---Advertisement---

Primary TET EVS Practice Set 2023 l প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট- ৯: পরিবেশ বিদ্যা বিষয়ের ১৫ টি প্রশ্নোত্তর

By Siksakul

Published on:

Primary TET EVS Practice Set
---Advertisement---

আপনি কি Primary TET 2023 (WB Primary TET Exam 2023) পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Siksakul আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set (Primary TET EVS Practice Set – 09) যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Siksakul দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে, প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2023 পরীক্ষার্থীদের জন্য Siksakul এর এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.

Primary TET EVS Practice Set – 09 | WB Primary TET Exam 2023

Primary TET EVS Practice Set

১) Animal Ecology কাল লেখা?
[A] লেন্ডিম্যান
[B] ওডাম
[C] হেকেল
[D] এলটন
উঃ [D] এলটন

২) জুপ্লাংটন হল-
[A] প্রথম শ্রেণীর খাদক
[B] দ্বিতীয় শ্রেণীর খাদক
[C] তৃতীয় শ্রেণীর খাদক
[D] A ও B উভয়
উঃ [A] প্রথম শ্রেণীর খাদক

৩) নেকটন হল-
[A] জলে ভাসমান জীব
[B] জলে সন্তরণশীল জীব
[C] জলজ উদ্ভিদের সঙ্গে সংবন্ধ প্রাণ
[D] জলে নিমজ্জমান উদ্ভিদ
উঃ [B] জলে সন্তরণশীল জীব

৪) ইকোলজিক্যাল নিচ বলতে কী বোঝায়?
[A] একটি বাস্তুতন্ত্রের বায়োটিক অংশ
[B] একটি বাস্তুতন্ত্রের অ্যাবাইয়োটিক অংশ
[C] A এবং B উভয় সঠিক
[D] কোনোটিই সঠিক নয়
উঃ [C] A এবং B উভয় সঠিক

৫) পৃথিবীতে নাইট্রোজেনের সর্বোচ্চ সঞ্চয় হলো-
[A] মাটি
[B] বাতাস
[C] সমুদ্র
[D] পাথর
উঃ [B] বাতাস

৬) নাইট্রোজেন আবদ্ধ করার অর্থ হলো-
[A] নাইট্রোজেনের তরলিকরণ
[B] বাতাসের নাইট্রোজেনকে কার্যকর নাইট্রোজেনে পরিবর্তন করা
[C] বাতাস থেকে নাইট্রোজেনের উৎপাদন করা
[D] নাইট্রোজেনকে নাইট্রিক অ্যাসিডে রূপান্তরিত করা
উঃ [B] বাতাসের নাইট্রোজেনকে কার্যকর নাইট্রোজেনে পরিবর্তন করা

৭) কোনটি ভাইরাসজনিত রোগ?
[A] কলেরা
[B] বসন্ত
[C] যক্ষা
[D] টাইফয়েড
উঃ [B] বসন্ত

৮) কোন প্রাণী কামড়ালে জলাতঙ্ক রোগ হতে পারে?
[A] কুকুর
[B] শিয়াল
[C] বিড়াল
[D] বেজি
উঃ [A] কুকুর

৯) কোনটি সংক্রামক রোগ নয়?
[A] এইডস
[B] কলেরা
[C] কুষ্ঠ
[D] নিউমোনিয়া


উঃ [C] কুষ্ঠ

১০) একটি ব্যাকটেরিয়া কয়টি কোষ দিয়ে গঠিত?
[A] একটি
[B] দুটি
[C] চারটি
[D] অসংখ্য
উঃ [A] একটি

১১) ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন?
[A] রবার্ট কক
[B] লিউয়েন হুক
[C] রবার্ট হুক
[D] এডয়ার্ড জেনার
উঃ [B] লিউয়েন হুক

১২) কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয়?
[A] কলেরা
[B] যক্ষা
[C] ধনুষ্টংকার
[D] টাইফয়েড
উঃ [B] যক্ষা

১৩) কুষ্ঠ রোগ হলো একটি-
[A] ব্যাকটেরিয়াজনিত রোগ
[B] ভাইরাসজনিত রোগ
[C] ভিটামিনের অভাবজনিত রূপ
[D] হরমোনের অভাবজনিত রোগ
উঃ [A] ব্যাকটেরিয়াজনিত রোগ

১৪) নীচের কোনটি কলেরা, যক্ষা, টাইফয়েড রোগ সৃষ্টি করে?
[A] ভাইরাস
[B] ব্যাকটেরিয়া
[C] সিগেলামনি
[D] এদের কোনোটিই নয়
উঃ [B] ব্যাকটেরিয়া

১৫) রাইজোবিয়াম কি?
[A] ব্যাকটেরিয়া
[B] ছত্রাক
[C] ভাইরাস
[D] প্রোটিস্টা
উঃ [A] ব্যাকটেরিয়া

Primary TET Practice Set PDF Download

পরিবেশ বিদ্যা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।

Practice Set: Download Now

---Advertisement---

Related Post

PSPCL Assistant Lineman Recruitment 2025: Apply Online for 2500 ALM Vacancies

PSPCL Assistant Lineman Recruitment 2025: Punjab State Power Corporation Limited (PSPCL) has officially released the Assistant Lineman (ALM) Recruitment 2025 notification for 2500 vacancies. Eligible and interested candidates ...

World Famous Statues List PDF 2025 l বিশ্বের বিখ্যাত স্ট্যাচু তালিকা PDF 2025

World Famous Statues List PDF 2025: বিভিন্ন সরকারি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় (WBCS, SSC, UPSC, Railways, Banking, PSC) বিশ্বের বিখ্যাত স্ট্যাচু সম্পর্কিত প্রশ্ন প্রায়ই আসে। তাই পরীক্ষার্থীদের সাহায্য করতে, ...

Environmental Studies SAQ l পরিবেশ বিদ্যা SAQ

আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর PDF, যেখানে পরিবেশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) সংকলন করা হয়েছে। Primary TET, CTET, Upper Primary TET ...

West Bengal GK Questions And Answers l পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর l পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ

West Bengal GK Questions And Answers: পশ্চিমবঙ্গের সাধারণ জ্ঞান (West Bengal General Knowledge) বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় (WBCS, WBPSC, SSC, Railways, Police, Group-D) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষায় ...

Leave a Comment