---Advertisement---

PRIMARY TET EVS PRACTICE SET – 07 l প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর l WB Primary TET Exam

By Siksakul

Published on:

PRIMARY TET EVS PRACTICE SET
---Advertisement---

আপনি কি Primary TET 2023 (WB Primary TET Exam 2023) পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Siksakul.com আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set (Primary TET EVS Practice Set – 06) যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Siksakul.com দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে, প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2023 পরীক্ষার্থীদের জন্য Siksakul.com এর এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.

Primary TET EVS Practice Set – 07 | WB Primary TET Exam 2023

1. আগামী ২০৩০ সালকে লক্ষ্য করে সুস্থায়ী বা সাসটেনেবল উন্নয়নের কর্মসূচিকে বলে-
A) ২০৩০ ফিউচার।
B) অ্যাজেন্ডা ২০৩০।
C) ২০০০+৩০ প্রোগ্রাম।
D) গ্রোথ ২০৩০।

উঃ-B) অ্যাজেন্ডা ২০৩০।

2. অরণ্য ধ্বংসের জন্য কোনটি সবচেয়ে দায়বদ্ধ?
A) মানুষের গাছ কাটার অভ্যাস।
B) অশিক্ষা।
C) জ্বালানির অভাব।
D) অনিয়ন্ত্রিত গাছ কাটা।

উঃ-D) অনিয়ন্ত্রিত গাছ কাটা।

3. যে জীব ভৌগলিক অঞ্চলের জীব বৈচিত্র্য থাকলেও যা নানা কারণে বিপন্ন হয়েছে, তাকে বলে-
A) হটস্পট।
B) বায়োস্ফিয়ার রিজার্ভ।
C) অভয়ারণ্য।
D) ন্যাশনাল পার্ক।

উঃ-A) হটস্পট।

4. মাটির খনিজ উপাদানের পরিমাণ-
A) ৪৫%
B) ২৫%
C) ৫%
D) ২০%

উঃ-A) ৪৫%

5. ভারতের কোন রাজ্যে করোনায় সবচেয়ে আক্রান্ত হয়েছে?
A) পশ্চিমবঙ্গ।
B) মহারাষ্ট্র।
C) কেরল।
D) গোয়া।

উঃ-B) মহারাষ্ট্র।

6. ভারতের কোন জীবভৌগলিক অঞ্চলের স্নো লেপার্ড পাওয়া যায়?
A) ট্রান্স হিমালয় অঞ্চল।
B) ভারতীয় মরু অঞ্চল।
C) উপকূলীয় অঞ্চল।
D) দাক্ষিণাত্যের মালভূমি।

উঃ-A) ট্রান্স হিমালয় অঞ্চল।

7. বিশ্ব অরণ্য দিবস প্রতিবছর পালিত হয়-
A) ২১ মার্চ।
B) ২২মার্চ।
C) ২৪ এপ্রিল।
D) ৭ এপ্রিল।

উঃ-A) ২১ মার্চ।

আরও পড়ুন:- EVS Practice Set-4

8. বিষ্ণোই কারা?
A) রাজস্থান পাঞ্জাব হরিয়ানার মানুষ।
B) অরুণাচল নাগাল্যান্ডের মানুষ।
C) পশ্চিমবঙ্গ বিহার ওড়িশার মানুষ।
D) তামিলনাড়ু কর্ণাটকের মানুষ।

উঃ-A) রাজস্থান পাঞ্জাব হরিয়ানার মানুষ।

9. তেজস্ক্রিয় বিকিরণ কি যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায়?
A) থার্মোমিটার।
B) প্যান্টোগ্রাফ।
C) গিগার-মুলার কাউন্টার।
D) জিপিএস।

উঃ-C) গিগার-মুলার কাউন্টার।

10. Periplaneta Americana বিজ্ঞানসম্মত নামটি নিচের কোন প্রাণীর?
A) মাছি।
B) আরশোলা।
C) কুমির।
D) সোনা ব্যাং।

উঃ-B) আরশোলা।

11. পৃথিবীর কোন দেশে সর্বোচ্চ পরিমাণ টার স্যান্ড পাওয়া যায়?
A) ভেনেজুয়েলা।
B) রাশিয়া।
C) কানাডা।
D) আমেরিকা।

উঃ-C) কানাডা।

12. পশ্চিমবঙ্গের কোথায় বায়ু শক্তি। উৎপাদন করা হয়?
A) সাগর দ্বীপ সুন্দরবন।
B) দার্জিলিং।
C) জলপাইগুড়ি।
D) কোচবিহার।

উঃ-A) সাগর দ্বীপ সুন্দরবন।

13. FAO এর মতে বেঁচে থাকার জন্য মানুষের দৈনিক কি পরিমান খাদ্য শক্তি দরকার?
A) ২৭৭০ ক্যালোরি।
B) ৫৫০০ ক্যালোরি।
C) ৩৯২০ ক্যালোরি।
D) ২০২০ ক্যালোরি।

উঃ-A) ২৭৭০ ক্যালোরি।

14. মন্ট্রিল প্রটোকলের উদ্দেশ্য হলো যে গ্যাস বা পদার্থের নিয়ন্ত্রণ-
A) CFC
B) আর্সেনিক।
C) Pb
D) SPM

