---Advertisement---

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ৪

By Siksakul

Published on:

WBP Constable Practice Set 2024
---Advertisement---

পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিলেবাস ভিত্তিক পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট প্রকাশ করা হল আজকের প্রতিবেদনে।

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

WBP Constable Practice Set 2024

WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

WBP Constable Practice Set in Bengali

WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBP Constable Practice Set 4

1. অলকানন্দা এবং ভাগীরথীর সংযোগস্থল কোনটি?

[A] দেবপ্রয়াগ
[B] রুদ্রপ্রয়াগ
[C] কর্ণপ্রয়াগ
[D] বিষ্ণুপ্রয়াগ

উত্তরঃ [A] দেবপ্রয়াগ

2. ইউনাইটেড নেশন বিশ্ব খাদ্য দিবস কবে পালন করে?

[A] 11 আগস্ট
[B] 16 অক্টোবর
[C] 20 নভেম্বর
[D] 14 সেপ্টেম্বর

উত্তরঃ [B] 16 অক্টোবর

3. চীনের জাতীয় খেলা কি?

[A] ব্যাডমিন্টন
[B] দাবা
[C] টেবিল টেনিস
[D] ফুটবল

উত্তরঃ [C] টেবিল টেনিস

4. ‘অর্থনৈতিক সংস্কার ভারতে কোন সালে অনুষ্ঠিত হয়?

[A] 1991
[B] 1990
[C] 1992
[D] 1989

উত্তরঃ [A] 1991

5. হ্যারিপটার -এর রচয়িতা কে?

[A] জে কে রাওলিং
[B] লিও টলস্টয়
[C] ওয়ালটার স্কট
[D] জেরোম কে জেরোম

উত্তরঃ [A] জে কে রাওলিং

6. গ্রীনপার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত?

[A] বেঙ্গালুরু
[B] কানপুর
[C] দেরাদুন
[D] চন্ডিগড়

উত্তরঃ [B] কানপুর

7. নাবার্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তৈরি হয়েছিল?

[A] চতুর্থ পরিকল্পনা
[B] অষ্টম পরিকল্পনা
[C] ষষ্ঠ পরিকল্পনা
[D] পঞ্চম পরিকল্পনা

উত্তরঃ [C] ষষ্ঠ পরিকল্পনা

8. ভারতের প্রত্যক্ষ গণতন্ত্রের উদাহরণ হল—

[A] জেলা পঞ্চায়েত
[B] নগর পঞ্চায়েত
[C] গ্রামসভা
[D] ক্ষেত্র পঞ্চায়েত

উত্তরঃ [C] গ্রামসভা

9. নিম্নলিখিত কোনটি সঠিক নয়?

[A] বর্ধমান – চুনাপাথর
[B] পুরুলিয়া – ম্যাঙ্গানিজ
[C] বীরভূম – চিনামাটি
[D] বাঁকুড়া – কয়লা

উত্তরঃ [D] বাঁকুড়া – কয়লা

10. নিম্নলিখিত কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ নয়?

[A] নাল্লামালাই
[B] অগস্ত্যমালাই
[C] নীলগিরি
[D] পাঁচমারী

উত্তরঃ [A] নাল্লামালাই

Read Also:
---Advertisement---

Related Post

100+ First in Bengali Literature for All Competitive Exams l বাংলা সাহিত্যে যা কিছু প্রথম সকল প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ

First in Bengali Literature: বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। প্রতিটি যুগে কিছু না কিছু “প্রথম” অর্জন আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছে। বাংলা সাহিত্যে প্রথম কবি থেকে ...

WB SLST Bengali MCQ Practice Set 01 l বাংলা SLST 2025 MCQ প্র্যাকটিস সেট

WB SLST Bengali MCQ Practice Set 01: WB SLST বাংলা সাহিত্যের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করে তুলতে আমরা এনেছি WB SLST Bengali MCQ Practice Set—একটি সুসংগঠিত প্রশ্নোত্তর ...

The Hollow Men WB SLST English Practice Set: MCQ from The Hollow Men by T.S. Eliot – WB SLST English

The Hollow Men WB SLST English Practice Set: টি. এস. এলিয়টের বিখ্যাত কবিতা “The Hollow Men” ইংরেজি সাহিত্যের আধুনিকতাবাদী কাব্যের এক অনন্য নিদর্শন, যা WB SLST 2025 ইংরেজি ...

First Creator and Publisher of Bengali Literature 2025 l বাংলা সাহিত্যের প্রথম বিষয়াবলি ও প্রকাশনা | ইতিহাস ও তথ্যভান্ডার

First Creator and Publisher of Bengali Literature 2025: বাংলা সাহিত্যের ইতিহাস জানার যাত্রা শুরু হয় তার প্রথম বিষয়াবলি ও প্রকাশনা দিয়ে। সাহিত্যপ্রেমী, গবেষক, কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতকারীদের জন্য ...

Leave a Comment