Indian Constitution Questions and Answers2024: ভারতীয় সংবিধান, যা আমাদের দেশের মূল আইন হিসেবে বিবেচিত, দেশের প্রতিটি নাগরিকের জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত। সরকারি চাকরির পরীক্ষাগুলোতে সংবিধান সম্পর্কিত প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের জন্য সংবিধান সম্পর্কে সঠিক জ্ঞান রাখা অত্যন্ত প্রয়োজনীয়।
এই ব্লগে আমরা ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (Indian Constitution Questions and Answers) নিয়ে আলোচনা করবো, যা আপনাকে পরীক্ষায় সফল হতে সাহায্য করবে। প্রশ্নগুলো বিভিন্ন বিষয়বস্তুকে কভার করবে, যেমনঃ সংবিধানের প্রস্তাবনা, মৌলিক অধিকার, রাষ্ট্রের নীতি ও দায়িত্ব, এবং বিভিন্ন সাংবিধানিক পদাধিকারীদের ভূমিকা। আসুন, আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিশদভাবে আলোচনা শুরু করি এবং আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করি।
Indian Constitution Questions and Answers: Very important for all Job Exams 2024
Table of Contents
- ভারতের সংবিধান কে রচনা করেন?
উ: ডঃ বি আর আম্বেদকর - গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন ?
উ: ড. সচ্চিদানন্দ সিনহা - গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন ?
উ: ডঃ রাজেন্দ্র প্রসাদ - ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে?
উ: ডঃ বি আর আম্বেদকর - সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: আমেরিকা - ভারতের সংবিধান কবে গৃহীত হয় ?
উ: 1949 সালের 26 নভেম্বর - ভারতের সংবিধান কবে কার্যকর হয় ?
উ: 1950 সালের 26 জানুয়ারী । - ভারতের সংবিধান কতবার সংশোধন হয়েছে ?
উ: 104 বার
9 ভারতীয় সংবিধানের জনক কে ?
উ: ডঃ বি আর আম্বেদকর
Indian Constitution Questions and Answers: Very important for all Job Exams 2024
আরও পড়ুনঃ নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১১
- ভারতীয় সংবিধানের ধারনা কে দেন ?
উ: এম .এন.রায় - প্রথম সংবিধান সংশোধন হয় কত সালে ?
উ: 1951 সালে – ভূমি ও রাজস্ব - রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে ?
উ: 30 বছর - লোকসভার সদস্য হতে হলে কমপক্ষে কত বছর বয়স হতে হয় ?
উ: 25 বছর । - রাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হয়?
উ: কমপক্ষে 35 বছর - উপরাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হবে?
উ: কমপক্ষে 35 বছর - অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর ধারায় উল্লেখিত আছে ?
উ: 17 নম্বর ধারায় - কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নেয় ?
উ: 65 বছর বয়সে
18 পঞ্চায়েতীরাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কোন
রাজ্যে ?
উ: রাজস্থান
- সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয় কত নম্বর ধারাকে ?
উ: 32 নম্বর ধারা কে - সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: আমেরিকা - সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: সোভিয়েত রাশিয়া । - সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: দক্ষিণ আফ্রিকা - সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: আয়ারল্যান্ড - সংবিধানের রাষ্টপতির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: ব্রিটেন - অর্থবিল কখনো উত্থাপিত হয় না কোথায় ?
উ: রাজ্যসভায়
ভারতীয় সংবিধান সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর
1. ডঃ বি আর আম্বেদকর কোনটিকে সংবিধানের হৃদয় ও আত্মা (heart and soul) বলে ব্যাখ্যা করেছেন?
উঃ- সাংবিধানিক প্রতিবিধানের অধিকার।
2. কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সমস্ত ৬ থেকে ১৪ বছর পর্যন্ত সমস্ত শিশুদের শিক্ষা বাধ্যতামূলক করা হয়?
উঃ- ৮৬ তম সংবিধান সংশোধন।
3. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রের সরকারি চাকরিতে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করার পদক্ষেপ নিতে নির্দেশ দেয়?
উঃ- ৫০ অনুচ্ছেদ।
4. তথ্যের অধিকার আইন (RTI)কত সালে কার্যকর হয়?
উঃ- ২০০৫ সালে।
5. গণপরিষদ কত সালে গঠিত হয়?
উঃ- ১৯৪৬ সালে।
6. রাজ্য আইনসভার সদস্য নন এমন কোন ব্যক্তি মুখ্যমন্ত্রীর পদে নিযুক্ত হলে তাকে কত দিনের মধ্যে আইন সভার সদস্য হতে হয়?
উঃ- ৬ মাস।
7. কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়?
উঃ- ভারত।
8. জনকল্যাণকামী রাষ্ট্র (welfare state)-এর ধারণা ভারতের সংবিধানে কোন অংশে রয়েছে?
উঃ- রাষ্ট্রের নির্দেশমূলক নীতি।
9. কোন দেশের অনুকরণে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে?
উঃ- রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন।
10. কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন?
উঃ- ঠাকুরদাস ভারগাভ।
11. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কার সুপারিশে তৈরি হয়ে হয়?