উঃ-A) CFC

15. প্যারিস সমঝোতা বা প্যারিস এগ্রিমেন্ট কিসের সঙ্গে যুক্ত?
A) কৃষিজ দূষণ।
B) শিল্প দূষণ।
C) জনসংখ্যা নিয়ন্ত্রণ।
D) গ্রীন হাউজ গ্যাস।

উঃ-D) গ্রীন হাউজ গ্যাস।

16. আপিক্কো আন্দোলনের নেতৃত্ব দেন-
A) মহারাজা অভয় সিং।
B) অমৃতা দেবী।
C) পান্ডুরং হেগড়ে।
D) মেধা পাটেকার।

উঃ-C) পান্ডুরং হেগড়ে।

17. টিউপিক হল-
A) বরফের তৈরী ঘর ইগলু।
B) এক্সিমোরা গ্রীষ্মকালের যে চামড়া তৈরি তাবুতে বাস করে।
C) এক্সিমোরা যে চামড়া তৈরি নৌকা ব্যবহার করে।
D) কোনোটিই নয়।

উঃ-B) এক্সিমোরা গ্রীষ্মকালের যে চামড়া তৈরি তাবুতে বাস করে।

18. পুকুর বা হ্রদের প্রাকৃতিক পরিবেশ ও বাস্তুতন্ত্রের প্রাথমিক খাদক নিচের কোনটি?
A) ছোটো মাছ।
B) প্রাণী প্লাংকটন।
C) শ্যাওলা।
D) ছত্রাক।

উঃ-B) প্রাণী প্লাংকটন।

19. কয়েক ঘন্টার প্রচুর বৃষ্টিপাতের ফলে কোন দুর্যোগ ঘটে?
A) হড়পা বান।
B) ভূমিক্ষয়।
C) জল দূষণ।
D) বাঁধের ক্ষতি।

উঃ-A) হড়পা বান।

20. ধানের উৎপাদন বৃদ্ধিতে কোন বিজ্ঞানীর অবদান আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে?
A) নরম্যান বোরলগ।
B) ভার্নিস কুরিয়েন।
C) এম এস স্বামীনাথন।
D) গোবিন্দ বল্লভ পন্থ।

উঃ-C) এম এস স্বামীনাথন।

21. ‘হ্যাবিট্যাট লস’ বলতে কী বোঝায়?
A) অর্থের ক্ষতি।
B) বাড়ি ঘরের ক্ষতি।
C) পারিবারিক ক্ষতি।
D) প্রাকৃতিক বনভূমির ক্ষতি।

উঃ-D) প্রাকৃতিক বনভূমির ক্ষতি।

22. ওজোন স্তর ক্ষয়ের ফলে মানুষের দেহে নিম্নলিখিত কোন রোগ হয়?
A) ব্ল্যাক ফুট।
B) ফ্লোরোসিস।
C) মেলানোমা।
D) মিনামাটা।

উঃ-C) মেলানোমা।

23. অ্যাসিড বৃষ্টিতে থাকে-
A) কার্বন মনোক্সাইড।
B) নাইট্রোজেন ডাইঅক্সাইড।
C) সালফার ডাই অক্সাইড।
D) মিথেন।

উঃ-C) সালফার ডাই অক্সাইড।

24. ছৌ নাচ বেশি অনুষ্ঠিত হয়-
A) পুরুলিয়া।
B) ঝাড়গ্ৰামে।
C) বাঁকুড়ায়।
D) পশ্চিম মেদিনীপুরে।

উঃ-A) পুরুলিয়া।

25. নদীর জলকে সাধারণত বলা হয়-
A) নোনা জল।
B) প্রবাহিত জল।
C) বিশুদ্ধ জল।
D) স্থির জল।

উঃ-B) প্রবাহিত জল।

---Advertisement---

Related Post

List Of National Parks Of India PDF l ভারতের জাতীয় উদ্যানের তালিকা PDF

ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানের তালিকা PDF: বিনামূল্যে ডাউনলোড করুন প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় List of National Parks of India PDF থেকে অসংখ্য প্রশ্ন আসে। এটি শুধুমাত্র পরিবেশ ...

Primary TET EVS Practice Set 2023 (Essential) l প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট- ১০: পরিবেশ বিদ্যা বিষয়ের ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

আপনি কি Primary TET 2023 (WB Primary TET Exam 2023) পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Siksakul আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set (Primary TET EVS Practice Set – 10) যা আগত প্রাইমারি টেট ...

WB Primary TET Exam Practice Set 6 || প্রাইমারি টেট প্র্যাকটিস সেট 6

WB Primary TET Exam Practice Set 6: স্বাগতম Siksakul ব্লগে। আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই ব্লগটি বিশেষভাবে ...

Primary TET Exam Preparation Practice Set 5 || প্রাইমারি টেট পরীক্ষা প্রস্তুতির প্র্যাকটিস সেট ৫ || WB Primary TET Practice Set 5

Primary TET Exam Preparation Practice Set: স্বাগতম Siksakul ব্লগে। আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই ব্লগটি বিশেষভাবে প্রস্তুত ...

Leave a Comment