] ঐতিহ্য ও সংস্কৃতি
উঃ [D] ঐতিহ্য ও সংস্কৃতি

১৪) বংশগতিবাদীগণ মনে করেন যে-
[A] বংশগতি হল অপরিবর্তনীয়
[B] বংশগতি হল পরিবর্তনীয়
[C] পরিবেশ হল অপরিবর্তনীয়
[D] পরিবেশ ও বংশগতি উভয়ই হল অপরিবর্তনীয়
উঃ [A] বংশগতি হল অপরিবর্তনীয়

১৫) শিশুর জীবন বিকাশ নির্ভর করে কিসের ওপর?
[A] শুধুমাত্র পরিবেশ
[B] শুধুমাত্র বংশগতি
[C] বংশগতি ও পরিবেশ
[D] বংশগতি পরিবেশ ও প্রেষণা
উঃ [D] বংশগতি পরিবেশ ও প্রেষণা

১৬) কে বংশগতির সপক্ষে যমজ শিশু নিয়ে পর্যবেক্ষণ কার্য চালান?
[A] নিউম্যান
[B] পিয়ারসন
[C] ডাগডেল
[D] টারম্যান
উঃ [A] নিউম্যান

১৭) বংশগতিবাদীদের মধ্যে মূল প্রবক্তা হলেন
[A] গ্যালটন
[B] পিয়ারসন
[C] ডাগডেল
[D] নিউম্যান
উঃ [A] গ্যালটন

১৮) পরিবেশবাদীদের মধ্যে মূল প্রবক্তা কে?
[A] ওয়াটসন
[B] উডওয়ার্থ
[C] ইস্টারব্রুক
[D] ক্যাটেল
উঃ [A] ওয়াটসন

১৯) ‘মানুষের ব্যক্তিত্ব = বংশগতি × পরিবেশ’। উক্তিটি কার?
[A] নিউম্যান
[B] ডগলাস
[C] টাইলার
[D] অ্যালপোর্ট
উঃ [D] অ্যালপোর্ট

) শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ?
[A] বংশগতি
[B] পরিবেশ
[C] সমানভাবেই দুটি
[D] কোনোটিই নয়
উঃ [C] সমানভাবেই দুটি

২১) বংশগতি সম্পর্কে শিক্ষকের ভূমিকা কীরূপ?
[A] নিষ্ক্রিয়
[B] সক্রিয়
[C] সুপ্ত
[D] মৌন
উঃ [A] নিষ্ক্রিয়

২২) কোনটি দৈহিক বংশগতির উদাহরণ নয়?
[A] চেহারা
[B] গঠন
[C] চুল
[D] দক্ষতা
উঃ [D] দক্ষতা

২৩) কোনটি মানসিক বংশগতির উদাহরণ নয়?
[A] প্রক্ষোভ
[B] বিশেষ কর্মসম্পাদনের ক্ষমতা
[C] চিন্তা শক্তি
[D] ব্লাড সুগার
উঃ [D] ব্লাড সুগার

২৪) ‘Heredity’ শব্দটি এসেছে নীচের কোন ল্যাটিন শব্দ থেকে?
[A] Hereditas
[B] Heritance
[C] Heredeli
[D] Heridity
উঃ [A] Hereditas

২৫) জন্মসূত্রে শিশু তার বাবা-মার কাছ থেকে যেসব বৈশিষ্ট্য পায় তাকে বলা হয়-
[A] প্রত্যক্ষ বংশগতি
[B] অপ্রত্যক্ষ বংশগতি
[C] দৈহিক বংশগতি
[D] কোনোটিই নয়
উঃ [A] প্রত্যক্ষ বংশগতি

Also Read: WBP Constable Practice Set 2024

২৬) DNA -এর পুরো নাম হল-
[A] Deoxyribo Nucleic Acid
[B] Deoxi Nucleic Acid
[C] Delta Nucleic Acid
[D] কোনোটিই নয়
উঃ [A] Deoxyribo Nucleic Acid

২৭) মানবকোশে ক্রোমোজোমের সংখ্যা কয়টি?
[A] 20 জোড়া
[B] 23 জোড়া
[C] 26 জোড়া
[D] কোনোটিই নয়
উঃ [B] 23 জোড়া

২৮) ‘Hereditary Genius’ নামক বইটি কার লেখা?
[A] Galton
[B] Dugdale
[C] Juke
[D] Goddard
উঃ [A] Galton

২৯) কে ‘জিনতত্ত্ব’ (Genetics) শব্দটি প্রথম ব্যবহার করেন?
[A] ব্রুনার
[B] ফ্রয়েড
[C] উইলিয়াম বেটসন
[D] আর্নেস্ট জোনস
উঃ [C] উইলিয়াম বেটসন

৩০) নিচের কোন উপাদানটি সামাজিকীকরণকে প্রভাবিত করে?
[A] পরিবেশ
[B] পারস্পারিক সম্পর্ক
[C] বিদ্যালয় সংস্কৃতি
[D] সবগুলি
উঃ [D] সবগুলি

Primary TET Practice Set PDF Download

---Advertisement---

Related Post

The Fly by Katherine Mansfield – 30 One-Sentence Questions and Answers l WB SLST English 2025 (Corrected for 2nd WB SLST)

The Fly by Katherine Mansfield: WB SLST English 2025 পরীক্ষার প্রস্তুতিতে ‘The Fly by Katherine Mansfield’ অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে নানা ধরনের প্রশ্ন এসেছে, ...

Araby by James Joyce for WB SLST English 2025 – 30 Model One-Liner Questions with Correct Answers (Corrected for 2nd WB SLST)

Araby by James Joyce for WB SLST English 2025: আপনি যদি WB SLST English 2025 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য বিশেষভাবে উপযোগী। বিশেষ করে ...

SSC CHSL, SLST, WBCS History Special: 100 Questions on German Nazism with Answers | জার্মান নাৎসিবাদ সম্পর্কে ১০০টি প্রশ্ন ও উত্তর

Questions on German Nazism with Answers: সরকারি চাকরির প্রস্তুতিতে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে SSC CHSL, SLST ও WBCS-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। ইতিহাসের মধ্যে জার্মানির নাৎসিবাদ ...

SSC CHSL 2025 Practice Set 3 – Solve Important Questions in GK, English & Reasoning each part 20 questions

SSC CHSL 2025 Practice Set 3: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL Practice Set ...

Leave a Comment