---Advertisement---

Important Questions Answers for All Competitive Job Exams 2024 l সমস্ত চাকরির পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর – 04

By Siksakul

Published on:

Questions Answers for All Competitive Job Exams
---Advertisement---

Questions Answers for All Competitive Job Exams: চাকরির পরীক্ষায় সফল হওয়ার জন্য প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সঠিক তথ্য ও সঠিক প্রস্তুতির কোন বিকল্প নেই। এই ব্লগে আমরা সমস্ত চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে আলোচনা করব। আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষার (All Competitive Job Exams) জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। আসুন, প্রস্তুতির যাত্রা শুরু করা যাক এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার প্রস্তুতি নেয়া যাক।

Important Questions Answers for All Competitive Job Exams l সমস্ত চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

1) কোন বছর জাতীয় কংগ্রেস ‘পূর্ণ স্বরাজ’ এর প্রস্তাব গ্রহণ করে ?
ANS: 1929 লাহোর অধিবেশনে
2) 1940 -এ মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয় ?
ANS: লাহোর অধিবেশনে
3) ‘স্যার ক্রীক’ সংক্রান্ত বিবাদ যে দেশগুলির মধ্যে ?
ANS: ভারতবর্ষ ও পাকিস্তান
4) কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় ?
ANS: মতিলাল নেহেরু
5) কোন হিন্দু শাস্ত্র গ্রন্থ আম্বেদকর জনসমক্ষে পুড়িয়েছিলেন
ANS: মনুস্মৃতি
6) বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে ?
ANS: মহেঞ্জোদারো
7) 1938 সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে ?
ANS: নেতাজি সুভাষচন্দ্র বসুর
8) ‘আইহোল’ প্রশস্তি কে রচনা করেন ?
ANS: রবিকীর্তী
9) কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় ?
ANS: 1920 সালে
10) গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন ?
ANS: 563 খ্রীস্টাব্দ
11) রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় ?
ANS: ঘরে বাইরে
12) ভারতের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী ভাবে বসতি স্থাপন করে ?
ANS: পাঞ্জাবে
13) কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন ?
ANS: পুরু
14) কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয় ?
ANS: পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণ
15) তাঁর শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে ?
ANS: দেবনামপ্রিয় প্রিয়দর্শিন
16) নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রুপে পরিচিত
ANS: দ্বিতীয় চন্দ্রগুপ্ত
17) বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয় ?
ANS: 1946 সালে
18) কোন বছর মহম্মদ বিন কাশিম সিন্দু দখল করেন ?
ANS: 712 খ্রীস্টাব্দে
19) 1942 এ কোথায় ‘স্বরাজ পঞ্চায়েত’ তৈরি হয় ?
ANS: তমলুক
20) গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমন করেন
ANS: 17 বার
21) কে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না ?
ANS:  শাহনাওয়াজ খান
22) বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন ?
ANS: বল্লাল সেন
23) ‘যুক্ত সার্বভৌম বাংলা’র একজন প্রবক্তা কে ছিলেন ?
ANS: H.S. সুরাওয়ার্দি
24) দাশ বংশের প্রতিষ্ঠাতা কে ?
ANS: কুতুবুদ্দিন আইবক
25) ‘ইন্ডিয়া উইনস ফ্রীডম’ বইটি কার লেখা ?
ANS: মৌলানা আবুল কালাম আজাদ
26) জালাল উদ্দিন মঙ্গবারণী কে ছিলেন ?
ANS: খোয়ারজিম বা খিবার শাসক
27) ভারত আক্রমনে কে বাবর কে আমন্ত্রণ করেছিলেন ?
ANS: দৌলদ খাঁ লোদি
28) ‘বাংলাদেশ’ রাষ্ট্র’ তৈরী হয় কোন বছরে ?
ANS: 1971 সালে
29) কে ‘দীন-ই-ইলাহী’ এর সদস্য হন ?
ANS: রাজা বীরবল
30) ‘দাম’ কী ?
ANS: শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা
31) কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগীজদের দমন করেন ?
ANS: শাজাহান
32) সিরাজদৌল্লা কবে সিংহাসনে বসেন ?
ANS: 1756 খ্রিস্টাব্দে
33) কে ‘নীলদর্পন’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন
ANS: মাইকেল মধুসূদন দত্ত
34) কে বলেছিলেন ‘সব লাল হো যায়েগা ‘
ANS: রঞ্জিত সিং
35) কোন বছর এশিয়াটিক সোসাইটির পত্তন হয় ?
ANS: 1784 সালে
36) ভীল বিদ্রোহ কোথায় হয়েছিল ?
ANS: খন্দেশ
37) কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন ?
ANS: লর্ড কর্ণওয়ালিস
38) বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন ?
ANS: সৈয়দ আহমেদ
39) “স্বত্ব বিলোপ নীতি” কে প্রবর্তন করেছিলেন ?
ANS: লর্ড ডালহৌসি
40) কোন জায়গায় কে সাঁওতালরা ‘দামিনী-ই-কোহ’ বলত ?
ANS: রাজমহল পাহাড়
41) কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয় ?
ANS: 1856 খ্রিস্টাব্দে
42) ‘প্রার্থনা সমাজ’ কে প্রতিষ্ঠা করেন ?
ANS: আত্মারাম পান্ডুরাঙ
43) কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশে ছাড় পত্র পায় ?
ANS: 1813 এর চার্টার আইন
44) কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন ?
ANS: 1920 সালে
45) বিখ্যাত ছবি ‘ ভারত মাতা’ কে এঁকেছিলেন ?
ANS: অবনীন্দ্রনাথ ঠাকুর
46) সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন ?
ANS: ড: রাজেন্দ্র প্রসাদ
47) কাকে গদর পার্টি মারতে চেয়েছিল ?
ANS: টেগার্ট কে
48) ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা কবে অর্জিত হয়েছিল কবে ?
ANS: 26 শে জানুয়ারি 1950 সালে
49) কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ?
ANS: 1817 খ্রিস্টাব্দে
50) কে বলেছিলেন ‘ আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে’ ?
ANS: গোপাল কৃষ্ণ গোখলে