উঃ- পন্ডিত জওহরলাল নেহেরু।
12. 44 নম্বর অনুচ্ছেদ কোনটি প্রণয়নের কথা বলেছে?
উঃ- UNIFORM CIVIL CODE.
13. রাষ্ট্রকে সরকারি চাকরির ক্ষেত্রে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করতে কোন অনুচ্ছেদ নির্দেশ করে?
উঃ- ৫০ তম অনুচ্ছেদ।
14. ভারতের নাগরিকতা আইন কত সালে প্রণীত হয়?
উঃ- ১৯৫৫ সালে।
15. OCI(Overses Citizen of India) category কত সালে চালু হয়?
উঃ- ২০০৫ সালে।
16. রাষ্ট্রপতির বিরুদ্ধে পদচ্যুতির প্রস্তাব আনতে গেলে কত দিন আগে নোটিশ দিতে হয়?
উঃ- ১৪ দিন আগে।
17. প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন?
উঃ- রাষ্ট্রপতি।
18. কত সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়?
উঃ- ১৯৫০ সালে।
19. কার সম্মতি ছাড়া সংসদ চত্বরে কোন সাংসদকে গ্রেপ্তার করা যায় না?
উঃ- স্পিকার।
20. পার্লামেন্টের কোন কক্ষের সদস্য না হয়েও কোন ব্যক্তি কতদিনের জন্য মন্ত্রী হতে পারেন?
উঃ- ৬ মাসের জন্য।
21. Hung Parliament বা ত্রিশঙ্কু পার্লামেন্ট বলতে কী বোঝায়?
উঃ- সংসদে যখন কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা থাকে না।
22. কে পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন?
উঃ- লোকসভার স্পিকার।
23. ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়?
উঃ- ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর।
24. কত সালে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়?
উঃ- ১৯৭৬ সালে।
25. কোন অনুচ্ছেদ অনুসারে ভারতের পার্লামেন্ট গঠিত হয় ভারতের রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে?
উঃ- ৭৯ অনুচ্ছেদ।
26. রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?
উঃ- ৬ বছর।
27. রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
উঃ- উপরাষ্ট্রপতি।
28. লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হতে গেলে কত বছর বয়স্ক হতে হয়?
উঃ- ২৫ বছর।
29. একটি অর্থবিল পার্লামেন্টের কোন কক্ষে উত্থাপন করা যায়?
উঃ- শুধুমাত্র লোকসভায়।
30. পার্লামেন্টের কোন কক্ষের সদস্য না হয়েও কে পার্লামেন্টের অধিবেশনে অংশগ্রহণ করতে পারেন?
উঃ- অ্যাটর্নি জেনারেল।
31. ভারতের রাষ্ট্রপতিকে কে পদচ্যুত করে?
উঃ- পার্লামেন্ট।
32. ভারতের রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি?
উঃ- বিধান পরিষদ।
33. ভারতের উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন?
উঃ- রাজ্যসভা ও লোকসভার সদস্যদের দ্বারা।
34. কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়োগ করেন?
উঃ- ৭৫ নম্বর অনুচ্ছেদ।
35. রাজ্য আইনসভায় কখন একটি বিল আইনে পরিণত হয়?
উঃ- যখন রাজ্যপাল স্বাক্ষর করেন।
36. ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচিত করেন?
উঃ- লোকসভা ও রাজ্যসভা এবং বিধানসভার নির্বাচিত সদস্যরা।
37. সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত বছর?
উঃ- ৬৫ বছর।
38. হাইকোর্টের বিচারপতির কে নিয়োগ করেন?
উঃ- রাষ্ট্রপতি।
39. ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যার ক্ষমতা কার রয়েছে?
উঃ- সুপ্রিম কোর্টের।
40. যুগ্ম তালিকা (Concurrent list) এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
উঃ- অস্ট্রেলিয়ার সংবিধান।
41. কোন অনুচ্ছেদে ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করা হয়েছে?
উঃ- ৩৬৮ অনুচ্ছেদে।
42. কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্ধন এর জন্য অর্থ কমিশন গঠন করেন?
উঃ- ২৮০ অনুচ্ছেদ।
43. কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়?
উঃ- ৩৫৬ অনুচ্ছেদ।
44. কোন সংবিধান সংশোধনীর আইনের মাধ্যমে ভারতের পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠা করা হয়?
উঃ- ৭৩ তম সংবিধান সংশোধনী আইন।
45. ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার প্রথম স্তরটি কি?
উঃ- গ্রাম পঞ্চায়েত।
46. কত সালে পশ্চিমবঙ্গের উচ্চকক্ষ বাতিল করা হয়?
উঃ-১৯৬৯ সালে।
47. সংবিধানের কোন পার্ট এ পৌরসভার গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়েছে?
উঃ- part IX-A
48. নির্বাচন কমিশনের কমিশনারদের কে নিয়োগ করেন?
উঃ- রাষ্ট্রপতি।
49. পাবলিক অ্যাকাউন্স কমিটির সভাপতি কে হন?
উঃ- বিরোধী দলনেতা।
50. পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য কত বছর বয়স হতে হয়?
উঃ- ২১ বছর।