---Advertisement---

WB Food SI Practice Set – 3 | ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট -৩ l WBPSC Food SI Practice Set

By Siksakul

Published on:

WBPSC Food SI Practice Set
---Advertisement---

WB Food SI Practice Set 3: ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। (WBPSC Food SI Practice Set)এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

WB Food SI Practice Set 3: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Siksakul ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Siksakul -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘Genaral Knowledge’ আপলোড করা হচ্ছে। Siksakul আয়োজিত General Knowledge -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WB Food SI Practice Set l WBPSC Food SI Practice Set

Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

WBPSC Food SI Practice Set

Food SI Practice Set 1 l WBPSC Food SI Practice Set

1. কোন কমিটির স্থানীয় স্বশাসনের জন্য সুপারিশ করেছে?:- বলবন্ত রাই মেহতা কমিটি (১৯৫৭ সালে)।

2. ক্রোমোজোম কোথায় গঠিত হয় না?:- প্রোক্যারিওটিক কোষ।

3. কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চম্পাই সোরেন?:- ঝাড়খন্ড।

4. চিপকো আন্দোলন কি নামে পরিচিত?:- নারীবাদী আন্দোলন।

5. ‘২০২২ ফিফা বিশ্বকাপ’ এর অফিশিয়াল বলের নাম কি ছিল?:- আল‌ রিহালা।

6. ১১৯৪ খ্রিস্টাব্দে চান্দাওয়ারের যুদ্ধে কে পরাজিত হন?:- জয়চাঁদ।

7. অভ্র খনির জন্য বিখ্যাত কোডার্মা কোন রাজ্যে অবস্থিত?:- ঝাড়খন্ড।

8. পুনর্ভবা এবং আত্রাই হলো কোন নদীর শাখা নদী?:- তিস্তা।

9. কে বাতাপিকোন্ডা উপাধি গ্রহণ করেছিলেন?:- প্রথম নরসিংহবর্মন।

10. জীবনের জলসাঘরে কোন ব্যক্তিরা আত্মজীবনী?:- মান্না দে (প্রবোধচন্দ্র দে)।

WB Food SI Practice Set in Bengali l WB Food SI Practice Set – 3

11. পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য কার অনুমোদন অপরিহার্য নয়?:- রাজ্যসভার অনুমোদন।

12. সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কবে?:- ২০১৯ সালে।

13. প্রতিবছর কোন তারিখে পালিত হয় বিশ্ব ব্রেইল দিবস?:- ৪ঠা জানুয়ারি।

14. লোদী রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?:- বাহলুল লোদী।

15. সৌরজগতের কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক?:- শনি।

16. কে ভারতের আদমশুমারি সূচনা করে?:- লর্ড মেয়ো।

17. সত্যজিৎ রায়কে সিনেমা জগতে বিশেষ কৃতিত্বের জন্য অস্কার পুরস্কার প্রদান করা হয় কত সালে?:- ১৯৯২ সালে।

18. সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে কি উৎপন্ন হয়?:- সোডিয়াম হাইড্রক্সাইড।

19. স্বাধীন ভারতে আবিষ্কৃত প্রথম প্রত্নক্ষেত্র কোনটি ছিল?:- রূপার।

20. অস্ট্রেলিয়ান ওপেন ২০২৪ পুরুষদের একক শিরোপা কে জিতেছেন?:- জানিক সিনার।

21. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?:- আত্মারাম পান্ডুরং(১৮৬৭ সালে)।

22. পিচভারম ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে অবস্থিত?:- তামিলনাড়ু।

23. সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স কত?:- ৬৫ বছর।

24. এক প্রকার কার্বোহাইড্রেট যা মানুষের পরিপাকতন্ত্র দ্বারা হজম করা যায় না তা হল কি?:- সেলুলোজ।

WB Food SI Practice Set l Food Sub Inspector Suggestive Practice Set

Also Read:
---Advertisement---

Related Post

D.El.Ed Child Study Exam Preparation: Complete Set of Important Short Questions (2-Mark Based) l D.El.Ed. 2024-26 শিশু অধ্যয়ন: গুরুত্বপূর্ণ ২ নম্বর প্রশ্নোত্তর

D.El.Ed Child Study Exam Preparation: প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকপ্রার্থী যারা D.El.Ed 2024-26 কোর্সে ভর্তি হয়েছেন, তাদের জন্য শিশু অধ্যয়ন (Child Study) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি ...

✅ Important Events in Indian History l ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ

Important Events in Indian History: ভারতের ইতিহাস হাজার বছরের গৌরবময় ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ঘটনায় ভরা (Indian Historical events List)। প্রতিটি ঘটনা আমাদের সভ্যতার বিকাশ ...

WB Primary TET Practice Set 09 | Primary TET 2025 Bengali Pedagogy | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট ০৯

WB Primary TET Practice Set 09: স্বাগতম Siksakul ব্লগে। আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই ব্লগটি বিশেষভাবে প্রস্তুত ...

Primary TET 2025 Bengali Pedagogy Part 08 l TET CTET Bengali Pedagogy l প্রাইমারি টেট 2025 বাংলা পেডাগগি MCQ প্রশ্নোত্তর

Primary Upper Primary TET 2025 Bengali Pedagogy Part 08: শিক্ষক নিয়োগ পরীক্ষায় সফল হতে Primary TET 2025 Bengali Pedagogy, Upper Primary TET Bengali Pedagogy এবং CTET Bengali Pedagogy একটি গুরুত্বপূর্ণ অংশ। ...

Leave a Comment