---Advertisement---

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৮

By Siksakul

Published on:

WBP Constable Practice Set
---Advertisement---

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

WBP Constable Practice Set 2024

WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

WBP Constable Practice Set in Bengali

WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBP Constable Practice Set 18

1. ভারতের সর্বপ্রথম আঞ্চলিক পরিকল্পনা হল—

[A] ন্যাশানাল ক্যাপিটাল রিজিয়ন
[B] দন্ডকারন্য
[C] দামোদর ভ্যালি পরিকল্পনা
[D] ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা

উত্তরঃ [C] দামোদর ভ্যালি পরিকল্পনা

2. খাজ্জিয়ার হ্রদ কোথায় অবস্থিত?

[A] তামিল নাড়ু
[B] হিমাচল প্রদেশ
[C] ওড়িশা
[D] জম্মু ও কাশ্মীর

উত্তরঃ [B] হিমাচল প্রদেশ

3. কেবিআর (KBR) ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

[A] হায়দ্রাবাদ
[B] নৈনিতাল
[C] দার্জিলিং
[D] সুন্দরবণ

উত্তরঃ [A] হায়দ্রাবাদ

4. গঙ্গোত্রী হিমবাহের দৈর্ঘ্য হল—

[A] 90 km
[B] 60 km
[C] 30 km
[D] 10 km

উত্তরঃ [C] 30 km

5. ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত?

[A] কার নিকোবর
[B] লিটল নিকোবর
[C] গ্রেট নিকোবর
[D] কামোরতা

উত্তরঃ [C] গ্রেট নিকোবর

6. নিচের কোন্ পর্বতটি শুধু একটি রাজ্য জুড়ে বিস্তৃত?

[A] নীলগিরি পর্বতমালা
[B] অজন্তা
[C] সাতপুরা
[D] সহ্যাদ্রি

উত্তরঃ [B] অজন্তা

7. কে প্রথম ভারতের জাতীয় আয় (National Income) নির্ধারণ করেছিলেন?

[A] দাদাভাই নৌরোজি
[B] প্রশান্ত চন্দ্র মহলানবীশ
[C] সর্দার বল্লভভাই প্যাটেল
[D] ভি কে আর ডি রাও

উত্তরঃ [A] দাদাভাই নৌরোজি

8. ভুটানের সাথে সীমারেখা নেই যে রাজ্যের—

[A] সিকিম
[B] মেঘালয়
[C] অরুণাচল প্রদেশ
[D] পশ্চিমবঙ্গ

উত্তরঃ [B] মেঘালয়

9. কোন্ ধারা অনুসারে ভারতের হাইকোর্টগুলি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে?

[A] 32 নং ধারা
[B] 226 নং ধারা
[C] 228 নং ধারা
[D] 368 নং ধারা

উত্তরঃ [B] 226 নং ধারা

আরও পড়ুনঃ পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৬

10. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি পঞ্চায়েতী রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর?

[A] গ্রাম পঞ্চায়েত
[B] পঞ্চায়েত সমিতি
[C] জেলাপরিষদ
[D] গ্রাম সভা

উত্তরঃ [B] পঞ্চায়েত সমিতি

---Advertisement---

Related Post

Ramsar Sites in India 2025 in Bengali l ভারতের রামসার সাইট ২০২৫ তালিকা (PDF সহ)

ভারতের রামসার সাইট: রামসার সাইটগুলি হল সেই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলাভূমি, যেগুলি বিশ্বব্যাপী পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২৫ সালে ভারতের মোট রামসার সাইটের সংখ্যা ৯১-এ পৌঁছেছে। ...

Major Constitutional Amendments of Indian Constitution – A Must-Know for UPSC, SSC & Other Competitive Exams l ভারতীয় সংবিধানের প্রধান সাংবিধানিক সংশোধনী 2025

Constitutional Amendments of Indian Constitution: ভারতের সংবিধান বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধানগুলির একটি, যা সময়ের প্রয়োজনে বহুবার সংশোধিত হয়েছে। এসব সাংবিধানিক সংশোধনী (Constitutional Amendments) শুধু আইনগত নয়, বরং ভারতের ...

🌾 ভারতের ৫০টি বিভিন্ন ফসল গবেষণা কেন্দ্রের তালিকা l List of 50 Different Crop Research Centers in India

Different Crop Research Centers in India: ভারতের কৃষি উন্নয়নে গবেষণা কেন্দ্রগুলির ভূমিকা অপরিসীম। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত এই ফসল গবেষণা কেন্দ্রগুলি (Crop Research Centers) ফসলের উন্নত জাত, টেকসই ...

🌍 Important Questions and Answers about Climate for All Competitive Exams l জলবায়ু সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ২০২৫ – প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সম্পূর্ণ গাইড 🌦️

Important Questions and Answers about Climate: আপনি কি UPSC, SSC, Railway, WBCS, বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্য জলবায়ু সম্পর্কিত প্রশ্ন ও উত্তর খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গায় ...

Leave a Comment