---Advertisement---

Important Questions and Answers for All Job Exams 2024 l সমস্ত চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর – 7

By Siksakul

Published on:

Questions and Answers for All Job Exams
---Advertisement---

Important Questions and Answers for All Job Exams: চাকরির পরীক্ষায় সফল হওয়ার জন্য প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সঠিক তথ্য ও সঠিক প্রস্তুতির কোন বিকল্প নেই। এই ব্লগে আমরা সমস্ত চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে আলোচনা করব। আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষার (All Competitive Job Exams) জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। আসুন, প্রস্তুতির যাত্রা শুরু করা যাক এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার প্রস্তুতি নেয়া যাক।

Important Questions and Answers for All Job Exams l সমস্ত চাকরির পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  1. কাঁসা কোন কোন ধাতুর মিশ্রণ?
    =তামা ও টিন
  2. ইথিলিন কি কাজে ব্যবহৃত হয় ?
    =কাঁচা ফল পাকাতে
  3. দেশলাই তৈরিতে ব্যবহৃত হয় এমন একটি মৌলের নাম লেখ ?
    =ফসফরাস
  4. বেনজিন ও ন্যাপথলিন এর উৎস হলো কি?
    = আলকাতরা
  5. ভিনিগারে কি এসিড থাকে ?
    =অ্যাসিটিক অ্যাসিড
  6. ওজোন স্তর নষ্ট করে দেয় এরূপ দুটি পদার্থের নাম লেখ ?
    =ক্লোরোফ্লোরো কার্বন ও হ্যালোন
  7. তরল অ্যামোনিয়া একটি ব্যবহার উল্লেখ কর ?
    =রেফ্রিজারেটরে শীতল কারক
  8. কোন গ্যাস গুলি মূলত অম্ল বৃষ্টির জন্য দায়ী ?
    =সালফার ডাই অক্সাইড
  9. পিভিসি এর পুরো কথাটি কি ?
    =পলিভিনাইল ক্লোরাইড
  10. শুষ্ক ব্যাটারির তড়িৎদ্বার হিসেবে কার্বনের রূপভেদ ব্যবহার করা হয় ?
    =গ্রাফাইট
  11. কার্বলিক এসিডের রাসায়নিক নাম কি ?
    =ফেনোল
  12. কাঁদানে গ্যাসের রাসায়নিক নাম কি ?
    =ক্লোরোপিক্রিন

Study Material l

  1. তাপ ও তড়িৎ এর পরিবাহী একটি অধাতুর নাম কর ?
    =গ্রাফাইট
  2. একটি তড়িৎ ধনাত্মক অধাতুর নাম লেখ ?
    =হাইড্রোজেন
  3. অ্যাসিটোন ও ব্লিচিং পাউডারের মিশরকে পাতিত করলে কি পাওয়া যায় ?
    =ক্লোরোফোম
  4. অক্সি এসিটিলিন শিখা কোন কাজে ব্যবহৃত হয় ?
    =ওয়েল্ডিং এর কাজে।
  5. কার্বাইড গ্যাস বাতিতে যে গ্যাসটি জ্বলে সেটি কি গ্যাস ?
    =অ্যাসিটিলিন গ্যাস
  6. মার্স গ্যাস কি ?
    =জলাভূমিতে গাছপালা পচে মিথেন গ্যাস উৎপন্ন হয়। একে মার্স গ্যাস বলে।
  7. ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী পদার্থটি কি ?
    =মিথাইল আইসোসায়ানেট।
  8. বিশুদ্ধতম লোহা কোনটি ?
    =রট আয়রন
  9. অম্লরাজ বা অ্যাকোয়া রিজিয়া তৈরি করতে কোন এসিড ব্যবহৃত হয় ?
    =হাইড্রোক্লোরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড(3:1)
  10. লাফিং গ্যাস কাকে বলে ?
    =নাইট্রাস অক্সাইড গ্যাসকে লাফিং গ্যাস বলে
  11. সাধারণ লবণের রাসায়নিক নাম কি ?
    =সোডিয়াম ক্লোরাইড
  12. রান্নার গ্যাসের উৎস কি ?
    =বিউটেন ও প্রোপেন।
  13. শাকসবজি নীল রং করতে ব্যবহৃত এমন একটি অজৈব যৌগের নাম লেখ ?
    =তুঁতে বা সোদক কপার সালফেট।
  14. কোন মৌলটি সবচেয়ে বেশি অম্লের মধ্যে পাওয়া যায় ?
    =হাইড্রোজেন।
  15. জার্মান সিলভার একটি সংকর ধাতু কোন কোন ধাতুর সংমিশ্রণে এটি ?
    =দস্তা, তামা ,নিকেল।
  16. বেকিং সোডার রাসায়নিক নাম কি ?
    =সোডিয়াম বাই কার্বনেট
  17. কোন মৌলটি কে QUICK সিলভার বলা হয় ?
    =পারদ
  18. বিছুটি গাছের পাতা গায়ে লাগলে চুলকায় কারণ ওই পাতায় কি আছে ?
    = অক্সালিক অ্যাসিড।
  19. পরীক্ষাগারে তৈরি প্রথম জৈব যৌগের নাম কি ?
    =ইউরিয়া।
  20. কোন রাসায়নিক পদার্থটি কাঁচের বোতলে রাখা যায় না ?
    =Hydrofluoric acid

