---Advertisement---

General Knowledge Questions for Primary TET | Food Si and Primary Tet GK questions -1 | জেনারেল নলেজ -1

By Siksakul

Published on:

General Knowledge Questions for Primary TET
---Advertisement---

আপন কি কোনো সরকারি চাকরির পরীক্ষার্থী? তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন. কেননা আমরা এখানে সকল সরকারি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু (General Knowledge Questions for Primary TET) সাধারণ জ্ঞান এর প্রশ্ন উত্তর দেওয়া হলো, যা আপনাদের অনেকটা সহায়তা করবে.

General Knowledge Questions for Primary TET l জেনারেল নলেজ

1. চামড়া পুড়ে গেলে বরফ গলা ঠান্ডা জল দেওয়া হয় কেন?:- ত্বকের ভিতরের স্তরকে বাঁচাতে।

2. চামড়ার বেশিরভাগ অংশ পুড়ে গেলে মানুষ মারা যায় কে:- বাইরের জীবাণু দ্বারা সংক্রমণের জন্য।

3. মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি?:-ত্বক।

4. ত্বকে থাকা মেলানিন হলো একটি:- রঞ্জক পদার্থ।

5. মেলানিন কিভাবে শরীরের অতিবেগুনি রশ্মির প্রবেশে বাধা দেয়?:- শোষিত করে।

6. ত্বকে শ্বেতি(সাদা দাগ)হওয়ার কারণ কী?:- মেলানোসাইট কোষের মৃত্যুর জন্য।

7. আমাদের শরীর থেকে ঘাম নির্গত হয়:- পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পেলে, শরীরে উষ্ণতা বৃদ্ধি পেলে এবং আবেগতাড়িত হয়ে পড়লে।

8. ঘর্মগ্রন্থি ত্বকের কোন স্তরে থাকে?:- ডারমিস স্তরে।

9. শরীরের ভিতর থেকে বাইরের দিকে ত্বকের তিনটি স্তরের ক্রম হলো:- হাইপোডারমিস-ডারমিস-এপিডারমিস।

10. ঘাম নিষ্কাশনের ফলে কোন কাজটি হয়?:-শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় এবং কিছু বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়।

11. চুলের উপাদান কি?:- চুলের উপাদান হলো প্রোটিন।

12. পাকা চুলের কারণ কি?:- চুলে মেলানিন না থাকার জন্য।

13. চুল পোড়ালে যে কটু গন্ধ নির্গত হয় তার কারণ কোন মৌল?:- সালফার।

14. নখ, চুল এবং গন্ডারের খরগ এ কোন প্রোটিন থাকে?:- কেরাটিন।

15. রক্তাল্পতার কারণে:- নখ কালো হয়ে যায়।

16. প্রতি হাতে কব্জি থেকে পাঁচ আঙুলে মোট হাড়ের সংখ্যা কয়টি?:- ২৭ টি।

17. শরীরের সবচেয়ে লম্বা হাড়ের নাম কি?:- ফিমার।

18. শরীরের সবচেয়ে ছোট হাড়ের নাম কী?:- স্টেপিস।

19. কনুই থেকে কব্জির আগে পর্যন্ত হাড়ের সংখ্যা কতগুলি?:- দুইটি।

20. কানের শক্ত অংশ হলো:-কার্টিলেজ।

21. কোন অস্থির আকৃতি মাছের কানকোর মত?:- স্ক্যাপুলা।

Food Si and Primary Tet GK questions l GK Questions for TET

22. পঞ্চরাস্থিগুলি বুকের মাঝখানে যে হাড়ের সাথে যুক্ত হয়েছে তার নাম কি?:- স্টারনাম।