51) ভারতের প্রথম চটকল স্থাপিত হয় কোন সালে ?
ANS: 1855 সালে হুগলীর রিষড়ায়
52) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ?
ANS: বম্বে বা মুম্বাই

---Advertisement---

Related Post

List of Famous Discoveries and Inventors 2025 l আবিষ্কার ও আবিষ্কারক – প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য

Famous Discoveries and Inventors: বিজ্ঞান ও প্রযুক্তি জগতে যেসব বিখ্যাত আবিষ্কার হয়েছে এবং যাঁরা এসব আবিষ্কার করেছেন, তাঁদের সম্পর্কে জানা প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্লগে ...

The Fly by Katherine Mansfield – 30 One-Sentence Questions and Answers l WB SLST English 2025 (Corrected for 2nd WB SLST)

The Fly by Katherine Mansfield: WB SLST English 2025 পরীক্ষার প্রস্তুতিতে ‘The Fly by Katherine Mansfield’ অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে নানা ধরনের প্রশ্ন এসেছে, ...

Araby by James Joyce for WB SLST English 2025 – 30 Model One-Liner Questions with Correct Answers (Corrected for 2nd WB SLST)

Araby by James Joyce for WB SLST English 2025: আপনি যদি WB SLST English 2025 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য বিশেষভাবে উপযোগী। বিশেষ করে ...

SSC CHSL, SLST, WBCS History Special: 100 Questions on German Nazism with Answers | জার্মান নাৎসিবাদ সম্পর্কে ১০০টি প্রশ্ন ও উত্তর

Questions on German Nazism with Answers: সরকারি চাকরির প্রস্তুতিতে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে SSC CHSL, SLST ও WBCS-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। ইতিহাসের মধ্যে জার্মানির নাৎসিবাদ ...

Leave a Comment