WBPSC Clerkship Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে siksakul ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Siksakul -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Clerkship Practice Set’ আপলোড করা হচ্ছে। siksakul আয়োজিত WBPSC Clerkship Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।
WBPSC Clerkship Practice Set l WBPSC Clerkship Practice Set 4
Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।
WBPSC Clerkship Practice Set 04 l পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ৪

1. “ফাদার অফ আয়ুর্বেদা” কাকে বলা হয়?:- চড়ক কে।
2. মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তার নাম কি?:- রেটিনা।
3. ICC Men’s T20 World Cup 2024 এর অ্যাম্বাসেডর হলেন কে?:- যুবরাজ সিং ও উসেইন বোল্ট।
4. সম্প্রতি ভারতের শীর্ষ মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হলেন কে?:- সৃজা আকুলা।
5. FIFA World Cup স্পন্সর করবে কোন কোম্পানি?:- Aramco.
6. World Energy Congress 2024 আয়োজিত হলো কোথায়?:- নেদারল্যান্ডস।
7. বিশুদ্ধ জলের গ্রহণযোগ্য BOD -এর মান কত?:- 5 ppm.
8. রাতাপানি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?:- মধ্যপ্রদেশ।
9. বাংলার নানা সাহেব কাকে বলা হয়?:- রাম রতন মল্লিক।
WBPSC Clerkship Exam: Comprehensive Practice Guide

10. ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি যথেষ্ট পরিমাণে কি ক্ষরণ করতে পারে না?:- ইনসুলিন।
11. একটি স্টিমার নদী থেকে সাগরে ঢুকলে এসটি মাটির অবস্থা কেমন হবে?:- আরো ভেসে উঠবে।
12. কোন রাজবংশ প্রথম পৌরসভা চালু করে?:- মৌর্য বংশ।
13. লোহার বাদামী রঙের মরিচার রাসায়নিক নাম কি?:- ফেরিক হাইড্রোক্সাইড ও অক্সাইড।
14. মাছের বিজ্ঞানসম্মত নাম কি?:- Musca Domestica.
15. মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কবে?:- ১৯২৯ সালে।
16. ডিটারজেন্ট এর উপস্থিতি মূলক ঘটিত যৌগ মূলত জল দূষণ ঘটায় সেটি কি ধরনের যৌগ?:- ফসফেট যৌগ।
17. পশ্চিমবঙ্গে হিমালয় পর্বতের পাদদেশ কি নামে পরিচিত?:- তরাই ও ডুয়ার্স।
18. ক্রোমোজোমের মেরুকরণ হয় কোন দশায়?:- অ্যানাফেজ।
19. ইটাই ইটাই রোগের জন্য কোন ধাতু দায়ী?:- ক্যাডমিয়াম।
20. নিউট্রন কে আবিষ্কার করেন?:- স্যাডউইক।
21. বংশগতির জনক কে?:- গ্রেগর জোহান মেন্ডেল।

22. কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে?:- ১৮০০ সালে।
23. কোন গ্রন্থি থেকে পিত্ত নিঃসৃত হয়?:- যকৃত থেকে।
24. অর্থশাস্ত্রের রচয়িতা কে?:- কৌটিল্য।
25. ভারতের তোতাপাখি নামে পরিচিত কে?:- আমির খসরু।
26. নাথুলা গিরিপথটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?:- সিকিম।
27. প্রথম কোন অভিনেত্রী পদ্মশ্রী সম্মানে ভূষিত হন ?:- নার্গিস দত্ত।
28. স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তনের কি পরিবর্তন হবে?:- আয়তন বেড়ে যাবে।
WBPSC Clerkship Practice Set 4
29. উদ্ভিদ গ্লুকোজকে সঞ্চিত রাখে কি রূপে?:- শ্বেতসার রূপে।
30. কোন ভারতীয় পাকিস্তানের সর্বোচ্চ সম্মান নিশান-ই-পাকিস্তান পেয়েছিলেন?:- মোরারোজী দেশাই।