WB Gram Panchayat Exam Practice Set 09 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিকপদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা(siksakul) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০৩ (WB Gram Panchayat Exam Practice Set 09)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 09
১) মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি ?
Answer – স্টেপিস
২) ভারতীয় চিকিৎসা শাস্ত্রের সর্বপ্রথম উল্লেখ কোন বেদে পাওয়া যায়?
Answer – অথর্ববেদ
৩) ‘ চরিত্রম’ সংস্কৃত তে কে লেখেন ?
Answer – অশ্বঘোষ
৪) নন্দ বংশের কোন সম্রাট ‘একরাট’ উপাধি নেন ?
Answer – মহাপদ্ম নন্দ
৫) মেহলিস্ গ্রন্থি কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায়?
Answer – ফিতা কৃমি
৬) কে প্রথম কেঁচো কে কৃষকের বন্ধু বলেন?
Answer – চার্লস ডারউইন
৭) পাতার তলায় তৈরি রেনুস্থলী গুচ্ছ কে কি বলে?
Answer – সোরাস
৮) কোন শৈবাল মহাকাশ গবেষণার সঙ্গে সম্পর্কিত ?
Answer – ক্লোরেল্লা
৯) বানিহাল গিরিপথের অপর নাম কি ?
Answer – জওহর সুরঙ্গ
১০) পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি?
Answer – কয়লা
১১) চাঁদের ব্যাস কত?
Answer – ৩৪৭৪কিমি
১২) পশ্চিমবঙ্গের কোথায় প্রথম বন্দর গড়ে ওঠে?
Answer – তাম্রলিপ্ত
১৩) হাঙ্গর থেকে তৈল প্রস্তুত এর কারখানা কোথায় অবস্থিত?
Answer – জুন পুট
১৪) পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি?
Answer – চিনামাটি
আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৫
WB Gram Panchayat Exam Practice Set 09
১৫) পশ্চিমবঙ্গের কোথায় কোয়ার্টজাইট পাওয়া যায় ?
Answer – দার্জিলিং