Important GK Questions and Answers for Job Exams 2024: সাধারণ জ্ঞান (জিকে) প্রতিটি চাকরির পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাকরির পরীক্ষায় সফল হতে হলে সাধারণ জ্ঞানের উপর সঠিক জ্ঞান রাখা অত্যাবশ্যক। সাধারণ জ্ঞান প্রশ্নগুলি সাধারণত বিভিন্ন বিষয় থেকে আসতে পারে যেমনঃ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বর্তমান ঘটনা, রাজনীতি, অর্থনীতি এবং আরও অনেক কিছু।
এই ব্লগে আমরা চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। প্রশ্নগুলো আপনাকে পরীক্ষায় প্রস্তুতি নিতে সাহায্য করবে এবং আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি করবে। আসুন, আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিশদভাবে আলোচনা শুরু করি এবং আমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করি।
Important GK Questions and Answers l গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
Table of Contents
1) কংগ্রেসের তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন- বদরুদ্দিন তায়েবজ়ি।
2) করেঙ্গে ইয়া মরেঙ্গে উক্তিটি কার- মহাত্মা গান্ধি।
3) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য্য ছিলেন – গুরুদাস – বন্দ্যোপাধ্যায় ।
4) কাকে ভারতের বিসমার্ক বলা হয় – সর্দার বল্লভভাই প্যাটেলকে।
5) কার নেতৃত্বে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় – মাও সে তুং।
6) কে গান্ধি বুড়ি নামে খ্যাত কে- মাতঙ্গিনী হাজরা
7) ভারতের মহান বৃদ্ধ নামে পরিচিত – দাদাভাই নওরোজি।
8) কোন সন্ধিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল – ভার্সাই সন্ধি।
9) আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজীর হাতে তুলে দিয়েছিলেন রাসবিহারী বসু ।
10) বাঘকে জাতীয় প্রাণী হিসেবে গ্রহণ করা হয়েছে – ১৯৭৩ সাল থেকে।
Important GK l Study Material l Study Material
11) আন্তর্জাতিক আলু বছর হিসাবে পালন করা হয় – ২০০৮ সালটিকে।
12) সিলিকোসিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয় – ফুসফুস।
13) অর্জুন পুরস্কার কবে থেকে দেওয়া চালু হয় – ১৯৬১ সালে
14) ” Fall of a Sparrow ” বইটি কে লিখেছেন – সেলিম আলী।
15) প্রথম টেস্ট টিউব বেবি Louise Joy Brown এর জন্ম হয়- ১৯৭৮ সালে।
16) কবে প্যারিসে আইফেল টাওয়ার স্থাপিত হয় – – ১৮৮৯ সালে।
17) কত সালে প্রথম মরণোত্তর নোবেল দেওয়া হয় – ১৯৩১ সালে।
18) তোম্বা দেবী কীসের জন্য অর্জুন পুরস্কার পান – জুডো।
20) শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত – কাবেরী।
21) পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয় – ১৯৫৯ সালে । –
22) বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটি ? –মেক্সিকো উপসাগর
23) কোন নদী অস্ট্রিয়ার সঙ্গে কৃষ্ণ সাগরের সংযোগ ঘটিয়েছে ? –দানিয়ুব
24) কোন দেশকে ম্যাপল পাতার দেশ লা হয় ? –কানাডা।
