WB Food SI Practice Set 3: ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। (WBPSC Food SI Practice Set)এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।
WB Food SI Practice Set 3: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Siksakul ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Siksakul -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘Genaral Knowledge’ আপলোড করা হচ্ছে। Siksakul আয়োজিত General Knowledge -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।
WB Food SI Practice Set l WBPSC Food SI Practice Set
Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

Food SI Practice Set 1 l WBPSC Food SI Practice Set
1. কোন কমিটির স্থানীয় স্বশাসনের জন্য সুপারিশ করেছে?:- বলবন্ত রাই মেহতা কমিটি (১৯৫৭ সালে)।
2. ক্রোমোজোম কোথায় গঠিত হয় না?:- প্রোক্যারিওটিক কোষ।
3. কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চম্পাই সোরেন?:- ঝাড়খন্ড।
4. চিপকো আন্দোলন কি নামে পরিচিত?:- নারীবাদী আন্দোলন।
5. ‘২০২২ ফিফা বিশ্বকাপ’ এর অফিশিয়াল বলের নাম কি ছিল?:- আল রিহালা।
6. ১১৯৪ খ্রিস্টাব্দে চান্দাওয়ারের যুদ্ধে কে পরাজিত হন?:- জয়চাঁদ।
7. অভ্র খনির জন্য বিখ্যাত কোডার্মা কোন রাজ্যে অবস্থিত?:- ঝাড়খন্ড।
8. পুনর্ভবা এবং আত্রাই হলো কোন নদীর শাখা নদী?:- তিস্তা।
9. কে বাতাপিকোন্ডা উপাধি গ্রহণ করেছিলেন?:- প্রথম নরসিংহবর্মন।
10. জীবনের জলসাঘরে কোন ব্যক্তিরা আত্মজীবনী?:- মান্না দে (প্রবোধচন্দ্র দে)।

WB Food SI Practice Set in Bengali l WB Food SI Practice Set – 3
11. পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য কার অনুমোদন অপরিহার্য নয়?:- রাজ্যসভার অনুমোদন।
12. সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কবে?:- ২০১৯ সালে।
13. প্রতিবছর কোন তারিখে পালিত হয় বিশ্ব ব্রেইল দিবস?:- ৪ঠা জানুয়ারি।
14. লোদী রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?:- বাহলুল লোদী।
15. সৌরজগতের কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক?:- শনি।
16. কে ভারতের আদমশুমারি সূচনা করে?:- লর্ড মেয়ো।
17. সত্যজিৎ রায়কে সিনেমা জগতে বিশেষ কৃতিত্বের জন্য অস্কার পুরস্কার প্রদান করা হয় কত সালে?:- ১৯৯২ সালে।

18. সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে কি উৎপন্ন হয়?:- সোডিয়াম হাইড্রক্সাইড।
19. স্বাধীন ভারতে আবিষ্কৃত প্রথম প্রত্নক্ষেত্র কোনটি ছিল?:- রূপার।
20. অস্ট্রেলিয়ান ওপেন ২০২৪ পুরুষদের একক শিরোপা কে জিতেছেন?:- জানিক সিনার।
21. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?:- আত্মারাম পান্ডুরং(১৮৬৭ সালে)।
22. পিচভারম ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে অবস্থিত?:- তামিলনাড়ু।
23. সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স কত?:- ৬৫ বছর।
24. এক প্রকার কার্বোহাইড্রেট যা মানুষের পরিপাকতন্ত্র দ্বারা হজম করা যায় না তা হল কি?:- সেলুলোজ।
WB Food SI Practice Set l Food Sub Inspector Suggestive Practice Set
