---Advertisement---

Important Questions Answers for All Competitive Job Exams 2024l সমস্ত চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 01

By Siksakul

Updated on:

Important Questions Answers for All Competitive Job Exams
---Advertisement---

Important Questions Answers for All Competitive Job Exams: চাকরির পরীক্ষায় সফল হওয়ার জন্য প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সঠিক তথ্য ও সঠিক প্রস্তুতির কোন বিকল্প নেই। এই ব্লগে আমরা সমস্ত চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে আলোচনা করব। আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষার (All Competitive Job Exams) জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। আসুন, প্রস্তুতির যাত্রা শুরু করা যাক এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার প্রস্তুতি নেয়া যাক।

Important Questions Answers for All Competitive Job Exams l সমস্ত চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

1.DNA থেকে MRNA এর তৈরি হওয়াকে কী বলে?
Ans:-ট্রান্সক্রিপশন

2.পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগটি ছিল?
Ans:-ইউরিয়া

3.’Wide Angle’-আত্মজীবনীটি কার?
Ans:-অনিল কুম্বলে

4.নাগার্জুন সাগর প্রোজেক্ট কোন নদীর ওপর অবস্থিত?
Ans:-কৃষ্ণা

5.Tshogdu-কোন দেশের পার্লামেন্টের নাম?
Ans:-ভুটান

6.ভারতে কবে সবুজ বিপ্লব শুরু হয়েছিল?
Ans:-১৯৬০-এর দশকে

7.বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে?
Ans:-কোশি নদীকে

Important questions for job exams l Competitive job exam questions

8.’Wealth of Nation’-গ্রন্থটি কার লেখা?
Ans:-অ্যাডাম স্মিথ

9.কোন বাংলা সাহিত্যিক প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান?
Ans:-তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

10.ময়ূর সিংহাসনের ডিজাইনার বা নকশাকার কে?
Ans:-বেবাদল খাঁ

11.Servants of People Society কে প্রতিষ্ঠা করেন?
Ans:-লাল লাজপত রায়

12.ন্যাশনাল ডিফেন্স একাডেমী কোথায় অবস্থিত?
Ans:-পুনে

13.2020 IPL চ্যাম্পিয়ন হয়েছে কোন দল?
Ans:-মুম্বাই ইন্ডিয়ান্স

14.কালিবঙ্গান শহরটি কোন রাজ্যে অবস্থিত?
Ans:-রাজস্থান

15.Gandhi vs Lennin-কার লেখা?
Ans:-এস এন ডাঙ্গে

16.পদ্মশ্রী পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়?
Ans:-১৯৫৪ সাল

17.বোকারো স্টিল প্লান্ট কোন দেশের সাহায্যে তৈরি করা হয়েছিল?
Ans:-সোভিয়েত ইউনিয়ন

18.ভারতের কোন রাজ্যে তফশিলি উপজাতির(ST) সংখ্যা সর্বাধিক?
Ans:-মধ্যপ্রদেশ

19.কোন নদীকে নর্মদার যমজ বলা হয়?
Ans:-তাপী

20.পর্তুগিজরা “ব্ল্যাক গোল্ড” বলতো কাকে?
Ans:-গোলমরিচকে

21.”সব লাল হো জায়েগা”-এই উক্তিটি কার?
Ans:-রনজিৎ সিং

22.ভারতের কোন রাজ্যের সড়ক দৈর্ঘ্য সর্বোচ্চ?
Ans:-মহারাষ্ট্র

23.১০০ ml বিশুদ্ধ রক্তে অক্সিজেনের পরিমান কত থাকা উচিত?
Ans:-২০ ml

24.কোন ভিটামিনের রাসায়নিক নাম ফোলিক অ্যাসিড?
Ans:-ভিটামিন B9

25.তিলাইয়া বাঁধটি কোন নদীর উপর গড়ে উঠেছে?
Ans:-বরাকর

26.ভারতের মেকিয়াভেলি নামে কে পরিচিত?
Ans:-কৌটিল্য বা চাণক্য

27.কার ঘোড়ার নাম ছিল চেতক?
Ans:-রানা প্রতাপ সিংহ

28.কোন বছর ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে?
Ans:-১৯০০

29.জীবাশ্ম প্রধানত কোন শিলায় দেখতে পাওয়া যায়?
Ans:-পাললিক

30.স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন?
Ans:-জন মাথাই


আরো পড়ুন: ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১৮

---Advertisement---

Related Post

India’s Largest Highest and Longest Places – Know at a Glance! l ভারতের বৃহত্তম, উচ্চতম ও দীর্ঘতম স্থানসমূহ – এক নজরে জেনে নিন!

India’s Largest Highest and Longest Places: আপনি কি জানেন ভারতের বৃহত্তম, উচ্চতম ও দীর্ঘতম স্থানসমূহ কোনগুলো? সাধারণ জ্ঞানের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার – যেমন SSC, UPSC, ...

Primary TET EVS Practice Set 11 l প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট ১১: পরিবেশ বিদ্যা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Primary TET EVS Practice Set 11: প্রাইমারি টেট ২০২৫ পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য পরিবেশ বিদ্যা (EVS) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্লগে আমরা প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর, ...

List of Famous Discoveries and Inventors 2025 l আবিষ্কার ও আবিষ্কারক – প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য

Famous Discoveries and Inventors: বিজ্ঞান ও প্রযুক্তি জগতে যেসব বিখ্যাত আবিষ্কার হয়েছে এবং যাঁরা এসব আবিষ্কার করেছেন, তাঁদের সম্পর্কে জানা প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্লগে ...

The Fly by Katherine Mansfield – 30 One-Sentence Questions and Answers l WB SLST English 2025 (Corrected for 2nd WB SLST)

The Fly by Katherine Mansfield: WB SLST English 2025 পরীক্ষার প্রস্তুতিতে ‘The Fly by Katherine Mansfield’ অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে নানা ধরনের প্রশ্ন এসেছে, ...

Leave a Comment