25) পারদের ল্যাটিন নাম কী ? –হাইড্রারজিরাম
26) দার্শনিকের উল কাকে হয় ? –জিঙ্ক অক্সাইডকে
26)অষ্টক সূত্রের প্রবক্তা কে ? –বিজ্ঞানী লিমান্ড
27) কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হয় ? –ঔরঙ্গজেব ।
28) নূরজাহানের পূর্বনাম কী ছিল ? –মেহের – উন – নিসা।
29) ঔরঙ্গজেব কোন শিখগুরুকে প্রাণদন্ড দেন ? –নবম শিখগুরু তেগবাহাদুর।
30) পীতজ্বর কোন মশা দ্বারা বাহিত রোগ ? –এডিস মশা
31) দিহং ও দিবং কোন নদীর দুটি উপনদী ? –ব্রহ্মপুত্র।
32) ভারতের কোন অঞ্চলে ব্রহ্মপুত্র সাংপো নামে পরিচিত ? হিমালয়ের উত্তর ঢালে।
33) তিব্বতে কোন গিরিপথ দিয়ে জম্মু থেকে শ্রীনগর যাওয়া যায় ?- বানিহাল গিরিপথ ( জহর সুড়ঙ্গ )
34) কী থেকে স্যাকারিন প্রস্তুত করা হয় ? –টলুইন
35) কুরিয়ামের উপর নিউট্রনের আঘাতে কোন মৌল প্রস্তুত করা হয় ? –বার্কেলিয়াম।
36) খিলজী বিপ্লবের নায়ক কে ? –জালালউদ্দিন
37) মারাঠা প্রধানমন্ত্রীকে কী বলা হত ? –পেশবা
38)বাংলার আকবর কাকে বলা হয় ? –আলাউদ্দিন হুসেন শাহ
40) কোন উদ্ভিদ সালোকসংশ্লেষে অক্ষম ? –স্বর্ণলতা
41) উত্তর গোলার্ধে সর্বাপেক্ষা বড়ো দিন কবে ? –২১ শে জুন
42) ভূপৃষ্ঠে কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না ? –নিরক্ষীয় অঞ্চলে
43) মহাবিশ্বে দুরত্ব পরিমাপক এককটির নাম কী ? –আলোকবর্ষ
44) মারকিউরাস নাইট্রাইট যৌগের আবিষ্কর্তা প্রফুল্লচন্দ্র রায়
45) গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ? –ম্যানোমিটার
46) কোন মৌল হাইড্রোজেন গ্যাস শোষণ করতে পারে ? –প্ল্যাটিনাম
47) ‘ গো – ব্রাহ্মণ – প্রজা লক ‘ উপাধী কে গ্রহণ করেন ? –শিবাজী
48) ইস্ট ইন্ডিয়া কোম্পানী কবে স্থাপিত হয় ? –১৬০০ সাল
49) খালসা শব্দের অর্থ কী ? –পবিত্র
50) প্রোটিনের অভাবে আফ্রিকাতে যে ক্ষয়রোগ হয় তার নাম কী ? –কোয়াশিওকর।
51) রেনেসাঁস শব্দটির অর্থ কী ? –নবজাগরণ।
52) পুরুষ মৌমাছিদের কী বলা হয় ? –ড্রোন
53) ভারতে বায়োগ্যাস উৎপাদনের জন্য কী ব্যবহৃত হয় ?- গবাদি পশুর মল।
54) গুজরাটের গির অরণ্য কোন প্রাণীর প্রধান আবাসস্থল ? –সিংহ
55) কোন ভারতীয় ক্রিকেটার প্রথম টেস্ট ক্রিকেটে দশ হাজার রান করেছেন ? –সুনীল গাভাস্কার
56) কোন গাছের কাঠ দিয়ে ক্রিকেট ব্যাট তৈরী হয় ? –উইলো গাছ
57) কোন খনিজের অপর নাম ‘ ফুলস গোল্ড ‘ ( Fool’s Gold ) ?- পাইরাইট
58) বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোনটি ? –সুমেরীয় সভ্যতা
59) পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন ? –উপবৃত্তাকার
60) মহাশুন্যে আকাশের রং কী ? –কালো
61) কোন মহাসাগরে হিমপ্রাচীর দেখা যায় ? –আটলান্টিক মহাসাগরে।
62) পৃথিবীর বৃহত্তম ব – দ্বীপ সমভূমির নাম কী ? –গঙ্গা ব্রহ্মপুত্রের ব – দ্বীপ।
63) সমভূমি পাত সংস্থান মতবাদের প্রবক্তা কে ? – লফ্রেড ওয়েগনার।
64) মার্স গ্যাসের অপর নাম কী ? – মিথেন।
65) সোনার গহনা তৈরীর সময় কোন ধাতু মেশানো হয় ? তামা।
