---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব – ০৫ | Important General Knowledge MCQ in Bengali Part – 05

By Siksakul

Published on:

জেনারেল নলেজ MCQ পর্ব - ০৫
---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব – ০৫: আমাদের দৈনন্দিন জীবনে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের গুরুত্ব অপরিসীম। এটি আমাদের চারপাশের পৃথিবী সম্পর্কে সচেতনতা বাড়ায়, নতুন বিষয় সম্পর্কে জানার সুযোগ দেয়, এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য অর্জনে সহায়তা করে। সাধারণ জ্ঞানের সঠিক বিকাশের জন্য MCQ (Multiple Choice Questions) একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি।

আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০৫ । যেটিতে গুরুত্বপূর্ণ 20 টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

জেনারেল নলেজ MCQ

1. War and Peace বইটির রচয়িতা কে ? 

A. লিও টলস্টয়

B. চার্লস কিংসলে

C. উইনস্টন চার্চিল

D. এডলফ হিটলার 

উত্তর :- (A)

2. তিন বিঘা করিডোর কোন কোন দেশকে সংযোগ করে ? 

A. ভারত ও বাংলাদেশ

B. ভারত ও চীন

C. ভারত ও পাকিস্তান

D. বাংলাদেশ ও পাকিস্তান 

উত্তর :- (A)

3. শের-ই পাঞ্জাব কাকে বলা হয় ? 

A. রনজিৎ সিংহ

B. লালা লাজপত রায়

C. নানা ফড়নবিশ

D. বাল গঙ্গাধর তিলক 

উত্তর :- (A)

4. LAN এর পুরো নাম কি ? 

A. Local Address Network

B. Level Area Network

C. Level Address Network

D. Local Area Network 

উত্তর :- (D)

5. হিমালয় পর্বত কোন সাগর থেকে উৎপত্তি লাভ করেছে ? 

A. কাস্পিয়ান সাগর

B. টেথিস সাগর

C. এশিয়ান সাগর

D. ভূমধ্য সাগর 

উত্তর :- (B)

6. প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয় ? 

A. 1968

B. 1948

C. 1953

D. 1950 

উত্তর :- (B)

7. কোন প্রাণী স্লিপিং সিকনেস রোগে আক্রান্ত ? 

A. সেটসি মাছি

B. আরশোলা

C. মাকড়সা

D. বালু মাছি 

উত্তর :- (A)

8. দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ? 

A. ফুটবল

B. ক্রিকেট

C. হকি

D. লন টেনিস 

উত্তর :- (B)

9. কুরী কিসের একক ? 

A. শক্তি

B. তেজস্ক্রিয়তা

C. প্রবাহমাত্রা

D. কোনোটি নয় 

উত্তর :- (B)

10. পশ্চিমবঙ্গে উত্তর প্রবাহী নদী কি ? 

A. তিস্তা, জলঢাকা, রায়ডাক

B. গঙ্গা, ব্রহ্মাপুত্র

C. তিস্তা, গঙ্গা

D. দামোদর, গঙ্গা 

উত্তর :- (A)

11. ভারতীয় জাতীয় বাহিনীর (আই.  এন.  এ. )-এর প্রথম অধিনায়ক কে ছিলেন ? 

A. বাসবিহারী বসু

B. ক্যাপ্টেন মোহন সিং

C. নেতাজি সুভাষচন্দ্র বসু

D. কোনোটিই নয় 

উত্তর :- (B)

12. মহাকর্ষ সূত্র কে ব্যাখ্যা করেন ? 

A. নিউটন

B. আর্কিমিডিস

C. গ্যালিলিও

D. ফ্যারাডে 

উত্তর :- (A)

13. উদ্ভিদের প্রাণ আছে কে আবিষ্কার করেন ? 

A. রবার্ট কোচ

B. আচার্য্য জগদীশচন্দ্র বোস

C. পলবার্গ

D. জর্জ স্নেইল 

উত্তর :- (B)

14. বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেন ? 