  1. চিলি সল্টপিটার এর রাসায়নিক নাম কি ?
    =সোডিয়াম নাইট্রেট।
  2. সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস টির নাম কি ?
    = হিলিয়াম
  3. পটাশিয়াম ব্রোমাইড সবচেয়ে বেশি কিসে ব্যবহৃত হয় ?
    =ফটোগ্রাফিতে।
  4. ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি ?
    =টাংস্টেন।
  5. অ্যালকোহল এ কি কি মৌল থাকে ?
    =কার্বন ,হাইড্রোজেন ও অক্সিজেন।
  6. খুব শক্তিশালী অ্যাসিড যে পাত্রে রাখা হয় সেই পাত্র কি দিয়ে নির্মিত হয় ?
    =সিসা (LEAD )
  7. কোন রশ্মির বিকিরণ বায়ু দ্বারা সহজে প্রতিহত হয় ?
    =আলফা রশ্মি।
  8. মোমবাতি তৈরি করার জন্য প্যারাফিন কি থেকে পাওয়া যায় ?
    =পেট্রোলিয়াম।
  9. কিসের উপস্থিতির জন্য জলের স্থায়ী খরতা হয় ?
    =ক্যালসিয়াম সালফেট।
  10. ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি ?
    =ক্যালসিয়াম হাইপোক্লোরাইট
  11. গ্যাস এজেন্সি সিলিন্ডারে যে রান্নার গ্যাস সরবরাহ করে সেই গ্যাস কোন অবস্থায় থাকে ?
    = তরল অবস্থায়।
  12. লেবু ও কমলা লেবুতে কি এসিড থাকে ?
    =সাইট্রিক এসিড।
  13. বৈদ্যুতিক হিটার এর কয়েল কি দিয়ে তৈরি হয় ?
    =নাইক্রোম।
  14. কোন ধাতুটি স্টিলের মতো শক্ত কিন্তু ওজনের স্টিলের চেয়ে অর্ধেক কম?
    = টাইটেনিয়াম
  15. অলংকার তৈরি করার জন্য সোনার সাথে সাধারণত কোন ধাতু মেশানো হয় ?
    =তামা।
  16. গ্যাসের ওপর চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায় এই সূত্রটি কার ?
    =বয়েল
  17. তরলের কোটা গোলা বৃষ্টি হয় কিসের জন্য ?
    =পৃষ্ঠতল টান এর জন্য।
  18. কোন এককের সাহায্যে লেন্সের ক্ষমতা মাপা হয় ?
    =ডয়াপ্টর।
---Advertisement---

Related Post

Top 100 GK Questions for Competitive Exams in Hindi 2025 l प्रतियोगी परीक्षाओं के लिए शीर्ष 100 जीके प्रश्न हिंदी में 2025

अगर आप UPSC, SSC, रेलवे, बैंकिंग, या राज्य स्तरीय परीक्षाओं की तैयारी कर रहे हैं, तो सामान्य ज्ञान (GK) आपकी सफलता में महत्वपूर्ण भूमिका निभाता है। हर साल ...

Classical Dances of India: ভারতের ধ্রুপদী নৃত্যের তালিকা ও প্রধান নৃত্যশিল্পী

ভারতের সংস্কৃতি তার বৈচিত্র্যময় ঐতিহ্যের জন্য পরিচিত, এবং ধ্রুপদী নৃত্য এই সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি রাজ্যের নিজস্ব নৃত্যশৈলী তাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার প্রতিফলন ঘটায়। এই ...

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Leave a Comment