23. প্যাটেলা হাড়টি থাকে কোথায়?:-হাঁটুতে।

24. রেডিয়াস ও আলনা হাড় দুটি থাকে কোথায়?:- হাতে।

25. মানব শরীরের ক্ষুদ্রতম হাড় থাকে কোথায়?:- কানে।

26. টিবিয়া ও ফিবিউলা হাড় দুটি থাকে:- পায়ে।

27. মানব শরীরের দীর্ঘতম হাড় আছে:- পায়ে।

28. হিউমেরাস হাড়টি রয়েছে:- হাতে।

29. আমাদের মুখের চোয়ালের:- উপরেরটি স্থির ও নিচেরটি সচল।

30. “বল ও সকেট” অস্থিসন্ধি দেখা যায়:- হাত ও কাঁধের সংযোগস্থলে।

31. কব্জার মতো অস্থিসন্ধি দেখা যায়:- হাঁটুতে।

32. পিভট সন্ধি (Pivot joint) দেখা যায়:- ঘাড়ে।

33. লিগামেন্টের দ্বারা:- দুটি অস্থি যুক্ত থাকে।

34. টেনডন দ্বারা:- একটি অস্থি ও একটি পেশী যুক্ত থাকে।

35. অস্থিতে থাকে:-ক্যালসিয়াম ও ফসফরাস।

36. দাঁতের এনামেল, কার্টিলেজ অস্থির মধ্যে কাঠিন্যের ক্রমহ্রাসমান ক্রম হলো:- এনামেল-অস্থি-কার্টিলেজ।

37. অস্থি, কার্টিলেজ ও এনামেল এর মধ্যে কোনটির উপাদান ক্যালসিয়াম ফসফেট?:- অস্থি ও এনামেল।

38. মানব শরীরের কঠিনতম অঙ্গ কি?:- এনামেল।

39. আমাদের কর্মছত্রের পেশী হল:- অনৈচ্ছিক পেশি।

40. আমাদের দেহে পেশির সংখ্যা:- ৫০০ এর চাইতে বেশি।

GK Questions for TET l Food Si and Primary Tet GK questions -1

41. হাতের বুড়ো আঙুলে কারপাল মেটাকারপাল এর মধ্যে থাকা অস্থিসন্ধিটি হল:- স্যাডল সন্ধি।

42. অ্যাটলাস হল:-প্রথম কশেরুকা।

43. একটি অচল অস্থি সন্ধি হলো:- করোটীয় অস্থি সন্ধি।

44. কেঁচোর:- পেশি আছে কিন্তু অস্থি নেই।

45. পেশি কোশে থাকা প্রোটিনটি হল:- অ্যাকটিন ও মায়োসিন।

46. মানুষের হৃদপিন্ডের প্রকোষ্ঠ সংখ্যা কটি?:- চারটি।

GK Questions for TET l General Knowledge Questions for Primary TET

47. হৃদপিন্ডের চারটি প্রকোষ্ঠের মধ্যে সবচেয়ে বড় কোনটি?:- বাম নিলয়।

48. ফুসফুস থেকে বেশি অক্সিজেনযুক্ত রক্ত(Oxygenated blood) এসে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে প্রবেশ করে?:- বাম অলিন্দ।

49. ধমনী ও নিলয়ের সংযোগস্থলের কপাটিকা হল:- অর্ধচন্দ্রকার কপাটিকা।

50. রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়লে কোন অঙ্গের সমস্যা হওয়ার সম্ভাবনা?:- হৃদপিণ্ড।

---Advertisement---

Related Post

The Fly by Katherine Mansfield – 30 One-Sentence Questions and Answers l WB SLST English 2025 (Corrected for 2nd WB SLST)

The Fly by Katherine Mansfield: WB SLST English 2025 পরীক্ষার প্রস্তুতিতে ‘The Fly by Katherine Mansfield’ অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে নানা ধরনের প্রশ্ন এসেছে, ...

Araby by James Joyce for WB SLST English 2025 – 30 Model One-Liner Questions with Correct Answers (Corrected for 2nd WB SLST)

Araby by James Joyce for WB SLST English 2025: আপনি যদি WB SLST English 2025 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য বিশেষভাবে উপযোগী। বিশেষ করে ...

SSC CHSL, SLST, WBCS History Special: 100 Questions on German Nazism with Answers | জার্মান নাৎসিবাদ সম্পর্কে ১০০টি প্রশ্ন ও উত্তর

Questions on German Nazism with Answers: সরকারি চাকরির প্রস্তুতিতে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে SSC CHSL, SLST ও WBCS-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। ইতিহাসের মধ্যে জার্মানির নাৎসিবাদ ...

SSC CHSL 2025 Practice Set 3 – Solve Important Questions in GK, English & Reasoning each part 20 questions

SSC CHSL 2025 Practice Set 3: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL Practice Set ...

Leave a Comment