66) মহাবীরের ধর্মগুরু কে ছিলেন ? গোসাল
67) আলেকজান্ডারের পিতার নাম কী ? –ফিলিপ।
68) আলোক দীপ্তির একক কী ? –ক্যান্ডেলা।
69) প্রটিনের পচন ঘটায় কোন উৎসেচক ? –পেপসিন
70) কোন নদীকে ‘ ভারতের নীলনদ ‘ বলা হয় ? –সিন্ধু
71) রাসায়নিক আবহবিকারে প্রধা
ন প্রাকৃতিক শক্তি কোনটি ?-জল
72) যান্ত্রিক আবহবিকারে প্রধান প্রাকৃতিক শক্তি কোনটি ? –সূর্যের তাপ।
73) কোন নদীকে ‘ দক্ষিন ভারতের গঙ্গা ‘ বলা –গোদাবরী।
74) উৎসেচক কী দিয়ে তৈরী ? –অ্যামিনো অ্যাসিড।
75) প্রাকৃতিক রবার কোন যৌগের একটি পলিমার ? –আইসোপ্রিন।
76) ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় ? –সালফিউরিক অ্যাসিড ।
77) কুষাণরা কোন জাতিভুক্ত ছিল ? –ইউ – চি
78) বজ্রসূচী গ্রন্থের রচয়িতা কে ? –অশ্বঘোষ।
79) রক্তের কোন কনিকা ব্যাকটেরিয়া ধ্বংস করে ? –শ্বেত রক্তকনিকা
80) কোন প্রাণীর দেহে ভেনাস হৃদপিন্ড দেখা যায় ? –মাছ
81) ভারতের যোজনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ? জওহরলাল নেহেরু।
82) ফুটবল ম্যাচে একটি দল সর্বাধিক কতজন খেলোয়াড়কে বদলাতে পারে ? –৩ জন
83) দাবা খেলায় প্রথম ভারতীয় গ্র্যান্ডমাস্টার আনন্দ –বিশ্বনাথন।
84) কোন উপন্যাসের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার পান ? –গণদেবতা
85) ‘ The Fall of a Sparrow ‘ গ্রন্থটির রচয়িতা কে ? –সালিম আলী।
86) বাবর – এর পুরো নাম কী ? –জহিরউদ্দিন মহাম্মদ বাবর ।
87) তানসেনের সঙ্গীত গুরু কে ছিলেন ? –স্বামী হরিদাস ‘
88) সঙ্গীত রত্নাকর ‘ গ্রন্থের রচয়িতা কে ? –শারঙ্গদেব
89) পৃথিবীতে প্রাচীনতম বিজ্ঞান কোনটি ?-জ্যোতির্বিজ্ঞান
90) ভারতের দক্ষিনতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত ? নিকোবর দ্বীপপুঞ্জে।
91) ফৌজি কার সভাকবি ছিলেন ? –আকবর ।
92) ‘ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ ‘ বইটির লেখক কে ? –মহাত্মা গান্ধী ।
93) কম্পিউটারের IC চিপ তৈরীর প্রধান উপাদান কী ? –সিলিকন
94) সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি ? –শুক্র।
95) বারমুডা ট্রায়াঙ্গেল কোথায় অবস্থিত ? –উত্তর আটলান্টিক মহাসাগরে।
96) সংস্কৃত ভাষার প্রাচীনতম অভিধান কোনটি ? –অমরকোষ।
97) প্রথম কোন মহিলার ছবি ভারতীয় ডাকটিকিটে ছাপা হয় ?-মীরাবাঈ।
98) হাইড্রোজেন বোমার আবিষ্কর্তা কে ? –এডওয়ার্ড টেলার।
99) ইন্দিরা গান্ধী কত সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন ? –১৯৬৬ সালে।
100) ক্রিকেট বলের পরিধি কত ? –সর্বাধিক ২২.৯ সেমি .
101) দেবদাস উপন্যাসের রচয়িতা কে ? –শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
102) রামন ম্যাগসেসে পুরস্কার কোন দেশের রাষ্ট্র নামাঙ্কিত ? –ফিলিপাইনস।
103) প্রথম ভারতরত্ন সম্মান জয়ী কে ?-রাজা গোপালাচারী।
104) সাধারণ খাদ্য লবনের রাসায়নিক নাম কী ? –সোডিয়াম ক্লোরাইড।
105) তেহরী বাঁধ কোন নদীতে অবস্থিত ? –ভাগীরথী।