---Advertisement---

PSC Clerkship Practice Set 2024 | ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১২

By Siksakul

Updated on:

PSC Clerkship Practice Set -12
---Advertisement---

WBPSC Clerkship Practice Set 2024: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীদের জন্য Team Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBPSC Clerkship Practice Set আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

WBPSC Clerkship Practice Set

WBPSC Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত WBPSC Clerkship পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

WBPSC Clerkship Practice Set in Bengali

WBPSC Clerkship পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBPSC Clerkship Practice Set 12

1. কলকাতা, মুম্বাই ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়?

[A] 1857
[B] 1835
[C] 1852
[D] 1840

উঃ 1857

2. সোনার কেল্লার সঙ্গে কোন শহরটি যুক্ত?

[A] জয়সলমির
[B] বিকানির
[C] যোধপুর
[D] পোখরান

উঃ জয়সলমির

আরও পড়ুনঃ ANM GNM Practice Set 2024 | নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ৯

3. পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজাতেন?

[A] তবলা
[B] সন্তুর
[C] বাঁশি
[D] সেতার

উঃ বাঁশি

4. গ্রন্থকীট কোন লেখকের ছদ্মনাম?

[A] তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
[B] তারাপদ রায়
[C] পরেশ ভট্টাচার্য
[D] ভবানী মুখোপাধ্যায়

উঃ তারাপদ রায়

5. ত্যাগ ও ধার্মিক কার্যাবলী বর্ণিত আছে—

[A] ঋগবেদ
[B] যজুর্বেদ
[C] সামবেদ
[D] অথর্ববেদ

উঃ যজুর্বেদ

6. আকবরের আমলে প্রধানমন্ত্রী কে কি বলা হত?

[A] ওয়াজির
[B] ভকিল
[C] সুমালিক
[D] মীরবক্সী

উঃ ওয়াজির

PSC Clerkship পরীক্ষার Free Mock Test দিতে WhatsApp গ্ৰুপে জয়েন করুন ⬇⬇

7. নিম্নলিখিত নদী গুলির মধ্যে কোনটির উৎপত্তি ভারতে হয়নি?

[A] মহানদী
[B] ব্রহ্মপুত্র
[C] ইরাবতী
[D] চেনাব

উঃ ব্রহ্মপুত্র

8. নাগার্জুনসাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত?

[A] কাবেরী
[B] কৃষ্ণা
[C] মহানদী
[D] নর্মদা

উঃ কৃষ্ণা

9. রাজ্যসভার সাধারণ স্থায়িত্বকাল—

[A] 5 বছর
[B] 6 বছর
[C] 2 বছর
[D] নির্দিষ্ট সময়সীমা নেই

উঃ নির্দিষ্ট সময় সীমা নেই

https://www.exambanglapub.com/product/wbpsc-clerkship-guide-book/

10. পারিবারিক হিংসা প্রতিরোধ আইন পাস হয়—

[A] 2005 সালে
[B] 2006 সালে
[C] 2004 সালের
[D] 2003 সালে

উঃ 2005 সালে

Best Laptops for Students

HP 15s, Ryzen 5-5500U, 16GB RAM/512GB SSD 15.6-inches(39.6 cm) FHD, Micro-Edge, Anti-Glare Laptop/Alexa Built-in/Windows 11 /AMD Radeon Graphics/Dual Speakers/MS Office 2021/1.69 Kg, 15s-eq2182AU

---Advertisement---

Related Post

WBCSSC SLST 2025 Geography Soil MCQ l ভারতের মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCSSC SLST 2025 Geography Soil MCQ: আপনি যদি WBCSSC SLST 2025 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মৃত্তিকা (Soil) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ভারতের মৃত্তিকার বিভিন্ন ...

🛕 Questions on Sikhism for competitive exams l শিখ ধর্ম: ইতিহাস, ধর্মগুরু ও চাকরির পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি

Questions on Sikhism for competitive exams: চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন WBCS, RRB Group D, SSC, বা অন্যান্য স্টেট ও সেন্ট্রাল জব এক্সাম) ধর্মীয় জিকে (General Knowledge) থেকে ...

Soil Geography for WB SLST 2025 – Chapter-Wise MCQ Part 2 – Boost your Memory

Soil Geography for WB SLST 2025: আপনি যদি WBCSSC SLST Geography 2025 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং Soil Geography অংশে জোর দিতে চান, তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। ...

WB SLST English 2025 Preparation: 50 MCQ from Act I of She Stoops to Conquer (Corrected for 2nd WB SLST)

50 MCQ from Act I of She Stoops to Conquer: Preparing for WB SLST English 2025? You’re in the right place! This blog offers a powerful resource for ...

Leave a Comment