A. লক্ষণ সেন

B. বল্লাল সেন

C. বিজয় সেন

D. হেমন্ত সেন 

উত্তর :- (B)

15. গৌতম বুদ্ধ কোন ভাষায় ধর্মপ্রচার করতেন ? 

A. ভোজপুরি

B. মাগধি

C. পালি

D. সংস্কৃত 

উত্তর :- (C)

16. অ্যারিস্টটল কে ছিলেন ? 

A. গ্রীক নীতিশাস্ত্রবিদ

B. গ্রীক আধিবিদ্যা এবং রাজনৈতিক চিন্তাবিদ

C. গ্রীক দার্শনিক

D. সবকটি 

উত্তর :- (C)

17. বিষবৃক্ষ নামক বইটি কার লেখা ? 

A. বঙ্কিমচন্দ্র

B. শরৎচন্দ্র

C. তুলসীদাস

D. কালিদাস 

উত্তর :- (A)

18. ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হল ? 

A. 4 বছর

B. 5 বছর

C. 6 বছর

D. 7 বছর 

উত্তর :- (B)

19. বীজের অঙ্কুরোদগমের জন্য প্রয়োজনীয় শর্তগুলি কোনটি ? 

A. আদ্রতা, অক্সিজেন এবং উষ্ণতা

B. উষ্ণতা, অক্সিজেন এবং আলো

C. কার্বন-ডাই-অক্সাইড, আলো ও অক্সিজেন

D. মৃত্তিকা আদ্রতা এবং উষ্ণতা 

উত্তর :- (A)

20. যে সব ব্যাকটেরিয়া এবং ছত্রাক মৃত পচনশীল জীবদেহের উপর জন্মায় তাদের কি বলা হয় ? 

A. পরজীবী

B. স্বজীবী

C. মৃতজীবী

D. মিথোজীবী 

উত্তর :- (C)

Read More: General Knowledge MCQ in Bengali Part – 04

---Advertisement---

Related Post

📍List of Names of Famous Waterfalls in India: A Must-Know Guide for Competitive Exam Aspirants l ভারতের বিভিন্ন বিখ্যাত জলপ্রপাতের নামের তালিকা

List of Names of Famous Waterfalls in India: ভারত বরাবরই প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি দেশ, যার এক বিশেষ আকর্ষণ হল এর নানান রাজ্যে বিস্তৃত বিখ্যাত জলপ্রপাত। এই জলপ্রপাতগুলি ...

IBPS Clerk CRP XV Recruitment 2025: Notification PDF Out, Application Starts August 1

IBPS Clerk Online Form 2025 is out for CRP CSA XV. Apply from August 1 to 21 at ibps.in. Get details on eligibility, age limit, fee, exam pattern ...

NHPC Apprentice Recruitment Notification 2025 Released – Apply Now for ITI, Diploma & Graduate Posts

NHPC Apprentice Recruitment Notification 2025 Released: NHPC Limited, a renowned Navratna Public Sector Enterprise under the Ministry of Power, Government of India, has opened online applications for its one-year Apprenticeship Training Program for 2025. This recruitment drive offers 361 vacancies for Graduate, Diploma, and ITI Apprentices across multiple locations and projects. The program aims to attract talented and dynamic individuals eager to build a career in India's growing power sector.

Indian Navy ITI Apprentice Recruitment 2025: 50 Vacancies Notified at NSRY Sri Vijaya Puram

Indian Navy ITI Apprentice Recruitment 2025: The Naval Ship Repair Yard (NSRY), Sri Vijaya Puram, has released an official notification inviting online applications for its “Technician (Vocational) Apprentice Training Program (IT-02 Batch)” for the 2025–26 training year. A total of 50 ITI-qualified candidates, both male and female, will be selected across 11 different trades. The total number of openings is provisional and subject to change based on final eligibility screening. Full eligibility, trade-wise details, and application steps are given below.

Leave a Comment